স্কুলের ভেতর থেকে ৩ বছরের শিশুর মৃতদেহ উদ্ধার হতেই রণক্ষেত্রের চেহারা নিল পাটনা । মৃত পড়ুয়ার পরিবারের তরফে আগুন লাগিয়ে দেওয়া হল স্কুলে । গোটা ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়াল এলাকায়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, সম্ভবত খুন করা হয়েছে শিশুটিকে। বৃহস্পতিবার নির্দিষ্ট সময়ে স্কুলে গিয়েছিল শিশুটি। স্কুল ছুটির পর সে আর বাড়ি ফেরেনি। স্কুলে এসে পরিবারের লোকেরা খোঁজার চেষ্টা করলে বিষয়টি এড়িয়ে যায় স্কুল কর্তৃপক্ষ। দীর্ঘক্ষণ জরাজুরি করার পর নিখোঁজ শিশুর পরিবার স্কুল চত্বরে প্রবেশ করে। অনেকক্ষণ খোঁজার পর স্কুলের পেছনের একটি নালা থেকে শিশুটির দেহ উদ্ধার হয়। সঙ্গে সঙ্গেই পুলিশে খবর দেওয়া হয়। শিশুটির দেহ উদ্ধারের পর ব্যাপক উত্তেজনা শুরু হয় এলাকায়। মৃত শিশুর পরিবারের লোকেরা আগুন লাগিয়ে দেয় স্কুলে। জ্বালিয়ে দেওয়া হয় আশেপাশে দাঁড়িয়ে থাকা গাড়িও। রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান স্কুলের বাকি অভিভাবকরাও। এই ঘটনা প্রসঙ্গে পটনার পুলিশ সুপারিন্টেন্ডেন্ট চন্দ্র প্রকাশ জানান, ‘স্কুলের সিসিটিভি (CCTV) ফুটেজে শিশুটিকে স্কুলের ভেতরে ঢুকতে দেখা গেলেও, সে আর স্কুল থেকে বের হয়নি।’ কেন স্কুল কর্তৃপক্ষ শিশুটির মৃত্যুর খবর চেপে রাখতে চেয়েছিল এবং দেহ আড়াল করার চেষ্টা করছিল তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত সন্দেহে ইতিমধ্যেই ৩ জনকে আটক করা হয়েছে।
Related Posts
পোর্শকাণ্ডে অভিযুক্তের ১৫ ঘণ্টার মধ্যে জামিন
পুনেতে পোর্শে গাড়ির ধাক্কায় দুই বাইক আরোহীর মৃত্যুতে অভিযুক্ত নাবালককে গ্রেফতারের মাত্র ১৫ ঘণ্টার মধ্যে জামিন দিয়েছে আদালত। ছেলে জামিন পাওয়ার পর এবার পুনে পুলিশ গ্রেফতার করেছে তাঁর বাবাকে। নম্বর প্লেট ছাড়া গাড়ি নাবালক ছেলের হাতে তুলে দেওয়ার অভিযোগে মঙ্গলবার সকালে কিশোরের বাবাকে গ্রেফতার করে পুলিশ। একই সঙ্গে ওই রেস্তোরাঁর মালিক এবং কিছু কর্মচারীকে গ্রেফতার করা হয়েছে। […]
নীতি আয়োগ বাতিল করে ফেরানো হোক যোজনা কমিশন: মমতা বন্দ্যোপাধ্যায়
মোদি সরকারের আনা পাবলিক পলিসি থিঙ্ক ট্যাঙ্ক নীতি আয়োগ বাতিল করে যোজনা কমিশনকে ফিরিয়ে আনা উচিত । শুক্রবার দিল্লিতে ফের এই দাবিতে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷শনিবার নীতি আয়োগের বৈঠকে বিরোধী ইন্ডিয়া ব্লকের অধিকাংশ মুখ্যমন্ত্রী না-যাওয়ার সিদ্ধান্ত নিলেও সেই বৈঠকে যোগ দিতে দিল্লিতে গিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ৷ ফলে সেই বৈঠকের ঠিক আগের দিন তাঁর […]
‘রাহুল গান্ধীর জিভ টেনে ছিঁড়লে পুরস্কার মিলবে নগদ ১১ লক্ষ’, হুঁশিয়ারি শিন্ডেসেনার বিধায়ক সঞ্জয় গায়কোয়াড়ের
‘রাহুল গান্ধীর জিভ কেউ টেনে ছিঁড়ে ফেলতে পারলে পুরস্কার মিলবে নগদ ১১ লক্ষ টাকা।‘ পুরস্কার দেবেন মহারাষ্ট্রের শিবসেনা বিধায়ক সঞ্জয় গায়কোয়াড়। তাঁর মন্তব্যে প্রবল বিতর্ক তৈরি হয়েছে। সঞ্জয় জানিয়েছেন, সংরক্ষণ নিয়ে রাহুল গান্ধীর করা মন্তব্য অত্যন্ত নিন্দনীয়। সংরক্ষণ নিয়ে রাহুলের মন্তব্যের জেরেই জিভ টেনে ছিঁড়ে ফেলার হুঁশিয়ারি দিয়েছেন সঞ্জয়। যদিও শিন্ডে শিবিরের এই নেতার মন্তব্য […]