পুলিশ লকআপে যুবক ও তাঁর নাবালিকা স্ত্রীর রহস্যমৃত্যুতে উত্তপ্ত বিহার। ঘটনাটি ঘটেছে বিহারের আরারিয়া জেলার তারাবারি গ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে, স্ত্রীর মৃত্যুর পর স্থানীয় যুবক তাঁর শালীকে বিয়ে করেছিলেন। কিন্তু মেয়েটির বয়স মাত্র ১৪। নাবালিকাকে বিয়ের অপরাধে যুবককে বৃহস্পতিবার আটক করে পুলিশ। আটক করা হয় নাবালিকাকেও। স্থানীয়দের অভিযোগ, ওই যুগলকে বিয়ের পরেই আটক করা হয়। আরও অভিযোগ, পুলিশের মারধর এবং নজরদারির অভাবেই হেফাজতে থাকাকালীন দু’জন আত্মঘাতী হয়েছেন। একটি সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে। যদিও তার সত্যতা যাচাই করেনি বঙ্গনিউজ। সেই ভিডিওয় দেখা গেছে, এক যুবক লকআপের দরজা বেয়ে উঠছেন। তারপর গলায় কাপড় দিচ্ছেন। হেফাজতে স্বামী-স্ত্রীকে পিটিয়ে খুন করা হয়েছে অভিযোগ তুলে থানার বাইরে বিক্ষোভ শুরু করে উত্তেজিত গ্রামবাসী। গ্রামবাসীদের অভিযোগ, থানায় বর এবং কনেকে মারধর করা হয়েছিল। তার পর সেখানেই কাপড় ঝুলিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা। দম্পতির মৃত্যুর খবর পেতেই স্থানীয়রা থানায় বিক্ষোভ দেখাতে শুরু করেন। পুলিশ কর্মীদের লক্ষ্য করে পাথর ছোড়ার অভিযোগ ওঠে স্থানীয়দের বিরুদ্ধে। ক্ষুব্ধ গ্রামবাসীরা এরপর থানা ভাঙচুর করতে শুরু করেন। অভিযোগ ভাঙচুরের পর গ্রামবাসীরা থানায় আগুন লাগিয়ে দেয়। এই ঘটনায় পাঁচ পুলিশ কর্মী জখম হন। গ্রামবাসীর তাণ্ডব রুখতে বিভিন্ন থানা থেকে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ঘটনাস্থলে নিয়ে আসা হয়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ছয় রাউন্ড গুলি চালিয়েছে বলে জানা গিয়েছে। হাতে এবং পায়ে গুলিবিদ্ধ হয়ে দুই বিক্ষোভকারী আহত হয়েছে। বিক্ষভকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার খবর পেতেই স্থানীয় অন্যান্য থানা থেকে বিশাল বাহিনী ঘটনাস্থলে আসে। গ্রামবাসীদের দাবি, পুলিশের গাফিলতির জেরেই ওই দম্পতির মৃত্যু হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
Related Posts
ওড়িশার প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী আজ শপথ নেবেন, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
অন্ধ্রপ্রদেশের পর ওড়িশা বুধবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রী মনোনীত মোহন চরণ মাঝির শপথ গ্রহণের সাক্ষী হবে। চারবারের বিধায়ক মোহন মাঝি মঙ্গলবার বিজেপি বিধানসভা দলের নেতা নির্বাচিত হয়েছেন। 52 বছর বয়সী এই নেতা উপকূলীয় রাজ্যের একজন বিশিষ্ট উপজাতীয় মুখ। কনক বর্ধন সিং দেও এবং প্রবতী পারিদা তার ডেপুটি হিসেবে থাকবেন। বুধবার বিকেল ৫টায় শপথগ্রহণ অনুষ্ঠান হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র […]
কেদারনাথে মেঘভাঙা বৃষ্টির জেরে আটকে ২০০ তীর্থযাত্রী, উত্তরাখণ্ডে মৃত ৪
মেঘভাঙা বৃষ্টির জেরে কেদারনাথে আটকে প্রায় ২০০ তীর্থযাত্রী। বুধবার উত্তরাখণ্ডে ভারী বৃষ্টিপাতের জেরে দুই শিশু-সহ চারজনের মৃত্যু হয়েছে একটি বাড়ি ধসে, আহত হয়েছেন আরও ৯ জন। রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, পুলিশ এবং স্থানীয় আধিকারিকদের ধসের উচ্চ সতর্কতা জারি করা করেছে। বুধবার উত্তরাখণ্ডের কেদারনাথে মেঘভাঙা বৃষ্টিতে ওয়াকওয়ের প্রায় ৩০ মিটার ক্ষতিগ্রস্ত। হঠাৎ ভারী বৃষ্টিপাতের ফলে মন্দাকিনী […]
অন্ধ্রপ্রদেশের ভ্যান ও কন্টেইনারের সংঘর্ষ, মৃত ৬
শুক্রবার অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা জেলায় একটি কনটেইনার এবং একটি ডিসিএম ভ্যানের মধ্যে সংঘর্ষে ছয়জন প্রাণ হারিয়েছেন। পুলিশ জানিয়েছে, কৃত্তিভেনু মণ্ডলের সীথানাপল্লির কাছে দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনায় উভয় গাড়ির চালকও প্রাণ হারান। তথ্য অনুযায়ী, কনটেইনারটি পুদুচেরি থেকে ভীমাভারমের দিকে যাচ্ছিল। সীতানপল্লীর কাছে বিপরীত দিক থেকে আসা ডিসিএম-এর সঙ্গে সংঘর্ষ হয়।