ভোটের ২দিন আগে উত্তপ্ত হয়ে উঠল নন্দীগ্রাম। আগামী ২৫মে ষষ্ঠ দফায় বাংলার কাঁথি, তমলুক-সহ আটটি কেন্দ্রে নির্বাচন ৷ ঠিক তার দু’দিন আগে কুপিয়ে খুন বিজেপি’র মহিলা কর্মী। বুধবার গভীর রাতে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গড় নন্দীগ্রামে বাইক বাহিনী হামলা করে বলে অভিযোগ। দুষ্কৃতী হামলার জেরে এক বিজেপি মহিলা কর্মীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন সাত থেকে আট জন। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম থানার সোনাচূড়া এলাকার মনসাতলায়। এই ঘটনাকে ঘিরে নতুন করে আবার ভোটের আগে উত্তেজনা শুরু হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত মহিলার নাম রথিবালা আড়ি। গতকাল গভীর রাতে একদল দুষ্কৃতী রথিবালা আড়ির বাড়িতে হামলা চালায়। রথিবালা আড়ি নামে ওই বিজেপি কর্মীকে পিটিয়ে এবং কুপিয়ে খুন করার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। তাঁর ছেলে সঞ্জয় আড়ির অবস্থা আশঙ্কজনক হওয়ায় তাঁকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ৷ বাকি সাত জনকে আহত অবস্থায় নন্দীগ্রাম স্পেশালিটি হাসপাতালে ভরতি করা হয়েছে। এই ঘটনায় বৃহস্পতিবার সকাল থেকে নতুন করে নন্দীগ্রাম থানায় উত্তেজনা দেখা দিয়েছে। এদিন সকালে নন্দীগ্রাম থানায় বিজেপি কর্মী-সমর্থকরা থানার সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন। এই ঘটনায় বিজেপি নেতা শুভেন্দু অধিকারী আজ সকালে এক্স হ্যান্ডেলে দলীয় কর্মী রথিবালার মৃত্য়ুতে শোকবার্তা জ্ঞাপন করেছেনে ৷ লিখেছেন, “সনাতনী শহিদ বীরাঙ্গনা রথিবালা আড়ি অমর রহে ৷ তাঁকে জানাই প্রণাম ও শ্রদ্ধা ৷” ঘটনাপ্রসঙ্গে তিনি আরও লিখেছেন, “গতকাল রাতে নন্দীগ্রামের সোনাচূড়ার মনসাবাজার এলাকায় বিজেপি কর্মীরা বুথ পাহারা দিচ্ছিলেন। সেইসময় ধারালো অস্ত্র নিয়ে তাঁদের ওপর ঝাঁপিয়ে পড়ে তৃণমূলী দুষ্কৃতীরা। সাতজন ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন। প্রাণ হারান রথিবালা আড়ি।”
Related Posts
মালদা সুজাপুরে ভোট-হিংসায় জখম তৃণমূলের পোলিং এজেন্ট সহ একাধিক কর্মী, অভিযুক্ত কংগ্রেস
বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীর বিক্ষিপ্ত কিছু অভিযোগ করেন বুথে ঢুকে ভোটারদের প্রভাবিত করছেন তৃণমূল কাউন্সিলর-রা ৷ এই ঘটনা বাদ দিলে বেলা ৩টে পর্যন্ত মোটের উপর শান্তিপূর্ণ ভোটগ্রহণই চলছে মালদা দক্ষিণ কেন্দ্রে ৷ এবার দুষ্কৃতীদের হাতে তৃণমূলের পোলিং এজেন্ট ও কর্মীদের আক্রান্ত হওয়ার খবর সামনে এল ৷ মালদা দক্ষিণে সুজাপুর বিধানসভার গয়েশবাড়ি অঞ্চলের ১১৫ নং […]
গুরুতর জখম মানিকচকের আইসি, আত্মরক্ষার্থেই গুলি চালিয়েছিল পুলিশ, বললেন মালদার এসপি
মালদার মানিকচকে বৃহস্পতিবার স্থানীয়দের অবরোধ তুলতে গিয়ে আত্মরক্ষার্থে গুলি চালিয়েছে পুলিশ। সাংবাদিক বৈঠক করে দাবি করলেন মালদার পুলিশ সুপার প্রদীপকুমার যাদব। তিনি এ-ও জানিয়েছেন, অবরোধকারীদের একাংশ পুলিশকে লক্ষ্য করে ইটও ছুড়েছে। আইসি সহ ৩জন পুলিশ কর্মী গুরুতর আহত। এই ঘটনায় এখন পর্যন্ত ২৬ জনকে আটক করা হয়েছে। দোষীদের বিরুদ্ধে আইন মেনে ব্যবস্থা নেওয়া হবে বলেও […]
‘BSFএর গুলি খাব, তবু ফেরত যাব না’, প্রাণ বাঁচাতে সীমান্ত দিয়ে ভারতে আসার চেষ্টা ৬০০ বাংলাদেশী নাগরিকের
নৈরাজ্যের বাংলাদেশে হিন্দু বিরোধী হিংসার মধ্যে প্রাণ বাঁচাতে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করলেন কয়েক ৬০০ শরণার্থী। বিএসএফ তাদের ভারত ভূখণ্ডে ঢুকতে বারণ করে। তার পর সেখানেই অবস্থানে বসে পড়েন শরণার্থীরা। কোনও পরিস্থিতিতেই তাঁরা আর বাংলাদেশে ফিরে যাবেন না বলে জানিয়ে দেন। এমনকী ভারতে ঢুকে তারা বিএসএফের গুলি খেতে তৈরি বলেও মন্তব্য করেন। তাঁদের অভিযোগ, তাঁদের বাড়িঘর ভেঙে […]