পঞ্চম দফার ভোটে সকাল থেকেই উত্তপ্ত উত্তর ২৪ পরগনার একাধিক এলাকা ৷ ব্যারাকপুরের পর এবার বনগাঁ লোকসভা কেন্দ্রের গয়েশপুর থেকেও উত্তেজনার খবর সামনে এসেছে ৷ গয়েশপুরের বেদীভবনের কাছে রাস্তার উপর বিজেপির গয়েশপুর শহর মণ্ডল সাধারণ সম্পাদক সুবীর বিশ্বাসকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। একই সঙ্গে, আক্রান্ত হয়েছেন বিজেপি কর্মী জয়ন্ত জয়ধরও ৷ এদিন সেই খবর সামনে আসতেই অ্যাকশন টেকেন রিপোর্ট চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন ৷
Related Posts
মহিষাদলে ভোটের আগের রাতে বাড়ি ফেরার পথে কুপিয়ে খুন তৃণমূল নেতা, রিপোর্ট চাইল কমিশন
ভোট শুরুর আগেই ফের রক্ত ঝরল পূর্ব মেদিনীপুরে ৷ শুক্রবার রাতে মহিষাদলে খুন হলেন এক তৃণমূল নেতা। মৃতের নাম শেখ মইবুল (৪২)। বাড়ি মহিষাদলের বেতকুন্ডুতে। অভিযোগের তির বিজেপির দিকে। মৃত ওই তৃণমূল নেতা বেতকুণ্ডু গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন সদস্য ৷ রাতে বাড়ি ফেরার পথে তৃণমূল নেতাকে কুপিয়ে খুন করা হয় বলে অভিযোগ উঠেছে ৷ এই ঘটনায় […]
ভাঙড়ে বোমাবাজির ঘটনায় ফের নওশাদকে গ্রেফতারের দাবি শওকতের
লোকসভা নির্বাচনের আগে ফের উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় । শুক্রবার ভাঙড়ের বানিয়াড়া গ্রামে বোমাবাজির পর ওই এলাকা পরিদর্শন করতে যান ক্যানিং পূর্বের বিধায়ক তথা ভাঙড় বিধানসভার তৃণমূলের পর্যবেক্ষক শওকত মোল্লা । সেখানে গিয়ে বলেন, “অবিলম্বে নওশাদকে গ্রেফতার করা উচিত । পাঁচজন আহত হয়েছে, তার মধ্যে একজন শিশু রয়েছে ।” শওকতের অভিযোগ, পঞ্চায়েত […]
সিকিমে বৃষ্টির জেরে ফুঁসছে তিস্তা নদী, ছাড়া হল জল, প্লাবিত হল বিস্তীর্ণ এলাকা
রিমলের প্রভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছিল উত্তরবঙ্গে। সে প্রভাবেই সিকিমের বৃষ্টিতে ফুঁসে উঠল তিস্তা নদী। গত বছর সিকিমের হ্রদ বিপর্যয়ে গতিপথ বদলেছিল তিস্তা। তার জেরে, এ বার বর্ষার আগে নদীতে জল বাড়তেই নতুন কয়েকটি এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য হল সেবকের কাছে লালটং বস্তি এলাকা। তিস্তায় জল বেড়ে যাওয়ায় […]