বিজেপির মণ্ডল সভাপতি ও তাঁর পরিবারের উপর হামলার অভিযোগ। অভিযোগের তির রাজ্যের শাসকদলের বিরুদ্ধে। বিজেপি কর্মীর উপর হামলার ঘটনায় সোমবার সকাল থেকেই বনধের সমর্থনে ময়দানে নামেন বিজেপি কর্মী-সমর্থকরা। প্রথমে ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। যার ফলে জাতীয় সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে মাটিগাড়া থানার সামনে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী-সমর্থকরা। যদিও বিজেপির বিরুদ্ধে অভিযোগ উঠেছে, জোর করে বাটি করা এলাকার দোকানপাট বন্ধ করানোর।গতকালই প্রতিবাদে মাঝরাতে থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান বিজেপির নেতা কর্মী-সমর্থকদের। পাশাপাশি আজ ১২ ঘণ্টার বনধের ডাক দেওয়া হয় বিজেপির তরফে। প্রশ্ন উঠতে শুরু করেছে পুলিশের ভূমিকা নিয়েও। যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।
কর্মীদের উপর হামলার অভিযোগে মাটিগাড়ায় বিজেপির ১২ ঘণ্টা বনধ
