সন্দেশখালির ঘটনায় এবার সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন্দ্রীয় সংস্থাকে বুধবার থেকেই তদন্ত শুরু করতে বলা হয়েছে। আদালত জানাল, নতুন ইমেল আইডি চালু করে সন্দেশখালির ঘটনা সংক্রান্ত অভিযোগ জমা নিতে হবে সিবিআইকে। সন্দেশখালি নিয়ে মোট ৫ টি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল কলকাতা হাই কোর্টে। এই মামলাগুলি শুনছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। এরপরই সিবিআই তদন্তের নির্দেশ দিল আদালত। আগামী ২ মে হাই কোর্টে এই মামলার পরবর্তী শুনানি হবে। আদালত জানিয়েছে, স্থানীয়দের জমি কেড়ে নেওয়ার অভিযোগের যথাযথ অনুসন্ধান এবং তদন্ত করে পরবর্তী শুনানির দিন সিবিআইকে রিপোর্ট জমা দিতে হবে। প্রয়োজনে যে কোনও ব্যক্তি, সংস্থা, সরকারি কর্তৃপক্ষ, পুলিশ কর্তৃপক্ষ, এনজিও সহ এবিষয়ে আগ্রহী যে কোনও ব্যক্তির কাছ থেকে তথ্য এবং মতামত নিতে পারবে সিবিআই। সন্দেশখালিক স্পর্শকাতর এলাকায় সিসি ক্যামেরা বসাতে বলেছে আদালত। রাস্তায় বসাতে হবে এলইডি আলো। আদালতের নির্দেশ আগামী ১৫ দিনের মধ্যে রাজ্যকে এই সংক্রান্ত প্রয়োজনীয় অনুমোদন এবং খরচ দিতে হবে। এছাড়া আইন অনুযায়ী নির্যাতিত, ক্ষতিগ্রস্ত এবং সাক্ষীদের নিরাপত্তা দেওয়ার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপের জন্য পুলিশকে নির্দেশ দিতে পারবে সিবিআই।
Related Posts
‘কলকাতার পুলিশ কমিশনারের মেডেল ফেরত নিয়ে নিন’, রাষ্ট্রপতি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আর্জি শুভেন্দুর
একই সঙ্গে রাষ্ট্রপতি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীকে চিঠি লিখলেন শুভেন্দু অধিকারী। আরজি কর ইস্যুকে হাতিয়ার করে পুলিশ কমিশনারের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ সামনে এনেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে তথ্যপ্রমাণ লোপাট-সহ একাধিক অভিযোগেও ইতিমধ্যে সরব হন শুভেন্দু অধিকারী। আরজি করের আন্দোলনকারীদের পাশাপাশি বিনীত গোয়েলের অপসারণের দাবিও করে আসছেন […]
নবান্ন অভিযানে অনুমতি কলকাতা হাইকোর্টের, রাজ্যের আবেদন খারিজ ডিভিশন বেঞ্চে
আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছে। এই ঘটনার এখন তদন্ত করছে সিবিআই। এই অভিযোগে সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেফতার করে কলকাতা পুলিশ। এরপর নাগরিক সমাজের পথে নামা এবং আরজি কর হাসপাতাল ভাঙচুর করার ঘটনা সকলেই দেখেছেন। এই আবহে এবার মঙ্গলবার শান্তিপূর্ণ নবান্ন অভিযানের ডাক দিয়েছে ছাত্র সমাজ। সেটা নিয়ে রাজ্য সরকারের […]
১০ দিনের মধ্যে সব্জির দাম কমাতে হবে, নির্দেশ দিলেন ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী, বাজারে নজরদারি চালাবে পুলিশ-প্রশাসন
মঙ্গলবারের বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, ১০ দিনের মধ্যে সব্জির দামে নিয়ন্ত্রণ চান তিনি। বৃহস্পতিবার থেকেই পুলিশ-প্রশাসনকে বাজারে গিয়ে নজরদারির নির্দেশ দিয়েছেন তিনি। টাস্ক ফোর্সকে প্রতি সপ্তাহে বৈঠকে বসারও নির্দেশ দিয়েছেন। বড়বাজারে চাল-ডালের পাইকারি এবং খুচরো দাম নিয়ন্ত্রণে রয়েছে কি না, মঙ্গলবারের বৈঠকে তা-ও জানতে চান মমতা। কৃষিপণ্যের দামবৃদ্ধি নিয়ে কেন্দ্রকে তোপ মুখ্যমন্ত্রীর। তাঁর অভিযোগ, তিন মাস […]