ইতিহাস গড়ল বাংলার তারকারা। টানটান উত্তেজনার মধ্যে দিয়ে জয় ছিনিয়ে নিল বেঙ্গল টাইগার্স। কর্ণাটকা বুলডজারকে হাড়িয়ে সেলেব্রিটি ক্রিকেট লিগ-এর বিজয়ীর কাপ নিয়ে ঘরে ফিরল অধিনায়ক যিশুর দল। বাংলার হয়ে এবারে খেলেছেন যিশু সেনগুপ্ত, সৌরভ দাস, রাহুল বন্দ্যোপাধ্যায়, জয় মুখোপাধ্যায়, জয়ী দেবরায়, বনি সেনগুপ্ত, উদয় প্রতাপ সিং-রা। ২০১০ সালে শুরু হয়েছিল সিসিএল। কিচ্চা সুদীপের দল কাগজে-কলমে অনেকটাই এগিয়ে ছিল যিশুর দলের থেকে। এই সিজনেও দু-বার বেঙ্গল টাইগার্স হারের মুখ দেখেছে কর্নাটকের কাছে। তবে ফাইনালে বাংলার বাঘেদের কাছে কুপোকাত হতে হল কর্ণাটকাকে। ফাইনাল ম্যাচ জিতে মাঠে হাউ হাউ করে কাঁদলেন যিশু। দুই মেয়ে সারা ও জারাকে বুকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়েন বেঙ্গল টাইগার্সের অধিনায়ক। পাশে দেখা মিলল স্ত্রী নীলাঞ্জনারও।
Related Posts
‘কঠোর পরিশ্রম ও নিষ্ঠার জন্যেই সাফল্য’, মানুকে শুভেচ্ছাবার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের
প্যারিস অলিম্পিক্সে ভারতকে প্রথম পদক এনে দিলেন শুটার মানু ভাকের। গোটা দেশ তাঁকে নিয়ে উচ্ছ্বসিত। পদক জয়ী মানুকে শুভেচ্ছা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পদক জয়ের খবর আসতেই নিজের এক্স হ্যান্ডেলে একটি বার্তায় মুখ্যমন্ত্রী লেখেন, ‘প্যারিস অলিম্পিক্সে ভারতের প্রথম পদক জয়ে মানু ভাকেরেকে আমার অভিনন্দন। কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার জন্যেই ভারতের প্রথম মহিলা শুটার হিসাবে […]
৭ উইকেটে জয়ী রাজস্থান
লখনউ সুপার জায়েন্ট: ১৯৬/৫ (কে এল রাহুল ৭৬, দীপক হুদা ৫০, সন্দীপ ৩১/২)রাজস্থান রয়্যালস: ১৯৯/৫ (সঞ্জু স্যামসন ৭১, ধ্রুব জুড়েল ৫২) আজ ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে লখনউ ১৯৬ রান তুলেছিল। সেই রান অনায়াসে হাসিল করে নিল রাজস্থান রয়্যালস। জিতল ৭ উইকেটে। তবে এই জয়ের ক্ষেত্রে রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন এবং ধ্রুব জুরেলের পারফরম্যান্স আলাদা […]
পদকজয়ী মনুকে ফোন করে শুভেচ্ছা প্রধানমন্ত্রী মোদির
অলিম্পিকের গত সংস্করণ টোকিওতে হতাশা সঙ্গী হয়েছিল। পরিশ্রমের ফসল পেয়েছেন প্যারিস। গর্বিত দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা বার্তাতেই থেমে থাকেননি। সরাসরি ফোন করে কথা বলেছেন প্যারিসে ব্রোঞ্জ পদকজয়ী মনু ভাকেরের সঙ্গে। কী কথা হল তাঁদের? নমস্কার আমি প্রধানমন্ত্রী কার্যালয় থেকে বলছি। শোনার পরই, মনু ভাকেরের অভিব্যক্তি বদলে গেল গর্বে, উচ্ছ্বাসে। দেশের প্রধানমন্ত্রীর ফোন! […]