হুগলির চুঁচুড়ায় গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত বিজেপি! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জনসভার আগে হুগলির সাংগঠনিক জেলার পার্টি অফিসে জেলা নেতৃত্বদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেয় দলের কর্মী-সমর্থকরা ৷ সেই ঝামেলা থামানোর জন্য ময়দানে নামতে হয় বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়কে ৷ এনিয়ে গেরুয়া শিবিরকে কটাক্ষ করলেন তৃণমূলের বিধায়ক অসীমা পাত্র ৷ বিজেপি সূত্রে খবর, চুঁচুড়ায় হুগলি সাংগঠনিক জেলা অফিসে বুথস্তরের সভাপতিদের নিয়ে বৈঠক চলছিল। সেই সময় বিক্ষোভে দেখাতে শুরু করেন সপ্তগ্রাম বিধানসভার বুথ সভাপতিদের একাংশ ৷ অভিযোগ, নির্বাচনী কাজে তাঁদের কোনও দায়িত্ব দেওয়া হচ্ছে না ৷ বরং সেই সুযোগ পাচ্ছেন নবাগতরা ৷ সেই নিয়ে বৈঠকের মধ্যেই গণ্ডগোল শুরু হয় ৷ নির্বাচনের মধ্যে দলের ‘ভাঙন’ রুখতে বাধ্য হয়ে মাঠে নামতে হয় লকেটকে ৷ ঘটনার একটি ভিডিয়ো ভাইরালও হয়ে যায় (ভিডিওর সত্যতা যাচাই করেনি City Next) ৷ সেই ভিডিয়োতে দেখা যায় দলীয় কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, “ক্ষতি করার হলে কর ৷ তবে নির্বাচনটা সুষ্ঠুভাবে করতে হবে আমাদের সকলকে ৷ কাউকে কোথাও সরানো হবে না ৷ সমস্যা থাকলে তার সমাধান করতে হবে ৷ সবাই একত্রিত হয়ে সেই সমাধান বের করব ৷” এদিকে ঘটনার কথা চাউর হতেই বিজেপিকে আক্রমণ করেন অসীমা পাত্র ৷ কটাক্ষ করে তিনি বলেন, “বিজেপিকে চোর বলে তৃণমূল ৷ এদিকে দলের যে সাংগঠনিক জেলা সভাপতির লকেটের সঙ্গে ঘোরেন, তাঁর বিরুদ্ধে সরব তাঁরই দলের লোকজন ৷” তৃণমূল নেত্রীর এই বক্তব্যের উত্তরে বিজেপি জেলা সভাপতি তুষার মজুমদার বলেন, “আমাদের মধ্যে কী হয়েছে সেটা তৃঁমূল জানে না । ওরা নিজের মত বানিয়ে বলছে । ওরা প্রমাণ করতে পারবে জেলা সভাপতি কারও কাছে হাত পেতে চাঁদা নিয়েছে ? ক্ষোভ কিছু নয় ৷ কনভেনার হয়তো ডাকেনি, তাই কর্মীরা ওরকম বলেছেন । এতে নির্বাচনে ক্ষতির আশঙ্কা নেই । আমরা নিঃস্বার্থে বিজেপি করি । দলের কর্মীরা দলের ক্ষতি হোক তা চাইবে না । স্লোগান হয়েছে প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের পক্ষে । সাংগঠনিক আলোচনার ভিডিয়ো বাইরে প্রকাশিত হল কী করে, জানি না । আমাদের কোনও গোষ্ঠীদ্বন্দ্ব নেই ।”
Related Posts
বেলুড়ে গঙ্গার উথাল-পাথাল ঢেউ, প্রাণভয়ে চিৎকার যাত্রীদের, ভাইরাল ভিডিও
বেলুড়ে রুদ্রমূর্তি গঙ্গার। উথাল-পাথাল যাত্রীবাহী লঞ্চের। প্রাণভয়ে চিৎকার যাত্রীদের। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো সেই ছবি। গত মঙ্গলবারের ঘটনা। কোনওমতে প্রাণে বেঁচে ফিরেছেন যাত্রীরা। বেলুড় থেকে দক্ষিণেশ্বর যাওয়ার লঞ্চ ছেড়েছিল। কিছুক্ষণ চলার পরই হঠাৎ গঙ্গায় জলের প্রবল ঢেউয়ে উথাল-পাতাল শুরু হয়। ওই সময় লঞ্চে ঠাসা যাত্রী ছিল। আতঙ্কে যাত্রীরা ছুটোছুটি শুরু করেন। হুড়োহুড়ি পড়ে যায়। পরিস্থিতি ক্রমেই […]
ভোটের মুখে কেন্দ্রীয় নিরাপত্তা পেলেন অর্জুন সিং, অভিজিৎ গঙ্গোপাধ্যায় সহ ৪ বিজেপি নেতা
বিজেপি যোগের পুরস্কার! ভোটের মুখে কেন্দ্রীয় নিরাপত্তা পেলেন বারাকপুরের প্রার্থী অর্জুন সিং। তিনি জেড ক্যাটাগরির নিরাপত্তা পেলেন। হাই কোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পাচ্ছেন ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা। তবে আরও ২ জনকে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হয়েছে। জানা গিয়েছে, ভোটের মুখে মোট চার বিজেপি নেতাকে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হয়েছে। তাঁরা হলেন অর্জুন সিং, অভিজিৎ গঙ্গোপাধ্যায়, অভিজিৎ […]
খারাপ আবহাওয়া জন্য আকাশ ছেড়ে সড়কপথে পুরুলিয়া রওনা দিলেন মুখ্যমন্ত্রী
সকাল থেকেই মেঘলা আকাশ ৷ খারাপ আবহাওয়ার জন্য আকাশপথ ছেড়ে সড়কপথে নির্বাচনী প্রচারের উদ্দেশ্যে রওনা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আজ রবিবার পুরুলিয়ায় বেলা ১টা থেকে সভা করার কথা ছিল তাঁর ৷ কপ্টার ছেড়ে সড়কপথে যাওয়ায় স্বাভাবিকভাবেই দেরি হবে ৷ তাই বেলা ১টার বদলে সভা শুরু হতে বিলম্ব হবে বলেই মনে করা হচ্ছে ৷সকাল থেকে […]