সন্দেশখালিতে বিজেপি কর্মীদের দোকানে আগুন

ফের উত্তেজনা সন্দেশখালিতে। সেখানকার ভান্ডারখালি বাজারে ৩ বিজেপি কর্মীর দোকানে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার সন্দেশখালির খুলনা গ্রাম পঞ্চায়েতের চৌমাথাতে সাত সকালে পরপর চারটি আগুন লাগে। দোকানে আগুন লাগলে পরপর চারটি দোকানের ভিতর থেকে সেই আগুন ছড়িয়ে পড়ে। ঘটনাটি এলাকাবাসীর নজরে আসতেই গ্রামের মানুষ আগুন নেভানোর কাজে হাত লাগায়। কিন্তু ততক্ষণে সিংহভাগই আগুনের গ্রাসে পুড়ে ছাই। তবে এই ঘটনা কী ভাবে ঘটল, যা নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। কাঠগড়ায় তৃণমূল। বিজেপির দাবি, রাতের অন্ধকারে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তিনটি দোকানে আগুন ধরিয়ে দিয়েছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব।

error: Content is protected !!