সন্দেশখালিতে ইডির উপর হামলার ঘটনায় আরও ১৬ জনকে তলব করল সিবিআই। ৫ জানুয়ারি সন্দেশখালিতে কী ঘটেছিল? শাহজাহানকে পালাতে সাহায্য করেছিলেন কারা? সে বিষয়ে তথ্য পেতেই এই তলব বলে সিবিআই সূত্রে খবর। প্রসঙ্গত, রেশন দুর্নীতি মামলার তদন্তে চলতি বছরের ৫ জানুয়ারি সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে যান ইডি আধিকারিকরা। কিন্তু বাড়িতে ঢোকা তো দূর, বিক্ষোভের মুখে পড়েন ইডি আধিকারিকরা। এই ঘটনার পর রাজ্য রাজনীতির শিরোনামে চলে আসে সন্দেশখালি। ক্ষোভে ফেটে পড়েন সন্দেশখালির মহিলাদের একাংশ। তারপর জল গড়ায় অনেকদূর। ঘটনার প্রায় দুই মাসের মাথায় গ্রেপ্তার হন শাহজাহান। বর্তমানে জেল হেফাজতে রয়েছে সে। সন্দেশখালি কাণ্ডের তদন্ত চালাচ্ছে সিবিআই। একাধিক ব্যক্তিকে তলব করা হয়েছে। এবার আরও ১৬ জনকে তলব করা হল।
Related Posts
নারী-অপরাধের তদন্তে ১৮ দফা কড়া নির্দেশিকা জারি করল রাজ্য পুলিশ
আর জি কর হাসপাতাল কাণ্ডে সুপ্রিমকোর্টে প্রশ্ন মুখে পুলিশের ভূমিকা। তদন্ত পদ্ধতি নিয়ে বার বার ভর্ৎসিত হতে হয়েছে তাদের। এমন পরিস্থিতিতে ১৮ দফা কড়া নির্দেশিকা জারি করল রাজ্য পুলিশ। মহিলা শিশু ও মহিলা সংক্রান্ত কোনও অপরাধ ঘটলে কী কী করতে হবে, তা বিস্তারিত বলা হয়েছে এই নির্দেশিকায়। আর জি কর কাণ্ডের পরই নড়েচড়ে বসেছে রাজ্য […]
মাইথন-পাঞ্চেত থেকে বিপুল পরিমাণে জল ছাড়ল ডিভিসি, রাজ্য বন্যা পরিস্থিতি অবনতি!
একটানা ভারী বৃষ্টির জেরে পূর্ণ হয়ে রয়েছে মাইথন, পাঞ্চেত-সহ একাধিক জলাধার। তাই শুক্র এবং শনিবারের পরে রবিবারও মাইথন এবং পাঞ্চেত থেকে বিপুল পরিমাণে জল ছাড়ার কথা জানাল ডিভিসি। ডিভিসি সূত্রে খবর রবিবার বিপুল পরিমাণে জল ছাড়া হয়েছে পাঞ্চেত জলাধার থেকে। অল্প পরিমাণে জল ছাড়া হয়েছে মাইথন থেকেও। এর মধ্যে পাঞ্চেত থেকে ছাড়া হয়েছে ১,১৪,০০ কিউসেক […]
ভোটের আগের রাতে বসিরহাটে উদ্ধার ২২ লক্ষ টাকার জালনোট, ধৃত ৮
বসিরহাট কেন্দ্রে চলছে ভোটগ্রহণ। তার আগের দিন অর্থাৎ শুক্রবার সেখানে লক্ষ লক্ষ টাকার জালনোট উদ্ধার হল। গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার গভীর রাতে বসিরহাটের বর্ণালিপাড়া এলাকায় একটি বহুতল আবাসনে অভিযান চালায় পুলিশ। উদ্ধার হয় ২২ লক্ষ টাকারও বেশি জাল টাকা। সঙ্গে উদ্ধার হয় নকল সোনার বাট, কালার প্রিন্টার, টাকা ছাপানোর কাগজ। আট জনকে গ্রেপ্তার করেছে […]