ভোজপুরি অভিনেত্রী অমৃতা পাণ্ডের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য। শনিবার বিহারের ভাগলপুরে অভিনেত্রীর নিজের অ্যাপার্টমেন্ট থেকে পুলিশ উদ্ধার করেছে তাঁর দেহ। শাড়ি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় সিলিং ফ্যানের সঙ্গে ঝুলতে দেখা গিয়েছে ভোজপুরি ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী অন্নপূর্ণা ওরফে অমৃতা পাণ্ডেকে। ঘর থেকে মেলেনি কোন সুইসাইড নোট। তবে মৃত্যুর কয়েক ঘণ্টা আগে হোয়াটসঅ্যাপে একটি সন্দেহভাজন স্ট্যাটাস লিখেছিলে তিনি। পুলিশ সূত্রে খবর, বিয়ের পর স্বামীর সঙ্গে মুম্বইয়ে ঘর বাঁধেন অমৃতা। দিন কয়েক আগে এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠান উপলক্ষ্যে ভাগলপুর আসেন। বিয়ের অনুষ্ঠান মিটে গেলেও কিছু দিন ভাগলপুরে নিজের বাড়িতে থাকার সিদ্ধান্ত নেন অভিনেত্রী। শনিবার গভীর রাতের দিকে নিজের হোয়াটসঅ্যাপে একটি স্ট্যাটাস দেন অমৃতা। তাতে তিনি লেখেন, ‘কেন তাঁর জীবন দু নৌকায় পা দিয়ে চলছিল, আমি একটা নৌকা ডুবিয়ে তাঁর জীবন সহজ করে দিলাম’।
Related Posts
মুক্তি পেল ‘দো অর দো পেয়ার’ ছবির প্রথম অফিসিয়াল ট্রেলার
মুক্তি পেল শিরশা গুহ ঠাকুরতা পরিচালিত ‘দো অর দো পেয়ার’ ছবির প্রথম অফিসিয়াল ট্রেলার। এই ছবিতে অভিনয় করেছেন বিদ্যা বালান, প্রতীক গান্ধী, ইলিয়ানা ডি’ক্রুজ এবং সেনধিল রামামূর্তি। গতকালই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ট্রালার মুক্তির খবর জানিয়েছিলেন বিদ্যা। ট্রেলারের শুরুতেই প্রতীক গান্ধী এবং বিদ্যা বালানের চরিত্রগুলির মধ্যে উত্তপ্ত লড়াই হতে দেখা যায়। তারপরে তাদের যথাক্রমে ইলিয়ানা […]
চার হাত এক হল শোভন-সোহিনীর
অবশেষে চার হাত এক হল শোভন গাঙ্গুলি ও সোহিনী সরকারের। সোহিনী নিজের ইনস্টাগ্রামে বিয়ের ছবি শেয়ার করেছেন। অভিনেত্রী ক্যাপশনে লেখেন, ‘দেখা হওয়ার এক বছরে একই সাথে একই ঘরে।’ জানা গিয়েছে, ১৫ জুলাই, সোমবার দক্ষিণ ২৪ পরগণার এক রাজবাড়িতে আইনি মতে বিয়ে সারেন শোভন-সোহিনী। উপস্থিত ছিলেন ঘনিষ্ঠ বন্ধুরা। সোহিনীর পরনে ছিল মেরুন রঙের বেনারসি। গা-ভর্তি সাবেকি […]
সলমান খানের বাড়িতে গুলি চালনার মামলায় অভিযুক্তর লকআপেই আত্মহত্যা
বুধবার মুম্বই ক্রাইম ব্রাঞ্চের লকআপেই আত্মহত্যা করে সলমান খানের বাড়িতে গুলি চালনার মামলায় অভিযুক্ত অনুজ থাপন। পুলিসের সূত্র অনুযায়ী অভিযুক্তকে তড়িঘড়ি জিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়,সেখানেই মৃত্যু হয় তার। সম্প্রতি পঞ্জাব থেকে গ্রেফতার করা হয় অনুজ থাপনকে। এর আগে গত ১৬ এপ্রিল গুজরাটের ভুজ থেকে দুজনকে গ্রেফতার মুম্বই ক্রাইম ব্রাঞ্চের পুলিস। ধৃতরা বিহারের বাসিন্দা। মুম্বই পুলিসের […]