ইন্দিরা গান্ধী ভারত জননী। বক্তব্য কোনও কংগ্রেসের নেতা কর্মী সমর্থকের নয়। কেন্দ্রীয় মন্ত্রী সুরেশ গোপীর এই বক্তব্য এখন ভাইরাল। গান্ধী পরিবারের সদস্যদের সম্পর্কে বেশিরভাগ সময়েই নানান কটাক্ষ করতে শোনা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে মন্ত্রিসভার সদস্যদের। এবার সেই এনডিএ মন্ত্রিসভার সদস্যের মুখেই দেশের প্রয়াত এবং একমাত্র মহিলা প্রধানমন্ত্রীর প্রশাংসা অস্বস্তির কারণ হয়েছে বিজেপির। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে কেরলে সুরেশ গোপীর মাধ্যমে ত্রিসুর আসনটি জিতেছে বিজেপি। ফলে তাঁকে কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য করেছে বিজেপি। সম্প্রতি কেরলের পানকুন্নামে রাজ্যের প্রয়াত মুখ্যমন্ত্রী কে করুণাকরনকে শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন সুরেশ গোপী। সেখানেই সাংবাদিকদের সামনে ইন্দিরা গান্ধীকে ভারত জননী বলে মন্তব্য করেন। একইসঙ্গে কে করুণাকরনকে খুবই সাহসী এবং আগ্রাসী প্রশাসক বলে মন্তব্য করেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য, ত্রিসুর লোকসভা আসনে করুণাকরনের ছেলে এবং কংগ্রেস প্রার্থী কে মুরলীধরণকে পরাজিত করেছেন সুরেশ গোপী। যদিও কেন্দ্রীয় মন্ত্রিসভায় সামিল হওয়ার পর তাঁর বাবাকেই শ্রদ্ধা জানিয়ে ভুয়শী প্রশংসা করেন তিনি। পাশাপাশি প্রয়াত মুখ্যমন্ত্রীকে নিজের রাজনৈতিক গুরু বলেও সম্মোধন করেছেন গোপী। তবে শুধুমাত্র কংগ্রেসের করুণাকরনকেই নয়, মাক্সবাদী নেতা ইকে নায়ানারকেও নিজের রাজনৈতিক গুরু বলে সম্মোধন করেছেন তিনি। বাম নেতার স্ত্রীকে আম্মা বলেও সম্মোধন করেছেন সুরেশ গোপী।
Related Posts
তোলা হয়েছে আন্দোলনকারীদের নিরাপত্তা, বিজেপি নেতা ব্রিজভূষণ শরণ সিংয়ের যৌন হেনস্থার বিরুদ্ধে ফের সরব বিনেশ ফোগট
ভারতের জাতীয় কুস্তি ফেডারেশনের বিরুদ্ধে আন্দোলনে নেমেছিলেন বিনেশ ফোগট, সাক্ষী মালিক, বজরং পুনিয়া সহ কুস্তিগিররা। কুস্তি ফেডারেশনের প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ করেছিলেন তাঁরা। সেই সময় কাটিয়ে এবার তিনি অলিম্পিক্সে নেমেছেন। যদিও অপ্রত্যাশিত ঘটনার জন্য তাঁর পদক পাওয়া হয়নি। এবার দেশে ফিরে তিনি ফের বিস্ফোরক ব্রিজভূষণ ইস্যুতে। কুস্তি ফেডারেশনের প্রাক্তন প্রেসিডেন্ট […]
বিজেপি শাসিত ওড়িশায় সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে গিয়ে ধর্ষণের শিকার ২ তরুণী
বিজেপি শাসিত ওড়িশার সরকারি হাসপাতালে দুই তরুণীকে ধর্ষণের অভিযোগ। মঙ্গলবার কটকের নামী হাসপাতালের অভিযুক্ত চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ। চলছে উচ্চ পর্যায়ের তদন্ত। সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে রবিবার। নির্যাতিতরা জানিয়েছেন, তাঁরা কটকের এসসিবি হাসপাতালে কার্ডিওলজি ডিপার্টমেন্টে গিয়েছিলেন। দুজনেরই ইকোকার্ডিওগ্রাম পরীক্ষা ছিল। কিন্তু তাঁদের অভিযোগ, শুক্রবারের বদলে রবিবার অভিযুক্ত চিকিৎসক তাঁদের ডেকেছিলেন। পরীক্ষার রিপোর্ট দেখার সময় […]
আবগারি দুর্নীতি মামলায় সুপ্রিমকোর্টে জামিন পেলেন দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া
১৭ মাস পর জেল থেকে বের হবেন দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া। দিল্লির আবগারি দুর্নীতি মামলায় তিনি অভিযুক্তের তালিকায়। মণীশের জামিনের আবেদন হাইকোর্টে খারিজ হলেও শেষমেশ সুপ্রিম কোর্ট তাঁর জামিনের আবেদনে সায় দেয়। সুপ্রিম কোর্টের বিচারপতি বিআর গভাই ও কেভি বিশ্বনাথের বেঞ্চ এই মামলায় নির্দেশ ৬ অগস্ট রিজার্ভে রেখেছিল। ৪ শর্তে তাঁকে এই জামিন দেওয়া […]