ভোটের ২দিন আগে নন্দীগ্রামে মহিলা বিজেপি কর্মীকে কুপিয়ে খুন, আহত ৭

ভোটের ২দিন আগে উত্তপ্ত হয়ে উঠল নন্দীগ্রাম। আগামী ২৫মে ষষ্ঠ দফায় বাংলার কাঁথি, তমলুক-সহ আটটি কেন্দ্রে নির্বাচন ৷ ঠিক তার দু’দিন আগে কুপিয়ে খুন বিজেপি’র মহিলা কর্মী। বুধবার গভীর রাতে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গড় নন্দীগ্রামে বাইক বাহিনী হামলা করে বলে অভিযোগ। দুষ্কৃতী হামলার জেরে এক বিজেপি মহিলা কর্মীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন সাত থেকে আট জন। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম থানার সোনাচূড়া এলাকার মনসাতলায়। এই ঘটনাকে ঘিরে নতুন করে আবার ভোটের আগে উত্তেজনা শুরু হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত মহিলার নাম রথিবালা আড়ি। গতকাল গভীর রাতে একদল দুষ্কৃতী রথিবালা আড়ির বাড়িতে হামলা চালায়। রথিবালা আড়ি নামে ওই বিজেপি কর্মীকে পিটিয়ে এবং কুপিয়ে খুন করার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। তাঁর ছেলে সঞ্জয় আড়ির অবস্থা আশঙ্কজনক হওয়ায় তাঁকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ৷ বাকি সাত জনকে আহত অবস্থায় নন্দীগ্রাম স্পেশালিটি হাসপাতালে ভরতি করা হয়েছে। এই ঘটনায় বৃহস্পতিবার সকাল থেকে নতুন করে নন্দীগ্রাম থানায় উত্তেজনা দেখা দিয়েছে। এদিন সকালে নন্দীগ্রাম থানায় বিজেপি কর্মী-সমর্থকরা থানার সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন। এই ঘটনায় বিজেপি নেতা শুভেন্দু অধিকারী আজ সকালে এক্স হ্যান্ডেলে দলীয় কর্মী রথিবালার মৃত্য়ুতে শোকবার্তা জ্ঞাপন করেছেনে ৷ লিখেছেন, “সনাতনী শহিদ বীরাঙ্গনা রথিবালা আড়ি অমর রহে ৷ তাঁকে জানাই প্রণাম ও শ্রদ্ধা ৷” ঘটনাপ্রসঙ্গে তিনি আরও লিখেছেন, “গতকাল রাতে নন্দীগ্রামের সোনাচূড়ার মনসাবাজার এলাকায় বিজেপি কর্মীরা বুথ পাহারা দিচ্ছিলেন। সেইসময় ধারালো অস্ত্র নিয়ে তাঁদের ওপর ঝাঁপিয়ে পড়ে তৃণমূলী দুষ্কৃতীরা। সাতজন ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন। প্রাণ হারান রথিবালা আড়ি।”

error: Content is protected !!