তমলুকে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে প্রচারে গিয়ে বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার ৷ যার জেরে অস্বস্তিতে পড়ল জেলা বিজেপি নেতৃত্ব ৷ নির্বাচনী প্রচারে বক্তব্য রাখতে গিয়ে জেলা বিজেপি নেতা দাবি করেন, দুই লক্ষের বেশি ভোটে হারাতে হবে আমাদের প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ৷ যদিও পরে নিজের ভুল শুধরে নিয়েছেন বিজেপির তমলুক জেলা সম্পাদক চন্দন মণ্ডল ৷ তাঁর দাবি, তৃণমূল প্রার্থী দেবাংশুর নাম বলতে গিয়েই মুখ ফসকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম বলে ফেলেছেন তিনি ৷দু’দিন আগে ময়নায় তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্বাচনী কর্মসূচি চলছিল। সেই নির্বাচনী প্রচার মঞ্চ থেকেই মাইক হাতে বক্তব্য রাখাকালীন অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দু’লক্ষের বেশি ভোটে হারানোর শপথ নেন বিজেপি নেতা। এই ভিডিয়ো ভাইরাল হতেই আসরে নামে তৃণমূল। যা নিয়ে চরম অস্বস্তিতে পড়েছে বিজেপি ৷ দিনকয়েক আগে ময়না বিধানসভার গোজিনা গ্রাম পঞ্চায়েতে পায়রাচক গ্রামে তমলুক লোকসভার বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে নির্বাচনী প্রচার চলছিল। অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের মঞ্চে আসার আগেই তমলুক সাংগঠনিক জেলার সম্পাদক চন্দন মণ্ডল বক্তব্য রাখতে ওঠেন। এখানে বক্তব্য রাখতে গিয়ে চন্দন মণ্ডল বলেন, “আমরা দুই লক্ষের বেশি ভোটে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে তমলুক লোকসভা কেন্দ্র থেকে হারাব, হারাব, হারাব।” এরপরই চন্দন মণ্ডলের এই বক্তব্য নেট দুনিয়ায় ভাইরাল হতে থাকে। আর যা নিয়ে বিরোধীরা কটাক্ষ করতে ছাড়িনি বিজেপিকে। যদিও ওই বিজেপি নেতা চন্দন মণ্ডল দাবি করে জানান, তিনি ভুল করে বলে ফেলেছেন। ওখানে তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের নাম বলতে গিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম বলে ফেলেছেন তিনি।এরপরও অবশ্য বিতর্ক থামছে না ৷ টুইট করে তৃণমূল সাধারণ সম্পাদক কুণাল ঘোষ লিখেছেন, “নাও, ঠেলা বোঝো… অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দু’লক্ষ ভোটে হারানোর ডাক। ইনি চন্দন মণ্ডল, তমলুকে বিজেপির সম্পাদক। আগেই বলেছিলাম গদ্দারপন্থীরা অভিজিতবাবুকে হারানোর খেলা খেলবে। সেটাই মুখ থেকে বেরিয়ে গিয়েছে।”
Related Posts
গরমে দিল্লির ভিড় বাসে বিকিনি পরেই সফর তরুণীর, ভাইরাল ভিডিও
তীব্র গ্রীষ্মে রীতিমতো বিকিনি পরে দিল্লির ভিড় বাসে দেখা গেল এক তরুণীকে। ঘটনার ভিডিও করেন এক সহযাত্রী। তরুণীর পোশাকের হাল দেখে কার্যত হকচকিয়ে যান বাসের অন্য যাত্রীরা। মধ্যবয়সী এক মহিলা দ্রুত তরুণীর থেকে খানিক সরে দাঁড়ান। অন্য এক ব্যক্তি স্বল্পবসনার থেকে দূরে যেতে পড়িমরি নিজের আসন ছেড়ে উঠে দাঁড়ান। সোশ্যাল মিডিয়া পোস্ট করা ভিডিওর কমেন্ট […]
‘সন্দেশখালিতে অশান্তি চালিয়ে যেতে হবে, শুভেন্দু-দা টাকা ও মোবাইল দিয়ে সাহায্য করেছিল, ধর্ষণের অভিযোগও সাজানো,’ দাবি বিজেপির মন্ডল সভাপতির
মহিলাদের উপর অত্যাচারের ঘটনা সাজানো। বিস্ফোরক দাবি স্থানীয় বিজেপি নেতার। ধর্ষণের অভিযোগ সাজানো! এক ভাইরাল হওয়া ভিডিও-তে এমনই চাঞ্চল্যকর কথা বলতে শোনা গিয়েছে স্থানীয় বিজেপি নেতাকে । ভিডিও-র সত্যতা যাচাই করেনি সিটি নেক্সট। সন্দেশখালির ভাইরাল ভিডিও ঘিরে সমাজমাধ্যমে শোরগোল। নেট মাধ্যমে ভাইরাল একটি স্টিং অপারেশনের ভিডিও। বিজেপির মন্ডল সভাপতি গঙ্গাধর কয়ালের ভিডিও ভাইরাল। রাজনীতির জন্য মিথ্যে […]
‘কোর্ট থেকে বের করে দেব, এটি কোন রাজনৈতিক মঞ্চ নয়’, মমতার পদত্যাগ চাওয়ায় আইনজীবিকে ধমক দেশের প্রধান বিচারপতির
তৃতীয়বার আরজি কর মামলার শুনানি হল সুপ্রিম কোর্টে। মঙ্গলবার প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে হয় শুনানি। রাজ্য সরকার, নির্যাতিতার পরিবার, আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের সহ সব পক্ষ মিলিয়ে কয়েক’শ আইনজীবী এদিন উপস্থিত ছিলেন শুনানির সময়। আর শুনানির সময় আইনজীবীদের আচরণে ক্ষুব্ধ হন প্রধান বিচারপতিরা। শুনানিতে এদিন ফের আদালতে রাজ্যের […]