বাংলার তিন আসনে নির্বাচন হচ্ছে শুক্রবার। তার মধ্যে এক আসনের প্রার্থী তিনি। বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারকে ঘিরেই উঠল গো ব্যাক স্লোগান উঠতেই মেজাজ হারালেন তিনি। জানা গেছে, ভোটের সকালে বুথের সামনেই বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারকে ঘিরে তপনে গো ব্যাক স্লোগান ওঠে। তপনের পাতিরাম গার্লস স্কুলের বুথের সামনে এই ঘটনা ঘটে। অভিযোগ, এই স্লোগান তুলেছে তৃণমূল। তবে তার পরেই দেখা যায় সুকান্তকে তেড়ে যেতে। তর্কাতর্কিতেও জড়িয়ে পড়েন তিনি।হুমকি দেলেন আইসিকেও। বিজেপির অভিযোগ সেখানকার ভোটারদের প্রভাবিত করছে রাজ্যের শাসক দল। তারপরেই ঘটনাস্থলে যান সুকান্ত। অন্যদিকে বিজেপির অভিযোগ সম্পূর্ন অস্বীকার করে, তৃণমূল উল্টে গেরুয়া শিবিরের বিরুদ্ধেই একাধিক অভিযোগ তুলেছে।
Related Posts
রানাঘাটে ব্যাপক ভোটের ব্যবধানে জয়ী তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী
শনিবার সকাল থেকেই চার বিধানসভা কেন্দ্রে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। আর গণনা রাউন্ড যত এগোচ্ছে ততই পিছিয়ে পড়ছে রাজ্যের প্রধান বিরোধী দল। এই আবহে বিজেপি এখন মাঠ ছেড়ে পালাতে চলেছে। লোকসভা নির্বাচনে রানাঘাট আসন জিতে নেন বিজেপির জগন্নাথ সরকার। তাঁর বিরুদ্ধে প্রার্থী হয়েছিলেন মুকুটমণি অধিকারী। তৃণমূল কংগ্রেস এখানে জেতেনি। তবে দেড় মাসের মাথায় খেলা ঘুরে […]
আসানসোলে প্রার্থী ঘোষণা বিজেপির, শত্রুঘ্নের বিরুদ্ধে লড়বেন আলুওয়ালিয়া
রাজ্যে নির্বাচনী প্রচারে এসে আসানসোল কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করলেন শাহ ৷ আগামী ১৩ মে নির্বাচন আসানসোল কেন্দ্রে ৷ তার আগে বিস্তর জলঘোলার পর এই আসনে প্রার্থী হলেন এসএস আলুওয়ালিয়া ৷ ২ মার্চ বিজেপির প্রথম প্রার্থী তালিকা প্রকাশিত হয়েছিল ৷ সেখানে আসানসোল থেকে ভোজপুরী গায়ক পবন সিংকে প্রার্থী করে ভারতীয় জনতা পার্টি ৷ তবে তিনি পরদিনই […]
‘নবান্ন অভিযানে বডি পড়বেই!’ গোপন ভিডিও-র সূত্র ধরে ঘাটাল থেকে গ্রেফতার দুই বিজেপি নেতা
নবান্ন অভিযান নিয়ে গোপন ভিডিও প্রকাশ্যে এসেছে। তার সূত্র ধরেই পশ্চিম মেদিনীপুরের ঘাটালের দুই বিজেপি নেতাকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের নাম বাবলু গঙ্গোপাধ্যায় এবং সৌমেন চট্টোপাধ্যায়। পুলিশ সূত্রে খবর, তৃণমূলের প্রকাশ্যে আনা ভিডিওতে তাঁদের দেখা গিয়েছে। বাবলু ঘাটাল মহকুমার অন্তর্গত ঘাটাল থানার খড়ার পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের একমাত্র বিজেপি কাউন্সিলর। তবে এখনও একজন পলাতক। তাঁর […]