টাকার বিনিময়ে ধর্ষণের অভিযোগ, তৃণমূলে যোগ দিয়ে বিস্ফোরক দাবি বিজেপি নেত্রী সিরিয়া পারভিনের

সন্দেশখালি-কাণ্ড যে আসলে বিজেপির পরিকল্পিত ষড়যন্ত্র, চক্রান্ত তা আগেই প্রমাণ হয়ে গিয়েছে গঙ্গাধর কয়ালের ভিডিও ভাইরালের পর। এবার ১ জুন বসিরহাটে ভোটের আগেই বিজেপিতে ভাঙন। এবার সেই আন্দোলনের অন্যতম মুখ ও বসিরহাটের বিজেপির সাধারণ সম্পাদক সিরিয়া পারভিন বিজেপি ছেড়ে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। দলে যোগ দিয়েই সিরিয়া ফাঁস করলেন সন্দেশখালি নিয়ে বিজেপির নেপথ্য চক্রান্তের কাহিনি। সেই সঙ্গে তুলোধোনা করলেন গদ্দার-সহ বিজেপি নেতৃত্বকে। সিরিয়া পারভিনের চোখা চোখা বাক্যবাণের জবাব বিজেপি নেতারা সামলাবেন কেমন করে এখন সেই স্ট্র‌্যাটেজি ঠিক করার কাজ চলছে বলে সূত্রের খবর। এখন কলকাতা হাইকোর্টের রায়ে রেখা পাত্র স্বস্তিতে আছেন। পিয়ালি দাস ওরফে মাম্পি জামিন পেয়ে গিয়েছেন। কিন্তু সিরিয়া মুখ খুলতে শুরু করেছেন। তাতে কতটা স্বস্তিতে থাকতে পারবেন রেখা পাত্র বা পিয়ালি দাস, গঙ্গাধর কয়ালরা তা নিয়ে প্রশ্ন থাকছেই। তবে সিরিয়া পারভিনের কথায়, ‘একটা জায়গা থেকে আন্দোলনের পাশে দাঁড়াতে আমাকে সাংগঠনিক দায়িত্ব দেওয়া হয়। মহিলাদের সম্ভ্রম রক্ষা করার আন্দোলন শুরু করি আমি। কিন্তু পরে বুঝি গোটাটাই হাতে লেখা গল্প। আন্দোলন করার জন্য মহিলাদের টাকা দেওয়া হতো, মোবাইল ফোন দেওয়া হতো।’‌ বৃহস্পতিবার সন্ধ্যায় তৃণমূল ভবনে মন্ত্রী শশী পাঁজা ও সাংসদ মমতাবালা ঠাকুরের হাত ধরে তৃণমূলে যোগ দিলেন সিরিয়া। সংবাদমাধ্যমের সামনে একরাশ ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, বিজেপির প্রতি তাঁর সমস্ত মোহ ঘুচে গিয়েছে। তাঁর কথায়, যেখানে মহিলাদের সুবিচারের আশায় আমার আন্দোলন সেখানে আমি প্রথমদিনেই বুঝেছিলাম সন্দেশখালির ঘটনা পুরোটাই বিজেপির সাজানো নাটক। অনেকদিন ধরে এই নিয়ে মনোকষ্টের পর শেষমেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ মেনে মহিলাদের পাশে থাকার অঙ্গীকার সিরিয়ার। সিরিয়া মনে করিয়ে দেন, তাঁরা সত্যের জন্য, মা-মেয়েদের সম্মানের জন্য লড়াই করছিলেন। কিন্তু বসিরহাটের প্রার্থী ঘোষণা হয়ে যাওয়ার পর তিনি বুঝতে পারেন পুরোটাই একটা বানানো গল্প, রচনা। তাঁর অভিযোগ, সন্দেশখালিতে আন্দোলন করার জন্য মহিলাদের টাকা দেওয়া হত, এমনকী মোবাইল পর্যন্ত পাঠিয়ে সন্দেশখালি অশান্ত করার চেষ্টায় সমস্ত পরিকল্পনা দেওয়া হত! শুধু তাই নয়, কোন দিন কী করা হবে, সব নির্দেশ সংবাদমাধ্যমের একাংশ এবং মোবাইল মারফত পাঠিয়ে দেওয়া হত বলে দাবি করেছেন পারভিন। একইসঙ্গে বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রের মিথ্যাচারকেও কাঠগড়ায় তুলছেন পারভিন। যেখানে মহিলাদের সম্মানরক্ষার্থে লড়াইয়ের কথা বলা হয়েছিল সেখানে পুরো চক্রান্ত সামনে এসে পড়ায় ঘৃণায় বিজেপি ত্যাগ করলেন সিরিয়া পারভিন। মন্ত্রী শশী পাঁজা এবং সাংসদ মমতাবালা ঠাকুরের হাত ধরে তৃণমূলে যোগদান করেন তিনি। এদিনের সাংবাদিক বৈঠকে সিরিয়া বিজেপির বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়ে বলেন, বিজেপির প্রতি তাঁর সমস্ত মোহ ঘুচে গিয়েছে। তৃণমূলে যোগ দিয়ে বিজেপির কারসাজি প্রকাশ্যে এনে রীতিমতো বিস্ফোরক সিরিয়া। তিনি বলেন, যেখানে মহিলাদের সুবিচারের আশায় আমার আন্দোলন সেখানে আমি প্রথমদিনেই বুঝেছিলাম সন্দেশখালির ঘটনা পুরোটাই বিজেপির সাজানো নাটক। অনেকদিন ধরে এই নিয়ে মনোকষ্টের পর শেষমেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ মেনে মহিলাদের পাশে থাকার অঙ্গীকার সিরিয়ার। সিরিয়া মনে করিয়ে দেন, তাঁরা সত্যের জন্য, মা-মেয়েদের সম্মানের জন্য লড়াই করছিলেন। কিন্তু বসিরহাটের প্রার্থী ঘোষণা হয়ে যাওয়ার পর তিনি বুঝতে পারেন পুরোটাই একটা বানানো গল্প, রচনা। তাঁর অভিযোগ, সন্দেশখালিতে আন্দোলন করার জন্য মহিলাদের টাকা দেওয়া হত, এমনকী মোবাইল পর্যন্ত পাঠিয়ে সন্দেশখালি অশান্ত করার চেষ্টায় সমস্ত পরিকল্পনা দেওয়া হত! শুধু তাই নয়, কোন দিন কী করা হবে, সব নির্দেশ সংবাদমাধ্যমের একাংশ এবং মোবাইল মারফত পাঠিয়ে দেওয়া হত বলে দাবি করেছেন পারভিন। পাশাপাশি এদিন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রের মিথ্যাচারকেও কাঠগড়ায় তুলেছেন পারভিন। তিনি বলেন, যেখানে মহিলাদের সম্মানরক্ষার্থে আমাদের লড়াই চলছে সেখানে বিজেপির মিথ্যাচারের বিরুদ্ধে সরব হয়েই আমার তৃণমূলে যোগদান।

error: Content is protected !!