মকপোলিং ও কমিশনিং চলার সময় EVM-এর ব্যালট ইউনিট চুরির অভিযোগ। গ্রেফতার এক বিজেপির এজেন্ট। ঘটনায় শোরগোল হুগলির শ্রীরামপুর কেন্দ্রে। বিষয়টি নিয়ে বিজেপিকে খোঁচা শ্রীরামপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। জানা গিয়েছে, হুগলির জনাই ট্রেনিং স্কুল চত্বরের সিসিটিভি ফুটেজ দেখে ঘটনার তদন্ত করে নির্বাচন কমিশন। সেখানে থেকে এক ব্যাক্তিকে আটক করে চন্ডিতলা থানার পুলিশ। ধৃত ওই ব্যক্তির নাম অরূপ কুমার মালি। তিনি বিজেপির এজেন্ট বলে জানা গিয়েছে। সূত্রের খবর, সোমবার চন্ডীতলার জনাই ট্রেনিং স্কুলে শ্রীরামপুর লোকসভার অন্তর্গত দুটি বিধানসভা, চন্ডীতলা ও জাঙ্গীপাড়ার ইভিএম কমিশনিং চলছিল। অভিযোগ, মকপোল চলার সময় বিজেপির এজেন্ট অরূপ কুমার মালিক EVM-এর ব্যালট ইউনিট চুরি করে নিয়ে পালানোর চেষ্টা করেন। মেশিন গোনার সময় তা ধরা পরে। এরপর সিসিটিভি দেখে বিজেপি এজেন্টকে চিহ্নিত করে নির্বচন কমিশনের দায়িত্ব প্রাপ্ত আধিকারীকরা। চন্ডীতলা থানার পুলিকে ডেকে বিজেপি এজেন্টকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ জানিয়েছে অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বিজেপির এটাই চরিত্র। এখন থেকেই ব্যালট লুট করছে। ভোটের দিন শ্রীরামপুরের বিজেপি প্রার্থীরা তার গুন্ডা বাহিনী তৈরি করবে।
Related Posts
নামতেই পারল না কপ্টার, খারাপ আবহাওয়ার জন্য শিলিগুড়ি পৌঁছেও অমিত শাহের দার্জিলিংয়ে সভা বাতিল
দ্বিতীয় দফার ভোটের প্রচারে বাংলায় দ্বিতীয়বার এসেও সভায় উপস্থিত থাকতে পারলেন না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিবাসরীয় দুপুরে দার্জিলিংয়ের সভা বাতিল করে, শিলিগুড়ি থেকেই ফিরে গেলেন তিনি। তবে যাওয়ার আগে বার্তা দিতে ভোলেননি শাহ। খারাপ আবহাওয়ার কারণে দার্জিলিংয়ে পৌঁছতে না পেরে ফোন মারফত বার্তা পাঠালেন তিনি। মাইকের সামনে ফোন রেখে সেই বার্তা জনসাধারণের কাছে পৌঁছে […]
মৌসুনি দ্বীপের কটেজে ভয়াবহ অগ্নিকাণ্ড
মৌসুনি দ্বীপের কটেজে ভয়াবহ অগ্নিকাণ্ড। পুড়ে ছাই কটেজের একাংশ। ঘটনায় হতাহতের কোনও খবর নেই। অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। পুজোর মুখে রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র মৌসুনি দ্বীপে অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেল একটি কটেজের বেশ খানিকটা অংশ। আজ, বৃহস্পতিবার ভোর রাতে ধোঁয়া দেখতে পান এলাকার স্থানীয় বাসিন্দারা। কিছুক্ষণের মধ্যেই দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু […]
আরজিকর প্রতিবাদে আলাপ, ঘনিষ্ঠতা, সেই ‘সংগ্রামী সঙ্গী’র হাতেই গণধর্ষিতা তরুণী, ধর্ষণের ভিডিও দেখিয়ে নির্যাতিতাকে ব্ল্যাকমেল! গ্রেপ্তার ২
‘জাস্টিস ফর আরজিকর’ স্লোগান তুলে সুবিচারের দাবিতে গলা মিলিয়েছিলেন তাঁরা। সেই প্রতিবাদ কর্মসূচিতেই আলাপ, পরিচয়। এর পর ফেসবুকে বন্ধুত্ব। বাড়ছিল ঘনিষ্ঠতা। আর তার পর সেই ‘সংগ্রামী সঙ্গী’র ফাঁদে পড়লেন বছর উনিশের তরুণী। মদ্যপ অবস্থায় ওই তরুণীকে গণধর্ষণের অভিযোগে চাঞ্চল্য ছড়াল খড়দহ এলাকায়। তরুণীর অভিযোগের ভিত্তিতে দুজনকে গ্রেপ্তার করেছে খড়দহ থানার পুলিশ। জানা গিয়েছে, ধৃতদের নাম […]