বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের মামলায় হাইকোর্টে আগাম জামিন পেলেন তমলুকের বিজেপি নেতা দেবকুমার দাস। তদন্তে সহযোগিতা করতে হবে, এই শর্তে বৃহস্পতিবার বিচারপতি সুগত মজুমদারের গ্রীষ্মের অবকাশকালীন বেঞ্চ জামিনের আবেদন মঞ্জুর করেছে। স্থানীয় এক বিজেপি নেত্রীকে চাকরি ও বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগে গত ১৯ মার্চ দেবকুমারের বিরুদ্ধে এফআইআর রুজু করে তমলুক থানার পুলিশ। কিন্তু, তার পর থেকে পলাতক ছিলেন অভিযুক্ত বিজেপি নেতা । পরে আগাম জামিন চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। বিজেপি নেত্রীর অভিযোগ, দেবকমল দীর্ঘদিন ধরে তাঁর সঙ্গে সম্পর্কে ছিলেন। একাধিকবার তাঁরা একসঙ্গে অনেক জায়গায় ঘুরতেও গিয়েছিলেন। তাঁকে বিজেপির বড় পদ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছিলেন দেবকমল । দেবকমলের সঙ্গে তাঁর বউয়ের সম্পর্ক ভালো না বলে তাঁর সঙ্গে থাকার প্রতিশ্রুতিও নাকি দেওয়া হয়েছিল। বিজেপি নেত্রীর অভিযোগ, ডায়মন্ড হারবারের যেখানে ভাড়া থাকতেন, সেখানে দেবকমল তাঁর সঙ্গে সহবাস করেন। এরপর গত ১৪ ফেব্রুয়ারি দেবকমল ও তাঁর কয়েকজন বন্ধু জোর করে ওই নেত্রীর ফোন কেড়ে নেন বলে অভিযোগ। ফোনে তাঁর ও দেবকমলের একসঙ্গে থাকা সব ছবি মুছে ফেলা হয় বলে অভিযোগ করেন তিনি। এমনকী, তাঁকে নাকি মারধরও করা হয়েছে বলে অভিযোগ তোলেন ওই বিজেপি নেত্রী। এরপরই তমলুক থানায় গিয়ে দেবকমলের নামে লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতা বিজেপি নেত্রী। ঘটনার পর পলাতক ছিলেন বিজেপি নেতা দেবকুমার দাস৷ পরবর্তী সময়ে তিনি হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেন ৷ বিচারপতি সুগত মজুমদারের গ্রীষ্মের অবকাশকালীন বেঞ্চ তদন্তে সহযোগিতার শর্তে জামিন মঞ্জুর করেছে ৷
Related Posts
বিবাদী বাগে ব্যাঙ্কশাল কোর্টের পিছনে বহুতলে ভয়াবহ আগুন
বিবাদী বাগে ব্যাঙ্কশাল কোর্টের পিছনে ৫ নম্বর গার্স্টিন প্লেসে ভয়াবহ আগুন। পুরনো সেই বহুতলের ওপরের তলা নাকি ইতিমধ্যেই আগুনে পুরোপুরি পুড়ে গিয়েছে। কাকভোরের এই অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনতে দমকল নাকি দেরিতে পৌঁছায় ঘটনাস্থলে। দমকলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। এরই মাঝে দমকলের সাতটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে উপস্থিত […]
বৃহস্পতি এবং শুক্রবার দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা
বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। হাওয়া অফিস জানিয়েছে, সোমবার থেকে শহর কলকাতা এবং জেলাজুড়ে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতি থাকবে বুধবার পর্যন্ত। গত কয়েকদিনে তাপমাত্রাও বেড়েছে কিছুটা। তবে বৃহস্পতিবার থেকে জেলাজুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা বাড়বে বলে জানানো হয়েছে। বৃহস্পতিবার এবং শুক্রবার দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে […]
‘বিচার চাই, চেয়ার নয়’, কর্মবিরতির সিদ্ধান্তে অনড় আন্দোলনকারী চিকিৎসকরা
নবান্নে বৈঠক ভেস্তে যাওয়ায় দায়ী একমাত্র প্রশাসন, অভিযোগ আন্দোলনকারীদের। স্বাস্থ্যভবনের সামনে ধরনা মঞ্চে পৌঁছে জুনিয়র চিকিৎসকরা বলেন, ‘‘আমরা নবান্নের দুয়ারে পৌঁছে গিয়েছিলাম। কী চেয়েছিলাম? আমাদের বোনের সঙ্গে যে জঘন্য ঘটনা ঘটে গিয়েছে, তার বিচার। ভবিষ্যতে যাতে এমন ঘটনা আর না ঘটে, তার নিশ্চয়তা। তা নিশ্চিত করার জন্য যাঁরা এই ঘটনার সঙ্গে জড়িত, যাঁরা ঘটনাটি ধামাচাপা দিতে […]