ভিনেশ ফোগতের কংগ্রেসে যোগদান এবং হরিয়ানা বিধানসভা নির্বাচনে তাঁর টিকিট পাওয়া নিয়ে কটাক্ষ করে অভিযোগ তুললেন ব্রিজভূষণ শরণ সিং। কুস্তি ফেডারেশনের প্রাক্তন সভাপতি ব্রিজভূষণের মন্তব্য, ‘চিটিং করে খেলতে চেয়েছিল। বেশ হয়েছে! ভগবান ওকে শাস্তি দিয়েছে।’ কুস্তি ফেডারেশনের প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধেই যৌন হেনস্থার অভিযোগ তুলে পথে নেমেছিলেন ভিনেশ ফোগত, বজরং পুনিয়া, সাক্ষী মালিকরা। বিনেশের রাজনীতির ময়দানে হাতেখড়ি হওয়ার পরই কুস্তিগিরের উদ্দেশে ব্রিজভূষণের প্রশ্ন, ‘একদিনে দু’টি ওজনের ক্যাটিগরিতে ট্রায়াল দেওয়া যায়? ওজন মাপার পাঁচ ঘণ্টা পর ট্রায়াল হতে পারে? ব্রিজভূষণের মন্তব্য, ‘কুস্তির প্রতিযোগিতায় আপনি জেতেননি। চিটিং করে ওখানে গিয়েছিলেন। ভগবান তাই আপনাকে শাস্তি দিয়েছে।’ কংগ্রেসে যোগদানের কয়েক ঘণ্টার মধ্যেই বিধানসভা ভোটে তাদের প্রার্থী হিসেবে বিনেশ ফোগতের নাম ঘোষণা করা হয়েছে। তিনি লড়বেন হরিয়ানার জুলানা বিধানসভা কেন্দ্র থেকে। সেখানেই শ্বশুরবাড়ি ভিনেশের। বজরং পুনিয়াকে ‘সারা ভারত কিষাণ কংগ্রেস’-এর কার্যকরী সভাপতি পদ দিয়েছে কংগ্রেস।
Related Posts
দিল্লিকে উড়িয়ে আইপিএলে জয়ের হ্যাটট্রিক কলকাতা নাইট রাইডার্সের
কলকাতা নাইট রাইডার্সের ঝড়ে কার্যত উড়ে গেল দিল্লি। জয়ে হ্য়াটট্রিক করে ফেলল কলকাতা নাইট রাইডার্স। মাঠে বসে সেই জয়ের সাক্ষী থাকলেন স্বয়ং শাহরুখ খান। ম্যাচটা ছিল বিশাখাপত্তনমে। প্রথমে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ২৭২ রান করে নাইট রাইডার্স ৷ টস জিতে ভাইজাগে এদিন প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন নাইট অধিনায়ক শ্রেয়স আইয়ার ৷ রান করা ভুলতে […]
সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে চতুর্থবার আইপিএল ফাইনালে কলকাতা নাইট রাইডার্স
সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে আইপিএল ফাইনালে কলকাতা নাইট রাইডার্স। এদিন ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন প্যাট কামিন্স। সেই সিদ্ধান্ত বুমেরাং হয়ে যায় সানরাইজার্সের। বড় ম্যাচে জ্বলে ওঠেন মিচেল স্টার্ক। আগুনে স্পেল করেন তিনি। পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই ট্রেভিড হেড, অভিষেক শর্মা, শাহবাজ আহমেদদের উইকেট নিয়ে হায়দরাবাদের কোমড় ভেঙে দেন অজি স্পিড স্টার। […]
পদকজয়ী মনুকে ফোন করে শুভেচ্ছা প্রধানমন্ত্রী মোদির
অলিম্পিকের গত সংস্করণ টোকিওতে হতাশা সঙ্গী হয়েছিল। পরিশ্রমের ফসল পেয়েছেন প্যারিস। গর্বিত দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা বার্তাতেই থেমে থাকেননি। সরাসরি ফোন করে কথা বলেছেন প্যারিসে ব্রোঞ্জ পদকজয়ী মনু ভাকেরের সঙ্গে। কী কথা হল তাঁদের? নমস্কার আমি প্রধানমন্ত্রী কার্যালয় থেকে বলছি। শোনার পরই, মনু ভাকেরের অভিব্যক্তি বদলে গেল গর্বে, উচ্ছ্বাসে। দেশের প্রধানমন্ত্রীর ফোন! […]