ভোটের আবহে স্টিং ভিডিও নিয়ে ফের উত্তপ্ত হয়ে উঠল সন্দেশখালি। বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র এবং বিজেপি নেত্রী অর্চনা মজুমদারের নেতৃত্বে এদিন সন্দেশখালি থানা ঘেরাও করা হয়। পুলিশের সঙ্গে কথা কাটাকাটিও হয় বিজেপি কর্মী সমর্থকদের। এরপরই তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো এবং তৃণমূল নেতা দিলীপ মল্লিক গ্রামের একটি বাড়িতে আছেন বলে খবর পান স্থানীয় মহিলারা। বাড়ি থেকে টেনে বের করা হয় তৃণমূল নেতা তাতাই গায়েনকে। বাঁশ, লাঠি হাতে মহিলারা তৃণমূল নেতার উপর চড়াও হন। রাস্তার ফেলে চলে মারধর। পোশাক ছিঁড়ে যায় তাঁর। স্থানীয় মহিলাদের অভিযোগ, বিধায়কের যোগসাজসে ওই তৃণমূল নেতারা ফেক ভিডিও তৈরি করছেন। তারই প্রতিবাদে বিক্ষোভ। পরে সন্দেশখালি থানা থেকে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
Related Posts
হুগলিতে বিজেপি প্রার্থী লকেটকে হারিয়ে নয়া অধ্যায় ‘রচনা’-র
প্রচারের প্রথম দিন ‘শিল্পের ধোঁয়া’ দেখেছিলেন হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। তা নিয়ে আলোচনা হয়েছিল বিস্তর। সমাজমাধ্যম জুড়ে ‘মিম’-এর বন্যা বয়ে গিয়েছিল। যদিও সেই সবে পাত্তা দেননি রচনা। তিনি দই খেয়ে সিঙ্গুরের গরুর প্রশংসা করেছেন। ফলপ্রকাশের আগের দিনে ‘রিলাক্সড মুড’-এ রচনা জানিয়ে দেন তিনি ভাগ্যে বিশ্বাসী। আর ফল যা-ই হোক, তিনি মেনে নেবেন। মঙ্গলবার ফলঘোষণার […]
ষষ্ঠ দফার ভোটের মাঝে ভোট চুরির অভিযোগ, পশ্চিমবঙ্গের রঘুনাথপুরে বিজেপির ট্যাগ লাগানো ৫টি ইভিএম উদ্ধার
ষষ্ঠ দফায় পশ্চিমবঙ্গের ৮ আসন মিলিয়ে দেশের ৫৮টি আসনে চলছে ভোটগ্রহণ। বাংলার আট আসন হল- বাঁকুড়া, বিষ্ণুপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, কাঁথি, তমলুক, মেদিনীপুর, ঘটাল। এবার সরাসরি ভোটে কারচুপি করার অভিযোগ উঠল। শনিবার বিজেপির বিরুদ্ধে ভোট চুরির অভিযোগে সরব হল তৃণমূল । ষষ্ঠ দফার ভোট চলাকালীন বাঁকুড়ার রঘুনাথপুরে একটি ভোটকেন্দ্রে ইভিএম-এর গায়ে দেখা গেল বিজেপির ট্যাগ ঝুলছে। ওই […]
কোচবিহারে পরাজিত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ডেপুটি নিশীথ প্রামাণিক, ৩৯ হাজার ২৫০ ভোটে জয়ী তৃণমূলের জগদীশ চন্দ্র বর্মা বাসুনিয়া
কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রী নিশীথ আত্মবিশ্বাসী ছিলেন জয়ের ব্যাপারে। কিন্তু তৃণমূলের সাংগঠনিক শক্তিই জয় নিশ্চিত করল জগদীশের। হাইভোল্টেজ লড়াইয়ে কোচবিহার লোকসভায় জয়ী জগদীশচন্দ্র বসুনিয়া। তৃণমূলের জগদীশ চন্দ্র বর্মা বাসুনিয়া পেয়েছেন ৭৮৮৩৭৫ ভোট। বিজেপির নিশীথ প্রামাণিক পেয়েছেন ৭৪৯১২৫। ৩৯২৫০ ভোটে জিতেছে তৃণমূল। কোচবিহার লোকসভা নির্বাচনের এই ফল বিজেপির কাছে অপপ্রত্যাশিত। কেন না, এই লোকসভা কেন্দ্রের সাতটি […]