ফের বিতর্কে বিজেপি সাংসদ বৃজভূষণ সরণ সিং। তবে এবার সরাসরি তিনি নন, এবার তাঁর ছেলের বিরুদ্ধে উঠেছে অভিযোগ। রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রাক্তন প্রধান বৃজভূষণ সরণ সিংয়ের ছেলে এবং চলতি লোকসভা নির্বাচনের বিজেপি প্রার্থী করণভূষণ সিংয়ের কনভয়ের গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে দুই বাইক আরোহীর। সেইসঙ্গে গুরুতর আহত হয়েছেন এক মহিলা। দুর্ঘটনার পরই প্রতিবাদে সরব হন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, ঘটনাটি যখন ঘটে তখন সেখানে উপস্থিত ছিলেন করণভূষণ সিং। যদিও সেই বিষযে সরকারিভাবে কিছু জানানো হয়নি। করণ চলতি নির্বাচনে উত্তরপ্রদেশের কাইসারগঞ্জ লোকসভা কেন্দ্রের প্রার্থী। এবার নির্বাচনে বৃজভূষণ সিংয়ের পরিবর্তে তাঁর ছেলে করণকে টিকিট দিয়েছে বিজেপি। সূত্রের খবর, উত্তরপ্রদেশের গোন্দায় ঘটে দুর্ঘটনাটি। কাইসারগঞ্জের বিজেপি প্রার্থী প্রচারে বেরিয়েচিলেন। গোন্দার বৈকুন্ঠ ডিগ্রি কলেজের সামনে তাঁর কনভয়ের একটি গাড়ি এসে ধাক্কা মারে একটি বাইকে। ধাক্কার চোটে দুই বাইক আরোহীই ছিটকে গিয়ে পড়েন রাস্তায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের। গাড়ির ধাক্কায় আহত হন আরও বেশ কয়েকজন পথচারী। যে ফরচুনার গাড়িটি ধাক্কা মেরেছে, সেই গাড়িটিও ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে। ফরচুনা গাড়িটির সামনের অংশ পুরো ভেঙেচুরে গিয়েছে। তবে দুর্ঘটনার সময় করণভূষণ সিং গাড়িটিতে ছিলেন কি না তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই হেফাজতে নেওয়া হয়েছে ঘাতক গাড়ির চালককে। তবে পুলিশের প্রাথমিক রিপোর্টে বিজেপি প্রার্থীর নাম উল্লেখ নেই বলেই জানা গিয়েছে।
Related Posts
পঞ্জাবে ইডির অভিযানে উদ্ধার সাড়ে ৩.৫ কোটি টাকা
২০২৪ সালের লোকসভা নির্বাচনের শেষ পর্বের ভোটের আগে বুধবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট একটি বড় পদক্ষেপ করেছে। অবৈধ খনির মামলায়, ইডি পঞ্জাবের রোপার (রূপনগর) জেলার ১৩টি স্থানে অভিযান চালিয়েছে, যেখান থেকে তারা নগদ ৩.৫ কোটি টাকা উদ্ধার করেছে। ইডির অভিযান এখনও চলছে এবং ইডি আরও নগদ পাওয়ার সম্ভাবনা রয়েছে।তথ্য অনুসারে, রোপারের আশেপাশের এলাকায় এবং ইডি কর্তৃক বাজেয়াপ্ত […]
ওড়িশায় ২৪ বছরের পট্টনায়ক শাসনের অবসান
লোকসভা নির্বাচনের পাশাপাশি ওড়িশা ও অন্ধ্রপ্রদেশে বিধানসভা নির্বাচনের গণনা চলছে। 24 বছর ধরে ওড়িশায় ক্ষমতায় থাকা নবীন পট্টনায়েক ক্ষমতা হারিয়েছেন। বিজেপি 147টি আসনের মধ্যে 78টি আসন পেয়েছে এবং বিজেডি 51টি আসন পেয়েছে। একই সঙ্গে অন্ধ্রপ্রদেশে ক্ষমতায় ফিরে এসেছে এনডিএ (বিজেপি, টিডিপি ও জনসেনা পার্টি)। টিডিপি 175টি আসনের মধ্যে 134টি আসন জিতেছে। বর্তমান মুখ্যমন্ত্রী জগন মোহন […]