বদ্রীনাথেও পরাজিত বিজেপি, উপনির্বাচনে ভালো ফল কংগ্রেসের

উত্তরাখণ্ডে ফের খুশির হাওয়া কংগ্রেস শিবিরে। উপনির্বাচনে ভালো ফল করল কংগ্রেস। অন্যদিকে উপনির্বাচনে বড় ধাক্কা খেলা গেরুয়া। শনিবার উপনির্বাচনের ফলাফলে দেখা গিয়েছে যে বদ্রীনাথ আসনে উপনির্বাচনে জয়ী হয়েছেন কংগ্রেস প্রার্থী লাখপত সিং বুতোলা। আর মাঙ্গলাউর বিধানসভা আসনে জয়ী হয়েছেন কংগ্রেস প্রার্থী কাজি নিজামুদ্দিন।  বদ্রীনাথ আসনের লাখপত সিং বুতোলা এবার প্রথমবার লড়াইতে নেমেছিলেন। বিজেপির রাজেন্দ্র সিং ভান্ডারিকে ৫,০৯৫ ভোটে পরাজিত করেছেন তিনি। রাজেন্দ্র সিং ভান্ডারি তিনবারের বিধায়ক। রাজ্য়ের প্রাক্তন মন্ত্রী। তিনিও পরাজিত হলেন। তিনি পেয়েছেন ২২,৬০১ ভোট। এদিকে এই রাজেন্দ্র সিং ভান্ডারি আগে কংগ্রেসেই ছিলেন। তিনি কংগ্রেস ছেড়ে বিজেপিতে চলে এসেছিলেন। এরপর এই আসনে ভোট হল এবার। মাঙ্গলাউর আসনে জয়ী হয়েছেন তিনবারের কংগ্রেস বিধায়ক তথা কংগ্রেস নেতা নিজামুদ্দিন। মাত্র ৪২২ ভোটে জয়ী হয়েছেন তিনি। তাঁর বিরুদ্ধে প্রার্থী ছিলেন বিজেপির কর্তার সিং ভাদানা। নিজামুদ্দিন পেয়েছেন ৩১,৭২৭ ভোট। আর ভাদানা পেয়েছেন ৩১,৩০৫টি ভোট। 

error: Content is protected !!