লোকসভা নির্বাচনে উত্তপ্ত হয়ে উঠল পশ্চিম মেদিনীপুরের গড়বেতা । গড়বেতার মোগলাপাতায় তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। গাড়ি লক্ষ করে ইটবৃষ্টি হয়ে বলে অভিযোগ। পরিস্থিতি সামলাতে গিয়ে প্রার্থীর নিরাপত্তায় থাকা সিআইএসএফ জওয়ানের মাথা ফেটে যায়। এলাকা ছেড়ে কার্যত দৌড়ে পালান প্রার্থী প্রণত টুডু। ভোটে অশান্তির খবর করতে গিয়ে আক্রান্ত হল সংবাদমাধ্য়মও। সোশাল মিডিয়ায় নিজেই ঘটনার কথা বর্ণনা করেন প্রণত টুডুর দাবি, ”জওয়ানরা না থাকলে প্রাণে বেঁচে ফিরতে পারতাম না।”বিজেপি প্রার্থী প্রণত বলেন, ‘প্রার্থী হিসাবে আমি এখানে এসেছিলাম। খবর ছিল, এখানে ভোট দিতে দেওয়া হচ্ছে না। পুলিশ প্রশাসন বলে কিছু নেই। আমাদের তরফে কোনও প্ররোচনা ছিল না। এঁরা ‘গো ব্যাক’ স্লোগান দিচ্ছে।’ তিনি আরও বলেন, ‘ঝাড়গ্রামকে সন্দেশখালি বানিয়ে দিয়েছে তৃণমূল। নিরাপত্তারক্ষী ছিল বলে আমি বেঁচেছি। না হলে প্রাণ নিয়ে ফিরতে পারতাম না।’ তৃণমূলের অভিযোগ, বিজেপি ওই এলাকায় অশান্তি করছে। এদিকে গড়বেতার ঘটনায় অ্যাকশন টেকেন রিপোর্ট চাইল নির্বাচন কমিশন।
Related Posts
খারাপ আবহাওয়া জন্য আকাশ ছেড়ে সড়কপথে পুরুলিয়া রওনা দিলেন মুখ্যমন্ত্রী
সকাল থেকেই মেঘলা আকাশ ৷ খারাপ আবহাওয়ার জন্য আকাশপথ ছেড়ে সড়কপথে নির্বাচনী প্রচারের উদ্দেশ্যে রওনা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আজ রবিবার পুরুলিয়ায় বেলা ১টা থেকে সভা করার কথা ছিল তাঁর ৷ কপ্টার ছেড়ে সড়কপথে যাওয়ায় স্বাভাবিকভাবেই দেরি হবে ৷ তাই বেলা ১টার বদলে সভা শুরু হতে বিলম্ব হবে বলেই মনে করা হচ্ছে ৷সকাল থেকে […]
নদিয়ায় সাতসকালে মাছ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি
শুক্রবার সাতসকালে কৃষ্ণনগরে চলল গুলি, আহত এক মাছ ব্যবসায়ী। তাঁর থেকে ৩৫ হাজার টাকা লুঠ করা হয়েছে বলে সূত্রের খবর। তোলাবাজির টাকা দিতে না চাওয়ার কারণেই এই হামলা বলে অভিযোগ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এদিন ভোরে ঘটনাটি ঘটেছে কৃষ্ণনগরের গোয়াড়ি বাজারে। গুলিবিদ্ধ মাছ ব্যবসায়ীর নাম বিশ্বনাথ ঘোষ। অভিযোগ, দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে চার রাউন্ড […]
মতুয়া গড়ে বিজেপিকে হারিয়ে জয়ী তৃণমূলের মমতাবালা ঠাকুরের কন্যা মধুপর্ণা
পারিবারিক বিবাদের জেরে ধরনা থেকে ভোটের লড়াইয়ে। প্রথমবার ময়দানে নেমেই ছক্কা হাঁকালেন ঠাকুরবাড়ির সদস্য তথা মমতাবালা ঠাকুরের কন্যা মধুপর্ণা। রাজ্য বিধানসভার কনিষ্ঠতম বিধায়ক হবেন সদ্য জয়ী এই প্রার্থী। উত্তর ২৪ পরগনার বাগদা মানেই মতুয়াগড়। গত বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছিলেন বিজেপির প্রার্থী বিশ্বজিৎ দাস। পরবর্তীতে তিনি তৃণমূলে যোগ দেওয়ায় এই উপনির্বাচন। গত বিধানসভাই শুধু নয়, শেষ […]