শনিবার একদিকে যেমন সামনে এসেছে ব্রিটিশ ফিল্ম অ্যান্ড টেলিভিশন অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ডের তারিখ তেমনই প্রকাশ্যে এসেছে কান ফিল্ম ফেস্টিভ্যালের অফিসিয়াল পোস্টার ৷ জানা গিয়েছে, ২০২৫ সালের ১৫ ফেব্রুয়ারি, রবিবার প্রেস্টিজিয়াস বাফটা অ্যাওয়ার্ড শো অনুষ্ঠিত হবে ৷ অন্যদিকে, ১৪ মে থেকে শুরু হতে চলেছে কান ফিল্ম ফেস্টিভ্যাল ৷ চলবে ২৫ মে পর্যন্ত ৷ সেই অনুষ্ঠানের অফিসিয়াল পোস্টার এদিন প্রকাশিত হয়েছে ৷ বাফটা অ্যাওয়ার্ড সেরেমনি মূলত অনুষ্ঠিত হবে অ্যাকাডেমি অ্যাওয়ার্ড সেরেমনি শুরু হওয়ার দু’সপ্তাহ আগে ৷ আগামী বছর অস্কার প্রদানের অনুষ্ঠান আয়োজিত হবে ২ মার্চ ৷ তার আগেই আয়োজন করা হয়েছে বাফটা অ্যাওয়ার্ড সেরেমনির ৷ অন্যদিকে, আগামী বছরের ১৩ ফেব্রুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি চলবে বার্লিন ফিল্ম ফেস্টিভ্যাল ৷ তার মাঝেই নির্ধারন করা হয়েছে বাফটা অ্যাওয়ার্ড শোয়ের তারিখ ৷ তবে ২০২৫ সালের এই অ্যাওয়ার্ড শো কোথায় অনুষ্ঠিত হবে, তা এখনও পর্যন্ত জানানো হয়নি ৷ চলতি বছর এই শোয়ের আয়োজন করা হয়েছিল লন্ডনের রয়্যাল ফেস্টিভ্যাল হলে ৷ প্রি-অস্কার ডেট হিসাবে বাফটা বিনোদন জগতের তারকাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ ৷ ব্রিটিশ ফিল্ম অ্যান্ড টেলিভিশন অ্যাসোসিয়েশনের প্রায় ৭৮০০ সদস্য দীর্ঘ তালিকা থেকে চলচ্চিত্র নির্বাচন করেন ৷ তারপর মনোনয়নের চূড়ান্ত তালিকা ঘোষণা করেন ৷ সেখান থেকে বেছে নেওয়া হয় বিজয়ীদের। হলিউডের সংবাদ সূত্রে খবর, আগামী সপ্তাহে ৭৮তম বাফটা পুরস্কারে সম্পূর্ণ সময়সূচী প্রকাশ করা হবে । অন্যদিকে, ৭৭তম কান চলচ্চিত্র উৎসবের অফিসিয়াল পোস্টার প্রকাশিত হয়েছে। পোস্টারটিতে ১৯৯১ সালের কান প্রতিযোগিতার বাইরের ছবি ‘র্যাপসোডি’র মুহূর্ত চিত্রিত করা হয়েছে ৷ জাপানের পরিচালক প্রয়াত আকিরা কুরোসাওয়া এই মাস্টারপিস ছবিটি তৈরি করেছিলেন ৷ এই বছরের কান ফিল্ম ফেস্টিভ্যালের থিম জাপান ৷ ফলে পোস্টারে অভিনব এই প্রয়াস নজর কেড়েছে সকলের ৷ কান-এর তরফে ঘোষণা করা হয়েছে যে, জাপানি অ্যানিমেশন স্টুডিও স্টুডিও ঘিবলি (দ্য বয় অ্যান্ড দ্য হেরন, স্পিরিটেড অ্যাওয়ে)-কে সম্মানসূচক পালমে ডি’অর প্রদান করা হবে। এই প্রথম কান ফিল্ম ফেস্টিভ্যালে আলাদা কোনও শিল্পীর পরিবর্তে একটি সংস্থাকে সর্বশ্রেষ্ঠ সম্মান প্রদান করার কথা ঘোষণা করা হয়েছে ৷
Related Posts
২৩ জুন শত্রঘ্নকন্যা সোনাক্ষী সিনহার বিয়ে
আগামী ২৩ জুন মুম্বইয়ে বসবে সোনাক্ষী সিনহার বিয়ের আসর। দীর্ঘদিনের বন্ধু ও প্রেমিক জাহির ইকবালকে বিয়ে করছেন সোনাক্ষী। ম্যাগাজিনের কভারের মতো তৈরি করা হয়েছে বিয়ের কার্ড। কার্ডের উপরে লেখা ‘গসিপই হল সত্যি’। কিছুদিন আগেই প্রেমের কথা প্রকাশ্যে আনেন সোনাক্ষী। জানা যাচ্ছে, গত একবছর ধরেই লিভইনে আছেন তাঁরা। তবে এখন জানা যাচ্ছে পরিবার ও কাছের বন্ধুদের নিয়েই বিয়ে […]
পুত্র সন্তানে বাবা-মা হলেন ইয়ামি-আদিত্য
পুত্র সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী ইয়ামি গৌতম। বাবা-মা হওয়ার এই সুখবর সকলের সঙ্গে ভাগ করে নিলেন অভিনেত্রী ও তার স্বামী চলচ্চিত্র নির্মাতা আদিত্য ধর। ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে ভক্তদের এই সুখবরের তথ্য জানিয়েছেন অভিনেত্রী। একই সাথে, তিনি তার ছেলের নামও ভক্তদের সাথে শেয়ার করেছেন যা বেদাভিদ। ইনস্টাগ্রামে শেয়ার করা পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, “আমরা সূর্য হাসপাতালের […]
কান ফিল্ম ফেস্টিভালে রেড কার্পেটে অঙ্গদানের প্রচারে সোনম
ফ্রান্সে কান ফিল্ম ফেস্টিভালে নজর কাড়লেন অভিনেত্রী সোনম ছাবরা। এই ফিল্ম ফেস্টে তিনি ছিলেন অঙ্গদানের প্রচারে। মাস পাঁচেক আগেই তাঁর অসুস্থ মা-কে লিভার দান করেন অভিনেত্রী। গত ডিসেম্বরেই সেই অস্ত্রোপচার হয়। এরপরেই কানের মঞ্চে অঙ্গদানের প্রচারে হাজির হন সোনম। মেড ইন হেভেন ওয়েব সিরিজের দ্বিতীয় সিজনে দেখা যায় তাঁকে। সোমবার কানের রেড কার্পেটে হাঁটেন তিনি। […]