ফের গুরুতর অসুস্থ বিগ বস ১৭-র বিজয়ী মুনাওয়ার ফারুকি৷ অবস্থা এতটাই গুরুতর যে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করতে হয়েছে তাকে৷ এক মাস কাটতে না কাটতেই আবারও অসুস্থ হয়ে পড়লেন তিনি৷ স্বাস্থ্যের অবনতি হতেই পুনরায় ভর্তি করতে হয় তাকে৷ গতকাল অর্থাৎ ২৪ মে হাসপাতালে ভর্তি করা হয় মুনাওয়ারকে৷ তাঁর এক বন্ধু শারীরিক অবস্থার কথা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন৷ তারপর থেকে তাঁর অনুরাগীরা তাকে নিয়ে চিন্তায় পড়েছে৷ বিগ বস ১৭-র বিজয়ী মুনাওয়ারের ঘনিষ্ঠ বন্ধু এদিন একটি ছবি পোস্ট করে তারঁ স্বাস্থ্যের খবর জানান৷ দেখা যাচ্ছে, হাসপাতালে বিছানায় শুয়ে আছেন মুনাওয়ার, চলছে স্যালাইন৷ ছবি ক্যাপশনে লেখা- আমার ভাই যেন ভাল থাকে৷ শক্ত থাকে৷ এই কামনা করছি৷ তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো মুনাওয়ার৷
Related Posts
খুনের ১৪ বছর পর ন্যায় পেলেন অভিনেত্রী লায়লা খান
খুনের ১৪ বছর পর ন্যায় পেলেন অভিনেত্রী লায়লা খান। মায়ের তৃতীয় স্বামীর হাতে খুন হয়েছিলেন বলিউড অভিনেত্রী লায়লা খান। শুধু তিনি একাই নন, তাঁর পরিবারের আরও পাঁচ সদস্য একই সঙ্গে খুন হন। ১৪ বছর পর অভিযুক্ত পারভেজ তাককে মৃত্যুদণ্ডের সাজা শোনাল আদালত। ২০১১ সালের ফেব্রুয়ারি মাসে আচমকাই পরিবারের পাঁচ সদস্য সহ নিখোঁজ হন অভিনেত্রী। প্রায় এক […]
হৃদরোগে আক্রান্ত বর্ষীয়ান অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়, ভর্তি হাসপাতালে
সূত্রের খবর, মাইল্ড হার্ট অ্যাটাকের শিকার অভিনেতা। ভিক্টর বন্দ্য়োপাধ্য়ায়ের হার্টে ব্লকেজ মিলেছে, আপতত হাসপাতালে ভর্তি তিনি। জানা গেছে, মুসৌরিতে নিজের বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হন বর্ষীয়ান অভিনেতা, সেখান থেকে দেরাদুনের এক হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। শুরুতে আইসিইউ-তে ভর্তি ছিলেন। তবে এখন তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল, তাই জেনারেল বেডে দেওয়া হয়েছে। আপতত কিছু হাসপাতালেই থাকতে হবে […]
প্রয়াত বিশিষ্ট তামিল সঙ্গীতশিল্পী উমা রমানান
প্রয়াত বিশিষ্ট তামিল সঙ্গীতশিল্পী উমা রমানান। গত বুধবার রাতে মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭২ বছর। জানা যাচ্ছে, শিল্পীর চেন্নাইয়ের বাসভবনেই মৃত্যু হয়, তবে মৃত্যুর কারণ অজানা। জানা যাচ্ছে, শেষ সময়ে শিল্পীর কাছে ছিলেন তাঁর স্বামী এভি রমানান এবং ছেলে ভিগনেশ রমানান। শিল্পীর মৃত্যুতে শোকস্তব্ধ সকলে। ইতিমধ্যেই ঘনিষ্ঠজন, ভক্তেরা শিল্পীর প্রয়াণে সোশ্যাল মিডিয়ায় শোকপ্রকাশ […]