বিতর্কিত বিজ্ঞাপন নিয়ে আগেই কলকাতা হাইকোর্টে ধাক্কা খেয়েছে BJP। সিঙ্গেল বেঞ্চের রায়ের বিরুদ্ধে এবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে যাচ্ছে বিজেপি। জরুরি ভিত্তিতে মামলার শুনানি করার আর্জি। আগামীকাল, বুধবার মামলাটি শুনবেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। নির্বাচন কমিশনের মডেল কোড অফ কমডাক্টকে লঙ্ঘন করছে যে সমস্ত বিজ্ঞাপন তা অবিলম্বে বন্ধ করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যর সিঙ্গেল বেঞ্চ। সেই নির্দেশের বিরুদ্ধে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করল বিজেপি। বিজেপির তরফে আইনজীবী জয়দীপ কর এদিন বলেন, ‘নির্বাচন কমিশন যে শোকজ নোটিশ দিয়েছিল তার উত্তর আজ দেওয়ার কথা বিজেপির। তার আগেই হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ বিজ্ঞাপনের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।’ সেই কারণে জরুরি ভিত্তিতে মামলার শুনানি করার আর্জি। আগামীকাল মামলাটি শুনবেন প্রধান বিচারপতি।
Related Posts
‘আমার বিরুদ্ধে বাংলাদেশ করার চেষ্টা হচ্ছে’ আরজি কাণ্ডে বড় আশঙ্কা মমতার, ‘বাম–রামের’ চক্রান্তের বিরুদ্ধে মিছিল হবে
কলকাতা মেডিক্যাল কলেজে শিক্ষানবিশ চিকিৎসককে ধর্ষণ-খুনের প্রতিবাদে চিকিৎসকদের কাজে ফেরার আর্জি জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের প্রতিবাদে দেশ জুড়ে বিক্ষোভ। এসবের মধ্য়েই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার দাবি করেছেন যে বিরোধী দলগুলি রাজ্যে ‘বাংলাদেশের মতো আন্দোলন’ সংগঠিত করে তার কাছ থেকে ‘ক্ষমতা ছিনিয়ে নিতে’ চাইছে। […]
‘সোহম ঠান্ডা মাথার ছেলে মীমাংসা করে নেবেন’, রেস্তরাঁ মালিকের সঙ্গে বচসার ঘটনায় ফিরহাদ হাকিমের মন্তব্য
অভিনেতা ও বিধায়ক সোহম চক্রবর্তীর শুটিং চলাকালীন একটি রেস্তরাঁর মালিক ও কর্মীদের সঙ্গে বচসা এবং মারধরের যে সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে, তা নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে । সিপিএম, বিজেপি, কংগ্রেস এই নিয়ে তৃণমূলের সমালোচনা করেছে৷ অন্যদিকে তৃণমূল নেতা তথা কলকাতার মেয়র ও রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের দাবি, ‘‘সোহম ঠান্ডা মাথার ছেলে ৷ […]
মোদির রোড-শোয়ের দিন থেকে ২ মাস কলকাতার একাংশে ১৪৪ ধারা জারি
শহরের একটা অংশে ১৪৪ ধারা জারি করল কলকাতা পুলিশ। আগামী ২৮ মে থেকে দু’মাসের জন্য মধ্য কলকাতায় ধর্মতলার মোড়ের কাছের একটি অংশে জারি করা হয়েছে ১৪৪ ধারা! নির্ভরযোগ্য সূত্রে পুলিশ জানতে পেরেছে শহরের ওই অংশে ‘হিংসাত্মক কর্মসূচি’ হওয়ার সম্ভাবনা রয়েছে। তার জেরে শান্তি বিঘ্নিত হতে পারে বৌবাজার, হেয়ার স্ট্রিট থানা এবং ট্র্যাফিক গার্ড (হেড কোয়ার্টার)-এর […]