সিসিটিভি ফুটেজ প্রকাশের নামে কার্যত প্রহসন করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। অভিযোগ উঠেছিল, রাজভবনের কনফারেন্স রুমে শ্লীলতাহানি করা হয়েছে ভবনের অস্থায়ী মহিলা কর্মীর। সেই অভিযোগ খতিয়ে দেখতে ফুটেজ চেয়েছিল কলকাতা পুলিশের বিশেষ তদন্তকারী দল। কিন্তু পুলিশের সেই আবেদন নাকচ করে দিয়ে একেবারে জনসমক্ষে সেই সিসিটিভি প্রকাশ করলেন রাজ্যপাল। কিন্তু অন্দরমহল নয়, রাজভবনের মেন গেটের সিসিটিভি ক্যামেরার ফুটেজ প্রকাশ্যে আনল রাজভবন কর্তৃপক্ষ। যে ফুটেজে রাজ্যপালের টিকিটিও দেখা যাচ্ছে না। কিন্তু এই ফুটেজ প্রকাশ্যে আসার পরই ক্ষোভ উগরে দিয়েছেন অভিযোগকারিণী নির্যাতিতা। তিনি বলেন, নিজের দোষ ঢাকতে উনি আমার এবং আমার পরিবারের অসম্মান করলেন। আর কত নিচে নামবেন রাজ্যপাল? উনি নিজেও জানেন, উনি আমার সঙ্গে কী অন্যায় করেছেন। সেজন্যই রাজভবনের কর্মীদের ভয় দেখিয়ে চুপ করিয়ে রেখেছেন। এমনকী আমাকেও ভয় দেখানোর জন্য লোক পাঠিয়েছিলেন উনি। এদিন দুপুর নাগাদ রাজভবনের তরফে ওই ঘটনার ১ মিনিট ৯ সেকেন্ডের ভিডিও প্রকাশ করা হয়েছে। তাঁর কথামতো ‘সাচ কা সামনা’য় আবেদনের ভিত্তিতেই ওই ফুটেজ বাইরে দেখানো হয়েছে। সেই ভিডিওয় রাজভবনের অন্দর নয়, তিন ধাপে নর্থ গেটের সামনের সিসিটিভি ফুটেজ প্রকাশ করা হয়েছে। তাতে কোথাও দেখা যায়নি রাজ্যপাল সিভি আনন্দ বোসকে । এর পরই ভিডিওটি নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন অভিযোগকারী মহিলা কর্মী। রাজভবন থেকে প্রকাশিত সিসিটিভি ফুটেজ দেখে ক্ষুব্ধ অভিযোগকারী মহিলা কর্মী। তাঁর অনুমতি না দিয়ে মুখ দেখানোয় রীতিমতো হতাশ। কুরুচিকর কাজ করে নিজের দোষ ঢাকতে নাটক মঞ্চস্থ করছেন রাজ্যপাল, এমনই বলছেন ক্ষুব্ধ অভিযোগকারিণী। তাঁর দাবি, সিসিটিভির প্রযুক্তির দিকটি তিনি জানেন না। কিন্তু মুখ কেন দেখানো হল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন। এখন যা পরিস্থিতি, আমার আত্মহত্যা করা ছা়ড়া আর কোনও উপায় নেই দেখতে পাচ্ছি’, বললেন অভিযোগকারিণী। অভিযোগকারিণী বলেন, ‘ভিডিয়োতে যেটা দেখলাম, সেই খুবই অস্পষ্ট। নিচের তলায় সিনিয়র স্পেশাল সেক্রেটারির ঘরের বাইরের ওই ফুটেজটা বোধহয় আপনাদের দেখানো হয়নি। যদি ওটা দেখতে তাহলে বুঝতে পারতেন, ওখানেও কিন্তু দেখা যাচ্ছে আমি কাঁদতে কাঁদতে ওনার ঘরে ঢুকেছি এবং কথা বলে বেরিয়ে এসেছি’।
Related Posts
কালীঘাটে জুনিয়র ডাক্তারদের ডাকলেন মুখ্যমন্ত্রী, বাড়িতে দু-ঘণ্টা অপেক্ষায় মমতা বন্দ্যোপাধ্যায়
সবাইকে অবাক করে দিয়ে আজ, শনিবার বেলা দেড়টা নাগাদ হঠাৎই সল্টলেকের স্বাস্থ্যভবনের কাছে জুনিয়র ডাক্তারদের আন্দোলনস্থলে পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সন্ধেবেলা ফের ট্যুইস্ট। আবার মমতা বন্দ্যোপাধ্যায় জুনিয়র ডাক্তারদের সঙ্গে যোগাযোগ করলেন। তিনি কালীঘাটে ওই বৈঠকটি ডাকেন। সন্ধে ছ’টায়। এবং জুনিয়র ডাক্তারদের তরফে জানানো হয়েছে, তাঁরা মমতার সঙ্গে বৈঠকে বসবেন, তাঁরা যাবেন কালীঘাটে। […]
‘তুই জয়ন্ত সিংকে না ছাড়ালে গুলি করব’, মাঝরাতে হুমকি ফোন পেলেন দমদমের সাংসদ সৌগত রায়
ক্লাবঘরের মধ্যে হাত–পা ধরে চ্যাংদোলা করে ঝুলিয়ে মার। এমন একটি ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। কামারহাটির সেই ঘটনায় বুধবারই জেলবন্দি জয়ন্ত সিংকে আবার হেফাজতে নিয়েছে পুলিশ। তারপরই মাঝরাতে হুমকি ফোন পেলেন বলে দাবি করেছেন দমদমের বর্ষীয়ান তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায়। আড়িয়াদহের মা–ছেলের উপর নির্মম অত্যাচারের ঘটনায় গ্রেফতার হয়েছে এলাকার ত্রাস জয়ন্ত সিং। তবে তাকে […]
ভোট পরবর্তী হিংসা রুখতে ফলপ্রকাশের পরেও রাজ্যে কেন্দ্রীয় বাহিনী থাকছে আরও ১৫ দিন, জানিয়ে দিল নির্বাচন কমিশন
রাজ্যে কেন্দ্রীয় বাহিনী রাখার সময়সীমা আরও বৃদ্ধি করল নির্বাচন কমিশন। মঙ্গলবার ফলপ্রকাশের রাজ্যে আরও ১৫ দিন বাহিনী রাখার সিদ্ধান্ত নিয়েছে তারা। এর আগে কমিশন জানিয়েছিল, আগামী ৬ জুন পর্যন্ত রাজ্যে ৪০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাখা হবে। ভোট পরবর্তী হিংসা রুখতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই বাহিনী রাখার সিদ্ধান্ত নিয়েছিল কমিশন। রবিবার ওই সিদ্ধান্ত পুনর্বিবেচনা […]