বিএসএফ বিজেপির হয়ে ভোট করাচ্ছে বলে অভিযোগ করলেন বীরভূম লোকসভা আসনের তৃণমূল কংগ্রেস প্রার্থী শতাব্দী রায় ৷ সোমবার বীরভূমের পাইকরে একটি ভোটগ্রহণ কেন্দ্রে ইটিভি ভারতের মুখোমুখি হয়ে বিস্ফোরক অভিযোগ করেন তিনি । শতাব্দী আরও জানান, এই নিয়ে নির্বাচন কমিশন-সহ বীরভূম জেলা পুলিশ সুপারের কাছে অভিযোগ করেছেন তিনি । এ দিন লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ভোটগ্রহণ চলছে৷ বাংলার আটটি আসনের মধ্যে রয়েছে বীরভূমও ৷ ওই কেন্দ্রের তিনবারের সাংসদ শতাব্দী রায় এবারও তৃণমূল কংগ্রেসের প্রার্থী ৷ এ দিন সকাল থেকেই বীরভূম লোকসভা কেন্দ্রের রাজগ্রাম, মুরারই, চাতরা, পাইকর প্রভৃতি জায়গায় ভোটগ্রহণ কেন্দ্র ঘুরে দেখেন তিনি । তারই মাঝে পাইকরে একটি বুথের বাইরে তিনি ইটিভি ভারতের মুখোমুখি হন ৷ সেখানে তাঁকে প্রশ্ন করা হয়, বেশ কিছু জায়গায় বিজেপির এজেন্ট বসতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ ৷ কী বলবেন এই নিয়ে ? উত্তরে শতাব্দী রায় বলেন, “আমাদের ক্ষেত্রেও হচ্ছে ৷ বিএসএফ ভোট দিয়ে দিচ্ছে বিজেপির হয়ে ৷ দু’জায়গা থেকে অভিযোগ পেয়েছি । নির্বাচন কমিশন ও বীরভূম জেলা পুলিশ সুপারকে জানিয়েছি ।” যদিও এ দিনের ভোট নিয়ে মোটের উপর খুশি শতাব্দী রায় ৷ তিনি বলেন, “পজেটিভ ওয়েতে খেলা হচ্ছে ।” তিনি আরও বলেন, ‘‘জিতব আমি, জিতব আমরাই ।’’
Related Posts
সন্দেশখালির ঘটনায় বিজেপি নেত্রী পিয়ালি দাসের বিরুদ্ধে ব্যবস্থা নয়, নির্দেশ হাইকোর্টের
বিজেপি নেত্রী পিয়ালি দাসের বিরুদ্ধে এখনই কোনও রকম পদক্ষেপ নেওয়া যাবে না বলে সাফ জানাল হাইকোর্ট ৷ বৃহস্পতিবার এমনই নির্দেশ দিয়েছে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ ৷ পাশাপাশি পিয়ালি দাসের মামলা বিচারপতি জয় সেনগুপ্তর রেগুলার বেঞ্চেই ফেরত পাঠালেন বিচারপতি অমৃতা সিনহা। এদিন, মামলার শুনানিতে হাইকোর্টের তরফে জানানো হয়েছে, শুক্রবার পর্যন্ত এই বিষয়ে নিম্ন আদালতে কোনও প্রক্রিয়া […]
বিক্ষিপ্ত কিছু অশান্তি ছাড়া মোটের উপর শান্তিপূর্ণ উপনির্বাচন
শেষ হল চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন ৷ বিক্ষিপ্ত কিছু অশান্তি ছাড়া ভোট হয়েছে মোটের উপর শান্তিপূর্ণ ৷ তবে রানাঘাটে উত্তেজনা ছড়ায় ৷ বাগদায় উঠেছে বুথ জ্যামের অভিযোগ ৷ মানিকতলায় বিভিন্ন বুথে সিসিটিভি বন্ধ করে ভোট করানোর অভিযোগ উঠেছে ৷ নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, বিকেল ৪টে পর্যন্ত গ্রেফতার করা হয়েছে ৩১ জনকে ৷ বিকেল ৫টা […]
ভয়াবহ দুর্ঘটনা! পুলিশি তৎপরতায় প্রাণ বাঁচল জুনিয়ার ডাক্তার সহ পরিবারের
আরজি কর-কাণ্ডে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পথে নেমেছেন সর্বস্তরের মানুষ। সংগঠিত হচ্ছে প্রতিবাদ মিছিল। চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ ও খুনের ঘটনায় যারা দোষী তাদের শাস্তির দাবিতে আন্দোলনরত রয়েছেন জুনিয়ার ডাক্তাররা। আন্দোলন থেকেও মাঝেমধ্যে উঠছে পুলিশের বিরুদ্ধে স্লোগান। আর এর মধ্যেই জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পড়ে যাওয়া জুনিয়র চিকিৎসক এবং তাঁর পরিবারকে অতি তৎপরতার সঙ্গে উদ্ধার করে […]