মনোনয়ন জমা দিয়ে যাওয়ার আগে ঘাটাল মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে রক্তদান করে তারপর মনোনয়ন জমা দিলেন ঘাটালের তৃণমূল প্রার্থী তথা তারকা দেব। তার পরে দেব বললেন, ‘‘মন্দির-মসজিদে আমি পরেও যেতে পারব। কিন্তু এই বিশেষ দিনে আমি চেয়েছিলাম সচেতনতার বার্তা দিতে।’’ তাঁর কথায়, ‘‘আমি ঘাটাল মহকুমা হাসপাতালের রোগীকল্যাণ সমিতির চেয়ারম্যান। আমি জেনেছি, এই প্রবল গরমে ব্লাড ব্যাঙ্কে রক্তের সঙ্কট তৈরি হয়েছে। তাই এই বিশেষ দিনে আমি রক্তদান করলাম।’’ দেবের কথায়, ‘‘আজ আমার মনোনয়ন। আজ একটা বিশেষ দিন। অনেকেই আজ দেখতে চাইবেন, দেব কী করলেন। কী পরলেন। তাঁদের উদ্দেশে বার্তা দিতেই রক্তদান করলাম।’’ দেব আরও জানান, প্রতি বছরই গ্রীষ্মকালে রক্তের অভাবে থ্যালাসেমিয়া রোগীরা সমস্যায় পড়েন। সেই অভাবও তিনি পূর্ণ করতে চান জনপ্রতিনিধি হিসেবে। পাশাপাশিই দেব জানিয়েছেন, তিনি ঘাটালে যত ভোট পাবেন, তত সংখ্যক গাছ লাগাবেন। তাঁর কথায়, ‘‘আমি যত ভোট পাব, ঘাটাল লোকসভা এলাকায় তত গাছ লাগাব! আমি যদি আট লক্ষ বা ন’লক্ষ ভোট পাই, ততগুলোই গাছ লাগাব ঘাটাল লোকসভা কেন্দ্রে।’’ বিশ্ব উষ্ণায়নের মোকাবিলায় সচেতনতার কারণেই তাঁর এই সিদ্ধান্ত এবং নতুন স্লোগান বলে জানিয়েছেন ঘাটালের গত দু’বারের সাংসদ।
Related Posts
রাজ্য পুলিশের এসটিএফ এবং বহরমপুর থানার যৌথ অভিযানে গ্রেপ্তার আন্তঃরাজ্য অস্ত্র পাচার চক্রের দুই কিং পিন
ঝাড়খণ্ড থেকে পশ্চিমবঙ্গে অস্ত্র পাচার করতে গিয়ে রাজ্য পুলিশের এসটিএফ এবং বহরমপুর থানার যৌথ অভিযানে গ্রেপ্তার হল আন্তঃরাজ্য অস্ত্র পাচার চক্রের দুই কিং পিন। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত ব্যক্তিদের নাম- আহাদ আলী মল্লিক এবং ইয়াকুব শেখ। ধৃত দুই ব্যক্তির বাড়ি মুর্শিদাবাদের বেলডাঙা থানা এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত ব্যক্তিদের হেফাজত থেকে উদ্ধার হয়েছে […]
আসানসোলের কুলটিতে অফিসে ঢুকে এলোপাথাড়ি গুলি চালিয়ে ব্যবসায়ীকে খুন করল দুষ্কৃতীরা
আসানসোলের কুলটি থানার চিনাকুড়ি এলাকায় এলোপাথাড়ি গুলি চালিয়ে খুন এক ব্যবসায়ীকে। পেশায় মৃত ব্যক্তি সুদ ব্যবসায়ী ছিলেন বলে জানা গিয়েছে ৷ মৃত ব্যক্তির নাম উমাশঙ্কর চৌহান (৫১) ৷ কুলটি থানার পুলিশ সূত্রে খবর, চিনাকুড়িতে বসবাসকারী ওই ব্যবসায়ীর অফিস ছিল বাড়ির কাছেই ৷ অফিসে ঢুকেই গুলি করা হয় উমাশঙ্কর চৌহানকে। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে আসানসোল জেলা […]
‘১৯ লক্ষ EVM মেশিন মিসিং, কত ভোটার ছিল, কত মেশিন ছিল সেটা আমরা জানতে চাই’, কমিশনকে তোপ মমতার
আজ, বুধবার ফরাক্কা এবং বহরমপুরের জনসভা থেকে কমিশনের দেওয়া ভোট শতাংশের হিসাব নিয়ে বিজেপির কারচুপির কথা প্রকাশ্যে আনেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । শুধু তাই নয়, দেশের সব বিরোধী দলকে একজোট হয়ে সতর্ক থাকার কথাও এদিন জানান মমতা বন্দ্যোপাধ্যায়। কমিশনের কাছে ইভিএম এবং ভোটারের সংখ্যার হিসাবও জানতে চেয়েছেন তিনি। কমিশন সূত্রে খবর, প্রথম দফায় ভোট পড়েছে […]