গত সোমবার কলকাতা হাইকোর্ট SSC নিয়োগ দুর্নীতি মামলায় ২৫ হাজার ৭৫৩ জনের চাকরি বাতিলের কথা ঘোষণা করেছিল। আগেই স্কুল সার্ভিস কমিশনের তরফে জানানো হয়েছিল তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছে। এই আবহে বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে স্কুল সার্ভিস কমিশন। এদিন SSC-র চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার দাবি করেন, তাঁরা তিনটি হলফনামা দিয়ে আদালতে জানিয়েছেন প্রায় ৫ হাজার ৩০০ জনের মতো অযোগ্য-র কথা। তাঁর কথায়, ‘আপাতত যে তথ্য আছে হাতে সেই মোতাবেক ওরা যোগ্য। তবে আগামীতে যে তথ্য উঠে আসবে সেই মোতাবেক বলব। এর বাইরে আমাদের পক্ষে বাকি প্রায় ১৯ হাজারকে এভাবে সার্টিফায়েড করা সম্ভব নয়।’ তিনি আরও বলেন, ‘আমাদের তরফে কোনও তথ্য যায়নি, এই দাবি ভুল। আর সেই কারণেই আমরা এই তথ্য তুলে ধরলাম।’ সিদ্ধার্থ মজুমদার বলেন, ‘অযোগ্যদের তালিকা হলফনামা দিয়ে জানানো হয়েছিল আদালতে। ১৩ ডিসেম্বর হলফনামা জমা দিয়েছিলাম। তাতে আদালত সন্তুষ্ট না হওয়ায় এরপর ১৮ ডিসেম্বর একটি হলফনামা দিই। সেখানে নবম দশমে ৭৭৫ জন যাঁদের সুপারিশপত্র ‘রুল ১৭’ প্রয়োগ করে প্রত্যাহার করেছি তাদের তালিকা দেওয়া হয়। হলফনামা নিয়ে আলোচনার সময় হাইকোর্টে আমি হাজির ছিলাম। ২০ ডিসেম্বর আমরা আরও পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দিই। যেখানে ৭৭৫ জনের পাশাপাশি ৩৩ জন যাঁদের সুপারিশপত্র বাতিল করা হয়নি তাঁদের OMR ইস্যু ছিল তাঁদের নাম রোল নম্বর উল্লেখ করা হয়।’ তাঁর সংযোজন, ‘একাদশ-দ্বাদশের ক্ষেত্রে OMR ইস্যু ছিল এবং যাঁরা সুপারিশপত্র পেয়েছেন তাঁদের সংখ্যাটা ছিল ৭৭১। Rank Jumping এর সমস্যা একাদশ দ্বাদশের ক্ষেত্রে ৩৯। তাঁদের নাম এবং রোল নম্বর সহ জমা দেওয়া হয়। ওই একই দিকে আমরা জানাই গ্রুপ সি OMR ইস্যু ছিল ৭৮৩, যাঁরা সুপারিশপত্র পেয়েছিলেন তাঁদের বিবরণ দিই।’
Related Posts
রবিবার পর্যন্ত পুলিশকে সময়, কিনারা না হলে আর জি কর কাণ্ডের তদন্তভার দেওয়া হবে সিবিআইকে: মুখ্যমন্ত্রী
নিহত ডাক্তারের বাড়িতে সোমবার সকালে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিবারের সঙ্গে দেখা করে জানালেন সমবেদনা। দ্রুত বিচারের আশ্বাসও দেন মুখ্যমন্ত্রী। এদিন নির্যাতিতার বাড়ি থেকে বেরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, রবিবারের মধ্যে পুলিশ এই ঘটনার তদন্ত করতে না পারলে সিবিআইকে স্থানান্তরিত করা হবে। আর জি কর কাণ্ডের কিনারা করার জন্য কলকাতা পুলিশকে আগামী রবিবার পর্যন্ত সময় বেঁধে […]
পানশালায় তরুণীর সঙ্গে আলাপের পর ফ্ল্যাটে ডেকে ধর্ষণের অভিযোগ ব্যবসায়ীর বিরুদ্ধে
খাস কলকাতার পানশালায় আলাপের পর তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। শ্যামপুকুর থানায় এক ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তরুণী। জানিয়েছেন, শহরের একটি পানশালায় তাঁর সঙ্গে ওই যুবকের আলাপ হয়েছিল। তার পরেই তাঁকে ধর্ষণ করা হয়। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, শেক্সপিয়র সরণির একটি পানশালায় সে দিন গিয়েছিলেন অভিযোগকারিণী। সেখানে ছিলেন অভিযুক্ত যুবকও। তাঁদের […]
8টে আসনের মধ্যে ৩টি আসনই ছিল বিজেপির, এটা মানুষের জয়, এজন্য সকলকে কৃতজ্ঞতা, প্রণাম জানাচ্ছিঃ মুখ্য়মন্ত্রী
বিধানসভা উপনির্বাচনে চারে ৪ পেয়েছে তৃণমূল। সবুজ সুনামিতে ধুয়ে মুছে সাফ বিজেপি। বিজেপির দখলে থাকা তিনটি আসনেও বিরাট পরাজয় বিজেপির। এবার এনিয়ে মুখ খুললেন তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেন, ‘8টে আসনের মধ্যে ৩টি আসন ছিল বিজেপির। লোকসভাতেও ছিল বিধানসভাতেও ছিল। আমরা তিনটিতে জিতেছি। আর আমাদেরটাতেও জিতেছি। মানে আউট অফ ফোর- ফোর। […]