আবগারী দুর্নীতি মামলায় ৩ দিনের সিবিআই হেফাজত দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের

আবগারী দুর্নীতি মামলায় তিন দিনের সিবিআই হেফাজতে অরবিন্দ কেজরিওয়াল। এই মামলায় তিনি সিবিআইয়ের হাতে গ্রেফতার হতেই তাঁকে সিবিআইয়ের ৩ দিনের হেফাজতে পাঠানো হয়। এদিকে, সিবিআই ইস্যুতে অরবিন্দ কেজরিওয়াল মুখ খোলেন। অরবিন্দ কেজরিওয়াল বলেন, তিনি মণীশ সিসোদিয়াকে কোনও দিনওই দোষারোপ করেননি, সিবিআই যা বলছে, তা শিরোনামে থাকতে বলছে। বিচারপতি রাওয়াত তদন্তে হস্তক্ষেপ করতে অস্বীকার করার পরে সিবিআই আজ আনুষ্ঠানিকভাবে কেজরিওয়ালকে গ্রেফতার করে। গ্রেফতারির পর কেজরিওয়ালের ৫ দিনের হেফাজত দাবি করে সিবিআই। তবে কেজরিওয়ালকে ৩ দিনের সিবিআই হেফাজতে রাখার নির্দেশ দেয় কোর্ট। এদিন কোর্টের সওয়াল জবাব পর্বে কেজরিওয়াল নিজের সপক্ষে নিজেই সওয়াল করেন। সেই সময় কেজরিওয়াল বলেন, ‘আমি কখনও সাক্ষ্য দিইনি যে মণীশ সিসোদিয়া দোষী। মণীশ সিসোদিয়া নির্দোষ, আপ নির্দোষ, আমি নির্দোষ। ওদের উদ্দেশ্য মিডিয়ার মাধ্যমে আমাদের অপমান করা। সিবিআই তার ‘সোর্স’ সক্রিয় করেছে। তাদের সব দাবি মিথ্যা।’ সওয়াল জবাব পর্বে কেজরিওয়াল বলেন, ‘তাদের ধারণা প্রথম পাতার শিরোনাম হওয়া উচিত তা নিশ্চিত করা যে, কেজরিওয়াল সমস্ত দোষ মনীশ সিসোদিয়ার উপর চাপিয়েছেন। এঁদের আইডিয়া এটাই যে, কালকের ফ্রন্ট পেজে এটাই যেন মেইন হেডলাইন হয় যে কেজরিওয়াল সারা দোষ মণীশ সিসোদিয়ার ওপর চাপিয়ে দিয়েছে। এটাই কাল সব নিউজপেপারে টপ হেডলাইন হবে। ‘   

error: Content is protected !!