সন্দীপ ঘোষের বিরুদ্ধে ওঠা আর্থিক দুর্নীতির তদন্তভারও গতকাল সিবিআই-কে দিয়েছিল কলকাতা হাইকোর্ট৷ হাইকোর্টের নির্দেশ মেনে আজ সকালে রাজ্য সরকারের গঠিত সিটের পক্ষ থেকে সমস্ত নথি তুলে দেওয়া হল সিবিআইকে৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দুর্নীতি দমন শাখার হাতে নথি দেওয়া হয়েছে বলে সূত্রের দাবি৷ গতকালই হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, আরজি করের আর্থিক অনিয়মে সন্দীপ ঘোষের বিরুদ্ধে রাজ্য স্বরাষ্ট্র দফতরের গড়ে দেওয়া সিটের তদন্ত ভার সিবিআইকে তুলে দেওয়ার। সমস্ত নথি আজ সকাল ১০ টার মধ্যে সিবিআই-কে দিতে সময়সীমাও বেঁধে দিয়েছিল হাইকোর্ট। সূত্রের দাবি, সেই নির্দেশ মতোই নথি তুলে দেওয়া হয়েছে সিবিআইকে৷ নথি হাতে পেয়েই বৈঠকে বসেন সিবিআই কর্তারা। নথি খতিয়ে দেখেন লিগ্যাল সেলের অফিসাররা। কলকাতায় সিবিআই-এর দুর্নীতি দমন শাখার অফিসারের পাশাপাশি দিল্লির সদরর দফতর থেকে ভার্চুয়াল কয়েকজন অফিসারও সেই বৈঠকে ছিলেন৷ এর পর সন্দীপ ঘোষের বিরুদ্ধে এফআইআর দায়ের করে আরজি করের প্রাক্তন অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্ত শুরু করে সিবিআই৷
Related Posts
শহিদ দিবসের আগে বার্তা তৃণমূল সুপ্রিমোর
হাতে আর মাত্র একদিন। তারপরেই ২১ জুলাই। তবে এবারের একুশে জুলাই যে অন্যান্যবারের থেকে পৃথকমাত্রা যোগ করবে সেটা আগেই বোঝা গিয়েছিল। কারণ লোকসভা নির্বাচনে ব্যাপক সাফল্য এবং উপনির্বাচনে ২-০, ৪-০ ফলাফলে বিজেপিকে বাংলার মাটিতে পর্যদুস্ত করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। তাই একুশে জুলাইয়ের মঞ্চে বড় চমক থাকবে সেটা অনুমান করা হচ্ছিল। এবার সেটা বাস্তবায়িত হতে চলেছে। […]
ভোট দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
ভোট দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিকাল ৪টে ৩০ নাগাদ ভবানীপুর মিত্র ইনস্টিটিউশনে ভোট দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট দেওয়ার আগেই সাধারণ মানুষেরা ভিড় করতে শুরু করেন। তাঁদেরকে শুভেচ্ছা জানান মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কলকাতা দক্ষিণের ভোটার। সঙ্গে ছিলেন তৃণমূল কাউন্সিলর কাজরী বন্দ্যোপাধ্যায়। ভোট দিয়ে বেরিয়ে V অর্থাৎ জয়ের চিহ্ন দেখালেন। আজ শনিবার সপ্তম তথা শেষ দফার নির্বাচন। […]
‘মে আই হেল্প ইউ’ বুথ খুলছে রাজ্য সরকার, রোগী পরিষেবায় অভিনব উদ্যোগ
জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জেরে রাজ্য জুড়ে সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ। পরিবার-পরিজন হয়রানির শিকার হচ্ছেন। এই পরিস্থিতিতে যাতে রোগী পরিষেবায় অসুবিধা না হয়, তা নিশ্চিত করতে বিশেষ ‘বুথ’ খোলার উদ্যোগ নিল রাজ্য সরকার। সেইমতো কলকাতার সাতটি জায়গায় ‘মে আই হেল্প ইউ’ বুথ খোলার পরিকল্পনা করা হয়েছে। এ বিষয়ে উদ্যোগী হয়েছে স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দফতর। জুনিয়র […]