অষ্টম রাউন্ড গণনা শেষেই হার স্বীকার বিজেপি প্রার্থী অসীম সরকারের

গণনার শুরু থেকেই বর্ধমান-পূর্বের তৃণমূল প্রার্থী শর্মিলা সরকার এগিয়ে ছিলেন। বিজেপির প্রার্থী এখানে অসীম সরকার। আট রাউন্ডের পর ভোটগণনা কেন্দ্র থেকে বেরিয়ে গেলেন বিজেপি এজেন্টরা। হার স্বীকার করলেন বর্ধমান পূর্বের বিজেপি প্রার্থী অসীম সরকার। তিনি বলেন, “সাধারণ মানুষ যা রায় দিয়েছে, তা মেনে নেওয়া বুদ্ধিমানের কাজ।”

error: Content is protected !!