মক পোলিং চলাকালীন EVM-এর ব্যালট ইউনিট চুরি, হুগলিতে গ্রেফতার বিজেপি এজেন্ট

মকপোলিং ও কমিশনিং চলার সময় EVM-এর ব্যালট ইউনিট চুরির অভিযোগ। গ্রেফতার এক বিজেপির এজেন্ট। ঘটনায় শোরগোল হুগলির শ্রীরামপুর কেন্দ্রে। বিষয়টি নিয়ে বিজেপিকে খোঁচা শ্রীরামপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। জানা গিয়েছে, হুগলির জনাই ট্রেনিং স্কুল চত্বরের সিসিটিভি ফুটেজ দেখে ঘটনার তদন্ত করে নির্বাচন কমিশন। সেখানে থেকে এক ব্যাক্তিকে আটক করে চন্ডিতলা থানার পুলিশ। ধৃত ওই ব্যক্তির নাম অরূপ কুমার মালি। তিনি বিজেপির এজেন্ট বলে জানা গিয়েছে। সূত্রের খবর, সোমবার চন্ডীতলার জনাই ট্রেনিং স্কুলে শ্রীরামপুর লোকসভার অন্তর্গত দুটি বিধানসভা, চন্ডীতলা ও জাঙ্গীপাড়ার ইভিএম কমিশনিং চলছিল। অভিযোগ, মকপোল চলার সময় বিজেপির এজেন্ট অরূপ কুমার মালিক EVM-এর ব্যালট ইউনিট চুরি করে নিয়ে পালানোর চেষ্টা করেন। মেশিন গোনার সময় তা ধরা পরে। এরপর সিসিটিভি দেখে বিজেপি এজেন্টকে চিহ্নিত করে নির্বচন কমিশনের দায়িত্ব প্রাপ্ত আধিকারীকরা। চন্ডীতলা থানার পুলিকে ডেকে বিজেপি এজেন্টকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ জানিয়েছে অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বিজেপির এটাই চরিত্র। এখন থেকেই ব্যালট লুট করছে। ভোটের দিন শ্রীরামপুরের বিজেপি প্রার্থীরা তার গুন্ডা বাহিনী তৈরি করবে।

error: Content is protected !!