দিল্লির কেশবপুরম এলাকা থেকে শিশু পাচারের বড় চক্রের পর্দাফাঁস করল সিবিআই। শুক্রবার থেকেই রাজধানী জুড়ে তল্লাশি অভিযান শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআই সূত্রে খবর, মোট আট জন শিশুকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে রয়েছে দু’টি সদ্যোজাতও। এই দুই সদ্যোজাতকে কেশবপুরম এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। এই শিশুগুলিকে পাচারের জন্য জড়ো করা হয়েছিল বলে প্রাথমিক ভাবে মনে করছেন তদন্তকারীরা। সূত্রে খবর পাওয়ার পরই শুক্রবার সন্ধ্যা ৬টায় কেশবপুরমে তল্লাশি অভিযানে যায় সিবিআইয়ের একটি দল। শনিবারেও এই তল্লাশি অভিযান জারি রয়েছে। গ্রেফতার করা হয়েছে ১০ জনকে। তদন্তকারীরা জানাচ্ছেন, যাঁদের গ্রেফতার করা হয়েছে, তাঁদের মধ্যে এক হাসপাতালের ওয়ার্ড বয়, কয়েক জন মহিলা এবং পুরুষ রয়েছেন। তদন্তকারীরা মনে করছেন, এই শিশুগুলিকে বিক্রির জন্য নিয়ে আসা হয়েছিল। শুধু তাই-ই নয়, এই চক্রের সঙ্গে কোনও হাসপাতাল জড়িত কি না বা হাসপাতাল থেকে এই শিশুদের চুরি করা হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
Related Posts
বিজেপি শাসিত মধ্যপ্রদেশ থেকে নগদ-গয়না- মাদক মিলিয়ে উদ্ধার প্রায় ৬৩ কোটি, গ্রেফতার ১
লোকসভা ভোটের আবহে বিজেপি শাসিত রাজ্য মধ্যপ্রদেশ থেকে উদ্ধার করা হল গয়না, মাদক, নগদ মিলিয়ে কয়েক কোটি টাকা। আদর্শ আচরণ বিধি চালু হওয়ার পর বিভিন্ন রাজ্যে নজরদারি বাড়ানো হয়েছে। সেই নজরদারির সময় তল্লাশি চালিয়ে মধ্যপ্রদেশ থেকে উদ্ধার হয়েছে সব মিলিয়ে প্রায় ৬৩ কোটি টাকা। সব কিছুই বাজেয়াপ্ত করেছে পুলিশ বলে জানা গেছে।সূত্রের খবর, এই ঘটনায় […]
কেরলের ওয়েনাড়ে ভূমিধসে মৃত বেড়ে ৩৪৪, নিখোঁজ এখনও ৩০০
ওয়েনাড় জেলার পাহাড়ি এলাকায় ভয়াবহ ভূমি ধসে প্রাণহানি ক্রমশ বেড়েই চলেছে। কাদা ও বালির স্তূপ থেকে একের পর এক দেহ উদ্ধার হচ্ছে ৷ এই প্রাকৃতিক দুর্যোগে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪৪ ৷ এখনও ৩০০-র বেশি নিখোঁজ বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার ওয়েনাড়ের ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন ওয়েনাড়ের প্রাক্তন সাংসদ রাহুল গান্ধি ও কংগ্রেসের সাধারণ […]
হিমাচলপ্রদেশ কোনও অতিরিক্ত জল দেয়নি, আদালতকে জানাল হরিয়ানা সরকার
দিল্লিতে জলের হাহাকার। এক বিন্দু অতিরিক্ত জল খরচ করতে নারাজ কেউই। এরই মধ্যে সুপ্রিম কোর্টকে হরিয়ানা সরকার জানিয়ে দিল হিমাচল প্রদেশ থেকে কোনও অতিরিক্ত জল তাঁরা পাননি। ফলে দিল্লিকে অতিরিক্ত জল দিতে পারছে না হরিয়ানা সরকার। শীর্ষ আদালত আগেই জানিয়ে দিয়েছিল হিমাচল প্রদেশ যেন ১৩৭ কেউসেক জল হরিয়ানাকে দেয় যাতে সেই জল হরিয়ানা সরকার দিল্লিকে […]