বর্তমানে সিনেমা জগৎ থেকে নিজেকে দূরে রেখেছেন অভিনেত্রী বিপাশা বসু। একরত্তি মেয়ে দেবীকে ঘিরেই দিন কাটছে তাঁর। মেয়ের সঙ্গে আদুরে মুহূর্তের ঝলক মাঝেমধ্যে সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন তিনি। এবার জানা যাচ্ছে, নতুন অবতারে অনুরাগীদের কাছে ধরা দেবেন অভিনেত্রী। এবার লেখিকার ভূমিকায় আসছেন বিপাশা। অভিনেত্রী জানিয়েছেন তিনি একটি বই লিখবেন। গল্প বা কোনও উপন্যাস নয়, বইটি হবে তাঁর স্মৃতিকথা। অভিনেত্রী জানিয়েছেন, যে সমস্ত বিষয় তাঁর জীবনের চলার পথে মোড় ঘোরানো মুহুর্ত হয়ে থেকে গেছে, সেই বিষয়গুলি লিপিবদ্ধ করা হবে বইতে। অভিনেত্রীর কথায়, ‘‘আমি জীবনে প্রচুর ওঠাপড়া দেখছি। কিন্তু তার পরেও আজ যেখানে রয়েছি, তা কেবলমাত্র সম্ভব হয়েছে জীবনের ইতিবাচক দিকগুলো নিয়ে এগিয়ে যাওয়ার ফলেই। এইবার এই সমস্ত বিষয় আমি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিতে চাই।” বিপাশার এই বইটির নাম এখনও চূড়ান্ত হয়নি বলেই জানা যাচ্ছে। তবে বইটি ২০২৫-এ প্রকাশিত হবে। এতদিন অভিনেত্রী বিপাশাকে ভালবাসা দিয়েছেন মানুষ, এবার লেখিকা বিপাশা হয়ে সকলের মন জয়ের যাত্রা শুরু অভিনেত্রীর।
Related Posts
বৃষ্টিস্নাত সকালে পার্কস্ট্রিটে কাজল
বেশ কয়েকদিন ধরেই বাংলায় রয়েছেন কাজল। বিশাল ফুরিয়া পরিচালিত তাঁর আগামী ছবি ‘মা’-র শুটিং চলছে।বৃষ্টিভেজা মেঘলাদিনে সকাল সকাল পার্কস্ট্রিটে দেখা মিলল অভিনেত্রী কাজলের। তবে তিনি একা নন, এদিন কাজলের সঙ্গে ছিলেন অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্ত। কাজলের পরনে গোলাপি রঙের জাম্পশুট, চোখে রোদচশমা। পার্কস্ট্রিটে ফ্রেমবন্দি হলেন অভিনেত্রী। ফ্লুরিজের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন অভিনেত্রী। তাঁর জন্য সকাল থেকে […]
৩মাস কাজ নেই, ফেডারেশন-গিল্ডের বিরুদ্ধে ক্ষোভ! হতাশায় আত্মহত্যার চেষ্টা কেশসজ্জা শিল্পীর
প্রতিবাদের কারণে তিনমাস আগে সাসপেন্ড করা হয়েছিল ৷ কাজে যোগ দেওয়ার পরও তা কেড়ে নিত হেয়ার ড্রেসার গিল্ড এবং ফেডারেশন ৷ অবশেষে হতাশায় আত্মহত্যার পথ বেছে নেন কেশসজ্জা শিল্পী তনুশ্রী দাস ৷ শনিবার হোয়াটস্ অ্য়াপে সাধারণ সদস্যদের গ্রুপে পুরো বিষয়টি জানিয়ে একটি ভয়েস ম্যাসেজ করেন তনুশ্রী ৷ একটা চিঠিও লেখেন তিনি ৷ এরপর গায়ে কেরোসিন […]
কাশী বিশ্বনাথ ধামে পুজো দিলেন রণবীর সিং ও কৃতি শ্যানন
বাংলা নববর্ষে কাশী বিশ্বনাথ ধামে পুজো দিলেন রণবীর সিং এবং কৃতি শ্যানন। বলিউডের দুই তারকাকে দেখার জন্যে এদিন মন্দির চত্বরে উপচে পড়েছিল ভিড়। আর সেই ভিড় নিয়ন্ত্রণে ছিল কড়া পুলিশি পাহারা। নিরাপত্তার ঘেরাটোপে বারাণসীতে কাশী বিশ্বনাথ মন্দিরে নিয়ে যাওয়া হল তারকাদের। ভক্তদের উদ্দেশ্যে হাতজোড় করে নমস্কার করলেন রণবীর। অভিনেত্রীর সঙ্গে এদিন দেখা গিয়েছে বলিউডের খ্যাতনামা […]