সাত সকালে ব্রিগেড ময়দানে যুবতীর অর্ধনগ্ন আধপোড়া দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য৷ পুলিশ সূত্রে খবর, দেহটিতে পচনও ধরেছিল৷ পুলিশের প্রাথমিক অনুমান, অন্যত্র খুন করেই মহিলার দেহ ময়দানে ফেলে যাওয়া হয়েছে৷ ব্রিগেড মাঠের যে অংশে ওই মহিলার দেহ উদ্ধার হয়, সেটি ময়দান থানা এলাকার মধ্যে পড়ে৷ পুলিশ সূত্রে খবর, এ দিন ভোররাত প্রায় তিনটে পর্যন্ত ওই এলাকায় থানার টহলদারি দল নজরদারি চালিয়েছিল৷ কিন্তু সেই সময় ওই জায়গায় কোনও অস্বাভাবিক কিছু পুলিশকর্মীদের নজরে পড়েনি৷ ফলে সম্ভবত এ দিন ভোরের দিকেই কেউ বা কারা এসে ওই দেহ ফেলে গিয়েছে৷ তবে পুলিশের নজরদারি এড়িয়ে কীভাবে কেউ ময়দান এলাকায় কে বা কারা দেহ ফেলে গেল, তা নিয়েই প্রশ্ন উঠছে৷ জানা গিয়েছে, কম্বলে মোড়ানো অবস্থায় দেহটি একটি গাছের নীচে পড়়েছিল৷ মৃত মহিলার বয়স আনুমানিক তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে৷ দেহের উপরের অংশে বেশ কিছু ক্ষত চিহ্ন ছিল বলে পুলিশ সূত্রে খবর৷ সম্ভবত আগুনে ওই ক্ষত তৈরি হয়েছে৷ দেহটিতে পচনও ধরতে শুরু করেছে৷ পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে৷
Related Posts
ফের মা উড়ালপুলে দুর্ঘটনা, বাইক থেকে ছিটকে ফ্লাইওভারের নীচে পড়লেন আরোহী
চলতি সপ্তাহে আবারও ভয়াবহ দুর্ঘটনা মা উড়ালপুলে। এবার বাইক থেকে ফ্লাইওভারের গার্ডওয়াল টপকে ৮০ ফুট নীচে পড়লেন এক বাইক আরোহী। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ওই ব্যক্তি। আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রয়েছেন এক বেসরকারি হাসপাতালে। পুলিশ সূত্রে খবর, বুধবার দুর্ঘটনাটি ঘটেছে সকাল সাড়ে আটটা নাগাদ। তিলজলা ট্রাফিক গার্ডের কাছে। বাইকটি ইএম বাইপাসের দিকে যাচ্ছিল। অন্য একটি বাইককে ওভারটেক […]
শেষ দফার নিবার্চনের আগে কলকাতায় প্রথম রোড শো করলেন প্রধানমন্ত্রী
শেষ দফার নিবার্চনের আগে কলকাতায় প্রথম রোড শো করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক ঝলক প্রধানমন্ত্রীকে দেখার জন্য ঘণ্টা তিনেক ধরে রাস্তার পাশে ভিড় জমিয়েছিল উৎসুক জনতা। প্রধানমন্ত্রী এলেন ৭.১০ মিনিটে। শুরু হল রোড শো। শ্যামবাজার পাঁচ মাথার মোড় থেকে শুরু হয়ে স্বামী বিবেকানন্দের বাড়ির সামনে মোদির রোড শো শেষ হয় এদিন। প্রধানমন্ত্রীকে দেখার জন্য ভিড় […]
জুনিয়র ডাক্তারদের রাতে এক ঘণ্টা আলো নেভানোর কর্মসূচি সমর্থন গেরুয়া শিবিরের, প্রচার শুরু করল বঙ্গ বিজেপি
বুধবার রাতে সব বাড়িতে এক ঘণ্টা (রাত ৯টা থেকে ১০টা) আলো বন্ধ রেখে প্রতিবাদের যে ডাক জুনিয়র ডাক্তারেরা দিয়েছেন, তাকে সমর্থন করতে দলীয় প্রতীক ছাড়াই প্রচারে নামল রাজ্য বিজেপি। যা নিয়ে আন্দোলনরত চিকিৎসকদের বক্তব্য, তাঁদের প্রতিবাদের সঙ্গে কেউ যদি একাত্ম বোধ করেন, তা হলে তাঁদের তাতে আপত্তি নেই। বেশ কয়েকদিন আগে থেকেই ৪ সেপ্টেম্বর, বুধবার […]