নির্বাচনী প্রচারে গিয়ে গো ব্যাক স্লোগানের মুখে পড়লেন বনগাঁ লোকসভার বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর । তাঁকে ছুড়ে মারা হয় জল । এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়াল এলাকায় । পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে রাস্তায় বসে পড়েন শান্তনু । সোমবার ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার বাগদা পুরাতন বাজার এলাকায় । বিজেপি সূত্রে খবর, আজ সারাদিন বাগদা বিধানসভায় একাধিক নির্বাচনী কার্যক্রম রয়েছে শান্তনু ঠাকুরের । সকালে পুরাতন বাজারের রাধাবল্লভ মন্দিরে পুজো যান তিনি । অভিযোগ, সেই সময় কয়েকজন মহিলা ও পুরুষ তাঁকে দেখে গো ব্যাক স্লোগান দিতে শুরু করেন । ভিড়ের মধ্যে থেকে একজন শান্তনুকে লক্ষ্য করে জলও ছুড়ে মারেন বলে অভিযোগ । এতেই ক্ষেপে যান বিজেপি কর্মী সমর্থকেরা । দুই পক্ষের মধ্যে শুরু হয় ধস্তাধস্তি । যাকে কেন্দ্র করে উত্তেজনার ছড়ায় এলাকায় । শান্তনুর করা অভিযোগ অস্বীকার করেছেন বনগাঁর তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস । তিনি বলেন, সাধারণ মানুষ সাংসদ হিসাবে শান্তনুকে পাঁচ বছর দেখতে পায়নি । কোনও কাজ করেনি । সাধারণ মানুষ সেইটা জানতে গিয়েছিলেন । সেখানে মহিলাদের মারধর করেছে । উত্তরপ্রদেশের সংস্কৃতি এখানে আনতে চাইছে । এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই । বিক্ষোভকারী এক মহিলা আহত অবস্থায় হাসপাতালে বলেন, “আমরা কোনও দলের হয়ে যাইনি ৷ শান্তনু ঠাকুরের কাছে জানতে গিয়েছিলাম গত পাঁচ বছর তিনি কোথায় ছিলেন ! লকডাউনে আমরা খেয়ে আছি কি না দেখতে আসেনি । আমাদের বিজেপির কর্মীরা মারধর করেছেন । পুরুষ কর্মীরাও মেরেছেন ।”
Related Posts
টানা বৃষ্টিতে জলমগ্ন অণ্ডাল কাজী নজরুল বিমানবন্দর, বাতিল একাধিক উড়ান
টানা বৃষ্টির জেরে অন্ডালের কাজি নজরুল ইসলাম বিমানবন্দরের মধ্যে জল। বিমানবন্দরে যাওয়ার রাস্তাতেও জল জমে বেহাল পরিস্থিতি। যে কারণে এদিনের জন্য সব বিমান বাতিল করা হয়েছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। গাড়ির চালকরা জানিয়েছে, জাতীয় সড়ক থেকে বিমানবন্দরে যাওয়ার রাস্তায় জল জমে রয়েছে, ফলে গাড়ি চলাচলেও অসুবিধা হচ্ছে। দুর্ভোগে পড়া যাত্রীদের অভিযোগ, দেশে অন্যতম গুরুত্বপূর্ণ বিমানবন্দর […]
তৃণমূলে যোগ দিল উপপ্রধান সহ ৯ সদস্য, নিশীথ-গড়ে বিজেপির দু’টি গ্রামপঞ্চায়েতের দখল নিল তৃণমূল
কোচবিহারের মানুষ যোগ্য জবাব দিয়েছে বিজেপিকে। সন্ত্রাস আর অনুন্নয়নের ফলে লোকসভা নির্বাচনে হেরে গিয়েছেন অমিত শাহের ডেপুটি কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। জয় হয়েছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জগদীশ বসুনিয়ার। তারপর ভেটাগুড়ির মানুষ দুর্নীতির অভিযোগে বিজেপির পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে দিয়েছিলেন আগেই। এবার তৃণমূলে যোগ দিলেন ওই গ্রাম পঞ্চায়েতের বিজেপির উপপ্রধান দীপক বর্মন-সহ ৯ জন সদস্য। […]
হুগলির পান্ডুয়ায় বোমা ফেটে মৃত্যু কিশোরের, জখম আরও এক, তদন্তে পুলিশ
হুগলি জেলার পান্ডুয়ায় বোমা ফেটে মৃত্যু হল এক কিশোরের। এই ঘটনায় আহত হয়েছে আরও দুই কিশোর। আহত এক কিশোরের বাঁ হাত উড়ে গিয়েছে বলে জানিয়েছে তার পরিবার। এখন সে হুগলির ইমামবাড়া হাসপাতালে চিকিৎসাধীন। জানা গিয়েছে, পান্ডুয়ার তিন্না নেতাজিপল্লি কলোনিতে পুকুরের ধারে খেলা করছিল বেশ কয়েক জন কিশোর। হঠাৎই বিকট শব্দ পান স্থানীয়েরা। তাঁরা দেখেন, বোমার […]