নামী মুখ নয়, স্থানীয় নেতৃত্বে ভরসা, অবশেষে অভিষেকের বিরুদ্ধে প্রার্থী ঘোষণা করল বিজেপি

দেরিতে হলেও অবশেষে ডায়মন্ড হারবার কেন্দ্রে প্রার্থী ঘোষণা করল বিজেপি।  বিজেপির প্রার্থী ঘোষণার আগে নানারকম আলোচনা চলছিল৷ উঠে এসেছিল এক আইনজীবী ও এক মহিলা আইনজীবীর প্রসঙ্গও৷ কিন্তু শেষ পর্যন্ত তাঁদের কাউকেই প্রার্থী করল না গেরুয়া শিবির৷ বরং প্রার্থী করা হল একেবারে স্থানীয় এক নেতাকেই৷ নামী মুখ নয়, অভিষেকের বিরুদ্ধে বিজেপি প্রার্থী করেছে স্থানীয় নেতা  অভিজিৎ দাস (ববি)কে।

error: Content is protected !!