ষষ্ঠ দফার ভোটে দফায় দফায় বিক্ষোভের মুখে তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মেজাজ হারালেন কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতি। “আমাকে ঘিরলে হাড়গোড় ভাঙা হবে”, বিক্ষোভকারীদের পালটা হুঁশিয়ারি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। শনিবার সাতসকালে অভিযোগ ওঠে হলদিয়ার দিঘাসিপুর গ্রামের মাদ্রাসা ও ঘাসিপুর বোর্ড প্রাইমারি স্কুলে গেরুয়া শিবিরের বুথ এজেন্টকে বসতে বাধা দেওয়া হচ্ছে। সেই অভিযোগ পাওয়ামাত্রই সশরীরে বুথে পৌঁছন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেখানে ভোটের দিন প্রথমবার বিক্ষোভের মুখে পড়েন। তাঁকে লক্ষ্য করে ‘চোর’, ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হয় বলেই অভিযোগ। এর পর হলদিয়া মহকুমা হাসপাতালে যান বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সঙ্গে ছিলেন হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল। কারণ, সেখানে ভর্তি রয়েছেন রাজনৈতিক হিংসায় জখম হালিয়ার হাতিয়াবেড়িয়ার বাসিন্দা বাবুলাল মণ্ডল। সেখানেও তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। অন্য দিকে ২৩২ নম্বর বুথে তৃণমূলের বিরুদ্ধে ছাপ্পাভোটের অভিযোগ ওঠে। বিজেপি প্রার্থীকে দেখে তিন-চারজন যুবক জুতো ফেলে দৌড়ে পালায়। তবে ফের অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে লক্ষ্য করে ‘চোর’, ‘জয় বাংলা’ স্লোগান ওঠে। কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। দফায় দফায় বিক্ষোভের মুখে পড়েন প্রাক্তন বিচারপতি। বলেন, “আমাকে ঘিরলে হাড়গোড় ভাঙা হবে।” একজন প্রাক্তন বিচারপতি এহেন হুঁশিয়ারিতে বিতর্ক মাথাচাড়া দিয়েছে।
Related Posts
চাঁচলে মিঠুন এবং বিজেপি প্রার্থী খগেন মুর্মুর রোড শো-তে ‘গো ব্যাক’ স্লোগান, ক্ষুব্ধ এলাকাবাসী
বুধবার উত্তর মালদা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী খগেন মুর্মুর সমর্থনে রোড শো চলাকালীন মিঠুন চক্রবর্তীর নামে গো ব্যাক স্লোগান উঠল ৷ তৃণমূলের পতাকাধারী কিছু নেতা-কর্মীই এই স্লোগান তোলেন বলে জানা গিয়েছে ৷ যদিও এই ঘটনাকে অবাঞ্ছিত বলে আখ্যা দিয়েছেন জেলা তৃণমূলের সভাপতি ৷ এদিকে খগেন মুর্মুকে নিয়ে ক্ষোভ উগরে দিয়েছে এলাকাবাসী ৷ উত্তর মালদা কেন্দ্রের […]
মমতাবালার উপর ‘হামলা’! তালা ভেঙে বড়মার ঘর দখল করার অভিযোগ বনগাঁর বিজেপি প্রার্থী শান্তনু বিরুদ্ধে
রবিবার সন্ধ্যায় ফের উত্তপ্ত হল ঠাকুরবাড়ি। মতুয়া ঠাকুরবাড়িতে তৃণমূলের রাজ্যসভা সাংসদ মমতাবালা ঠাকুরের উপর হামলার অভিযোগ উঠল লোকসভা ভোটে বনগাঁর বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তাপ ছড়াল উত্তর ২৪ পরগনার গাইঘাটায়। ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী। রয়েছেন শান্তনুর নিরাপত্তারক্ষীরাও। একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। ভিডিওতে একটি কোল্যাপসিবল গেটের তালা ভাঙতে দেখা গিয়েছে শান্তনুকে। […]
হুগলিতে বিজেপি প্রার্থী লকেটকে হারিয়ে নয়া অধ্যায় ‘রচনা’-র
প্রচারের প্রথম দিন ‘শিল্পের ধোঁয়া’ দেখেছিলেন হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। তা নিয়ে আলোচনা হয়েছিল বিস্তর। সমাজমাধ্যম জুড়ে ‘মিম’-এর বন্যা বয়ে গিয়েছিল। যদিও সেই সবে পাত্তা দেননি রচনা। তিনি দই খেয়ে সিঙ্গুরের গরুর প্রশংসা করেছেন। ফলপ্রকাশের আগের দিনে ‘রিলাক্সড মুড’-এ রচনা জানিয়ে দেন তিনি ভাগ্যে বিশ্বাসী। আর ফল যা-ই হোক, তিনি মেনে নেবেন। মঙ্গলবার ফলঘোষণার […]