সাতসকালে ব্রিগেডের মাঠ থেকে উদ্ধার যুবতীর অর্ধনগ্ন আধপোড়া দেহ

সাত সকালে ব্রিগেড ময়দানে যুবতীর অর্ধনগ্ন আধপোড়া দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য৷ পুলিশ সূত্রে খবর, দেহটিতে পচনও ধরেছিল৷ পুলিশের প্রাথমিক অনুমান, অন্যত্র খুন করেই মহিলার দেহ ময়দানে ফেলে যাওয়া হয়েছে৷ ব্রিগেড মাঠের যে অংশে ওই মহিলার দেহ উদ্ধার হয়, সেটি ময়দান থানা এলাকার মধ্যে পড়ে৷ পুলিশ সূত্রে খবর, এ দিন ভোররাত প্রায় তিনটে পর্যন্ত ওই এলাকায় থানার টহলদারি দল নজরদারি চালিয়েছিল৷ কিন্তু সেই সময় ওই জায়গায় কোনও অস্বাভাবিক কিছু পুলিশকর্মীদের নজরে পড়েনি৷ ফলে সম্ভবত এ দিন ভোরের দিকেই কেউ বা কারা এসে ওই দেহ ফেলে গিয়েছে৷ তবে পুলিশের নজরদারি এড়িয়ে কীভাবে কেউ ময়দান এলাকায় কে বা কারা দেহ ফেলে গেল, তা নিয়েই প্রশ্ন উঠছে৷ জানা গিয়েছে, কম্বলে মোড়ানো অবস্থায় দেহটি একটি গাছের নীচে পড়়েছিল৷ মৃত মহিলার বয়স আনুমানিক তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে৷ দেহের উপরের অংশে বেশ কিছু ক্ষত চিহ্ন ছিল বলে পুলিশ সূত্রে খবর৷ সম্ভবত আগুনে ওই ক্ষত তৈরি হয়েছে৷ দেহটিতে পচনও ধরতে শুরু করেছে৷ পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে৷ 

error: Content is protected !!