বুথের সামনেই গো-ব্যাক স্লোগান শুনে মেজাজ হারিয়ে তেড়ে গেলেন বিজেপি প্রার্থী সুকান্ত, হুমকি দেলেন আইসিকেও

বাংলার তিন আসনে নির্বাচন হচ্ছে শুক্রবার। তার মধ্যে এক আসনের প্রার্থী তিনি। বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারকে ঘিরেই উঠল গো ব্যাক স্লোগান উঠতেই মেজাজ হারালেন তিনি। জানা গেছে, ভোটের সকালে বুথের সামনেই বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারকে ঘিরে তপনে গো ব্যাক স্লোগান ওঠে। তপনের পাতিরাম গার্লস স্কুলের বুথের সামনে এই ঘটনা ঘটে। অভিযোগ, এই স্লোগান তুলেছে তৃণমূল। তবে তার পরেই দেখা যায় সুকান্তকে তেড়ে যেতে। তর্কাতর্কিতেও জড়িয়ে পড়েন তিনি।হুমকি দেলেন আইসিকেও। বিজেপির অভিযোগ সেখানকার ভোটারদের প্রভাবিত করছে রাজ্যের শাসক দল। তারপরেই ঘটনাস্থলে যান সুকান্ত। অন্যদিকে বিজেপির অভিযোগ সম্পূর্ন অস্বীকার করে, তৃণমূল উল্টে গেরুয়া শিবিরের বিরুদ্ধেই একাধিক অভিযোগ তুলেছে।

error: Content is protected !!