প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কৃতিত্ব তুলে ধরতে বিজ্ঞাপনে মানুষকে বিভ্রান্ত করে সিঙ্গাপুরের মেট্রো রেলের ছবি ব্যবহার করেছে বিজেপি। এমনই বিস্ফোরক অভিযোগ তুলল তৃণমূল । কটাক্ষ করা হল ‘ভারতীয় জালি পার্টি’ বলেও। ১২ মে বঙ্গ বিজেপি তাদের এক্স হ্যান্ডেলে এই সংক্রান্ত একটি পোস্ট করে দাবি করে, গত ১০ বছরে নরেন্দ্র মোদি কুড়িটিরও বেশি শহরে মেট্রো রেল পরিষেবা শুরু করেছেন। তাতে যে ছবিটি ব্যবহার করা হয়েছে, সেটি সিঙ্গাপুর মেট্রো রেলের ছবি বলে উল্লেখ করেছে তৃণমূল। যা নিয়ে শনিবার তৃণমূলের জাতীয় মুখপাত্র তথা মন্ত্রী শশী পাঁজা বলেন, “প্রধানমন্ত্রী যখনই কথা বলেন, তখনই মিথ্যাচার করেন। তাঁর প্রত্যেকটি গ্যারান্টিই যে ভুয়ো, তা ইতিমধ্যেই প্রমাণিত হয়ে গিয়েছে। তিনি বছরে ২ কোটি মানুষকে চাকরি দেওয়া নিয়ে মিথ্যাচার করেছেন। আর এখন প্রধানমন্ত্রী বলছেন, ২০টি শহরে মেট্রো রেল পরিষেবা শুরু করেছেন। যদিও, এই সংক্রান্ত বিজ্ঞাপনটিতে যে ছবি ব্যবহার করা হয়েছে, তা সিঙ্গাপুর মেট্রোর। যার অর্থ, এই দাবিটিও ভুয়ো!” এর পরই বলেন, “প্রধানমন্ত্রীর ব্যাখ্যা দেওয়া উচিত, কেন ভারতীয় জনতা পার্টি আজ ভারতীয় জালি পার্টিতে পরিণত হয়েছে।” অতীতেও এ জিনিস বারবার ঘটেছে। ২০২১ সালের সেপ্টেম্বর মাসে উত্তরপ্রদেশের উন্নয়নের প্রতীক বোঝাতে গিয়ে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকার কলকাতার ‘মা’ উড়ালপুলের ছবি ব্যবহার করেছিল খবরের কাগজের বিজ্ঞাপনে। সে বছরই নভেম্বর মাসে অসামরিক বিমান মন্ত্রক দুর্গাপুর বিমানবন্দরের ছবি দিয়ে সেগুলি উত্তরাখণ্ড বিমানবন্দরের ছবি বলে উল্লেখ করেছিল। এমনকী, ত্রিপুরার বিজেপি সরকারও কলকাতার ছবি ব্যবহার করে পথনিরাপত্তা সংক্রান্ত একটি কর্মসূচির পোস্টার করেছিল।
Related Posts
চাকরি স্থায়ীকরণের প্রতিশ্রুতি দিয়ে রাজভবনেরই মহিলা কর্মীর শ্লীলতাহানির অভিযোগ রাজ্যপালের বিরুদ্ধে
চাকরি স্থায়ীকরণের প্রতিশ্রুতি দিয়ে শ্লীলতাহানি করেছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। বেনজির ও চমকে যাওয়ার মতো এই গুরুতর অভিযোগ করেছেন রাজভবনেরই এক মহিলা কর্মী। একবার নয়, একাধিকবার তাঁর সঙ্গে এই ধরনের ঘটনা ঘটেছে বলে অভিযোগে জানিয়েছেন ওই মহিলা। ২০১৯ সাল থেকে রাজভবনেই অস্থায়ী কর্মী হিসেবে রয়েছেন তিনি। চলতি বছরের ২৪ এপ্রিল প্রথমবার তাঁকে শ্লীলতাহানি করেন […]
এবার বিয়ের অনুষ্ঠানের আগেই মিলবে রূপশ্রীর ২৫ হাজার টাকা
রূপশ্রীর টাকা বিয়ের অনুষ্ঠানের পর পাওয়া যেত। এবার যাতে বিয়ের আগেই রূপশ্রীর টাকা হাতে পাওয়া যায়, তার জন্য ব্যবস্থা করছে রাজ্য সরকার। রাজ্য সরকার সাধারণ মানুষের কথা ভেবে আর্থিক ভাবে পিছিয়ে থাকা দরিদ্র পরিবারগুলিকে মেয়ের বিয়ে দেওয়ার জন্য এককালীন ভাতা দেওয়ার ব্যবস্থা করেছে। ‘রূপশ্রী’ নামের এই প্রকল্পের আওতায় বিয়ের আগে ২৫ হাজার টাকা পেতে হলে আবেদন […]
‘শুনছি দুর্গাপুজোর অনুদান নেবেন না, ভালো কথা, পুজোর বোনাসটা নেবেন তো ‘? প্রশ্ন কাঞ্চনের
আরজিকর কাণ্ডে এবার দলের হয়ে ব্যাটন ধরলেন অভিনেতা তথা বিধায়ক কাঞ্চন মল্লিক । যেভাবে একাধিক অভিনেতা-অভিনেত্রী রাস্তায় নেমে আন্দোলন করছেন, তাঁদের উদ্দেশ্য করেই প্রশ্ন ছুঁড়ে দিলেন উত্তরপাড়ার বিধায়ক । অভিনেতা-রাজনীতিবিদ কাঞ্চনের প্রশ্ন, “আমাদের শিল্পী যারা আছেন, তাঁরা যে সরকারি পুরস্কার ইত্যাদি নিয়েছিলেন, সেটা ফেরত দেবেন তো ? বলুন ফেরত দিয়ে দিচ্ছেন ।” এদিন কাঞ্চন বলেন, […]