ভাইরাল ভিডিও-র জন্য প্রাণহানির আশঙ্কা! হাইকোর্টের দ্বারস্থ বিজেপি নেতা গঙ্গাধর কয়াল সহ ২

ভোটের মাঝে নতুন করে উত্তপ্ত হয়েছে সন্দেশখালি। একের পর এক ভিডিয়ও সামনে আসছে, যা নতুন নতুন প্রশ্ন তুলে দিচ্ছে। সেই ভাইরাল ভিডিয়ো নিয়ে এবার মামলা হল কলকাতা হাইকোর্টে। প্রথম যে ভিডিয়ো ভাইরাল হয়, সেই ভিডিয়োর জন্য প্রাণের আশঙ্কা তৈরি হয়েছে, এমনই দাবি জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন বিজেপি নেতা গঙ্গাধর কয়াল ও তাঁর ছেলে জ্যোতির্ময় কয়াল। বিজেপি নেতাদের অভিযোগ এমন প্রচুর ফেক ভিডিও ছড়ানো হয়েছে। তার জেরে পরিবেশ উত্তপ্ত হয়ে উঠেছে। সিবিআই-এর কাছে অভিযোগ জানিয়েছেন তাঁরা, কিন্তু এখনও নিরাপত্তার অভাব বোধ করায় হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। কেন্দ্রীয় নিরাপত্তার জন্য আবেদন জানিয়ে বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে মামলা করা হয়েছে শুক্রবার।

error: Content is protected !!