গত তিন দিন ধরেই পেটে অসহ্য ব্যথায় ভুগছিলেন কমেডিয়ান ভারতী সিং। সম্প্রতি সেই ব্যথা বাড়ার কারণে মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। তিন দিন ধরে পেটে ব্যথা হলেও প্রথমে ভারতী মনে করেন যে হয়তো পেটে গ্যাসের ব্যথা হচ্ছে। পরে তা আরও তীব্র হলে বেশ কিছু পরীক্ষা করা হয়। সেখান থেকেই জানা যায় যে গ্যাসের ব্যথা নয়, তাঁর গলব্লাডারে পাথর হয়েছে। সেই সময়েই চিকিৎসক ভারতীকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন। ভর্তির পর হাসপাতাল থেকে এই কমেডিয়ান একটি ভ্লগ ভিডিও শেয়ার করেছেন। তাতে ভারতীকে বলতে শোনা গেছে, তিনটি রাত পরিবারের সদস্যরা কেউই ঘুমাতে পারেননি। তার গলব্লাডারে পাথর হয়েছে। ঠিকমতো খেতেও পারছেন না। খেলেই পেটে ব্যথা হচ্ছে। সে কারণে পরীক্ষা-নিরীক্ষা শেষে অপারেশনের জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন। ওই ভিডিওতে ভারতী তাঁর সকল অনুরাগীদের কাছে দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনাও করেছেন।
Related Posts
ইডিকে ৭০ লক্ষ টাকা ফেরত দিতে চান অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত
রেশন দুর্নীতি মামলায় জবাবদিহি করতে গত মাসে সিজিও কমপ্লেক্সে হাজির হয়েছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত । প্রায় পাঁচ ঘণ্টা ধরে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয় অভিনেত্রীকে। তদন্তে তিনি সহযোগিতা করেছেন। ইডি দপ্তর থেকে বেরিয়ে একথাই বলেছিলেন ঋতুপর্ণা। এবারে ইডি সূত্রে খবর, ৭০ লক্ষ টাকা ফেরত দিতে চান টলিপাড়ার নায়িকা।ব্যাঙ্কের লেনদেনের তথ্যর উপর ভর করেই জিজ্ঞাসাবাদের জন্য ঋতুপর্ণা সেনগুপ্তকে […]
আন্ধেরির লোখান্ডওয়ালা কমপ্লেক্সের একটি জংশনের নামকরণ হল ‘শ্রীদেবী চক’
বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন শ্রীদেবীকে মরণোত্তর সম্মান দিতে চলেছে। এমন খবর শোনা যাচ্ছে। ভারতীয় ছবিতে তাঁর অবদান মনে রেখে আন্ধেরির লোখান্ডওয়ালা কমপ্লেক্সের একটি জংশনের নামকরণ শ্রীদেবী চক রাখা হয়েছে। কারণ তিনি এখানকার গ্রিন একরস টাওয়ারে থাকতেন। স্থানীয় বাসিন্দারা প্রিয় অভিনেত্রীরকে শ্রদ্ধা জানাতে তাঁর নামে একটি জংশনের নাম রাখার আবেদন জানান। সেই আবেদনে মান্যতা দিয়েছে বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল […]
প্রকাশ্যে এল ‘স্ত্রী ২’ এর টিজার
রাজকুমার রাও, শ্রদ্ধা কাপুর, পঙ্কজ ত্রিপাঠীর মতো তারকারা অভিনীত ‘স্ত্রী ২’ ছবিটি এবার মুক্তি পাবে স্বাধীনতা উপলক্ষে অর্থাৎ ১৫ আগস্ট। আজ এই ছবির টিজার প্রকাশ করেছেন নির্মাতারা। টিজারটি বেশ আকর্ষণীয়।কয়েকদিন আগে অনলাইনে ফাঁস হয়েছে ‘স্ত্রী ২’-এর টিজার। তবে আজ আনুষ্ঠানিকভাবে তা প্রকাশ করা হয়েছে। ‘স্ত্রী ২’ ছবির টিজার ১৪ জুন ‘মুঞ্জা’ ছবির সাথে সংযুক্ত করা […]