দেশজুড়ে একটি কেন্দ্রশাসিত অঞ্চল সহ ৭ টি রাজ্যে চলছে ভোটগ্রহণ ৷ আজ, সোমবার নির্বাচনের ৪৯ টি আসনে চলছে ভোট ৷ সকাল ৭ টা থেকে শুরু হয়েছে ভোটভুটি ৷ দেশের বিভিন্ন এলাকায় ইতিমধ্যেই ভোট দিতে শুরু করেছেন ভোটাররা ৷ সকাল ১১টা পর্যন্ত দেশের ৪৯ আসনে ভোট পড়ল ২৩.৬৬ শতাংশ। গণতন্ত্রের এই মহোৎসবে আর পাঁচটা সাধারণ মানুষের সঙ্গে ভোটের লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন বলিউডের একঝাঁক তারকা ৷ সোমবার ভোটগ্রহণ পর্ব শুরু হতেই মুম্বইয়ের বুথে গিয়ে ভোট দিলেন বলি তারকা অক্ষয় কুমার ৷ বুথ থেকে বেরিয়ে বলিউডের ‘রাওডি’ অভিনেতা বলেন, “আমি চাই আমার ভারত উন্নত ও শক্তিশালী হোক । সেটা মাথায় রেখেই ভোট দিয়েছি । দেশের উন্নয়নের জন্য যা সঠিক, সেই কথা ভেবে বাকিদের ভোট দেওয়া উচিৎ ৷” সকাল সকাল লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন শিল্পপতি অনিল অম্বানিও ৷ সোমবার পঞ্চম দফার নির্বাচনে মহারাষ্ট্রের ১৩টি কেন্দ্রে চলছে ভোটগ্রহণ পর্ব ৷ মোট ২৬৪ প্রার্থীর ভাগ্য নির্ধারন করবেন ২ কোটি ৪৬ লক্ষেরও বেশি ভোটার ৷ বোন জোয়া আখতারকে সঙ্গে নিয়ে ভোট দিলেন বলি তারকা ফারহান আখতার ৷ সাতসকালে ভোট দিলেন বলি তারকা রাজকুমার রাও ৷ বুথের বাইরে বেরিয়ে বলেন, “এটা আমাদের দেশের প্রতি একটি বড় দায়িত্ব ৷ আমাদের সকলের ভোট দেওয়া উচিৎ । আমরা যদি ভোটের গুরুত্ব সম্পর্কে জনগণকে সচেতন করতে পারি তাহলে এটাই সবচেয়ে বড় কাজ । আমি খুব খুশি, নির্বাচন কমিশন আমাকে জাতীয় আইকন হিসেবে বেছে নিয়েছে ৷ সকলের কাছে আমার আবেদন, দয়া করে বেরিয়ে আসুন এবং আপনার ভোট দিন… ” ভোট দিলেন শ্রীদেবী কন্যা জাহ্নবি কাপুর ৷ ভোট দিতে দেখা গেল অভিনেত্রী সানায়া মালহোত্রা ৷ ভোট দিলেন অভিনেতা পরেশ রাওয়াল ৷ ভোট দিয়ে বেরিয়ে বললেন, “যারা ভোট দেবেন না তাদের জন্য কর বৃদ্ধি বা অন্য কোনও শাস্তির মতো কিছু বিধান থাকা উচিৎ ।” ভোট দিলেন অভিনেতা শাহিদ কাপুর ৷ পরনে সাদা শার্ট, চোখে কালো রোদচশমা পরে সেই ছবি শেয়ার করেন অভিনেতা ৷ ভোট দিলেন বলি তারকার আমির খানের ছেলে ইরা খান এবং জুনেইদ খান ৷ ছেলেকে সঙ্গে নিয়ে ভোট দিতে দেখা গেল শিব সেনা নেতা তথা বলি তারকা গোবিন্দা ৷ সকাল থেকে কার্যত জমে উঠেছে বাণিজ্যনগরীর ভোটাভুটি ৷ রবিবার ভোট শুরুর একদিন আগে দেশবাসীকে ভোটে উৎসাহিত করার জন্য এক্স হ্যান্ডেলে একটি ভিডিয়ো প্রকাশ করেন ‘বিগ-বি’ অমিতাভ বচ্চন ৷ ভোট দিলেন বর্ষীয়ান অভিনেতা ধরমেন্দ্র ৷ অন্যদিকে, মেয়ে এশা দেওলকে সঙ্গে নিয়ে ভোট দিলেন অভিনেত্রী তথা বিজেপি প্রার্থী হেমা মালিনী ৷ বিজেপির জয় সম্পর্কে আত্মবিশ্বাসী হেমা বলেন, “বিপুল সংখ্যক মানুষ ভোট দিতে আসছেন । আমাদের 400 পেরিয়ে যাওয়ার স্বপ্ন পূরণ হবে ৷”
Related Posts
শাহরুখের গানে নাচল মুকেশ আম্বানি, অনন্ত-রাধিকার সঙ্গীতে চাঁদের হাট
অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্ট তাদের সংগীত অনুষ্ঠান জমজমাট। জাস্টিন বিবারের ৮৩ কোটির পারফরম্যান্সের চর্চাকে ছাপিয়ে গেল শাহরুখের ওম শান্তি ওমের গানে আম্বানি পরিবারের নাচের ভিডিও সামনে আসতেই! আর এই গানের সঙ্গে পা মেলানোর সময় নিজের ভরতনাট্যম পারদর্শিতাও প্রদর্শন করেন মুকেশ-পত্নী। আম্বানি পরিবারের সঙ্গে তিনি যখন নাচছিলেন, তখন সেখানে উপস্থিত সকলেই তাঁর হয়ে গলা ফাটিয়েছেন। […]
আইপিএলের ভরা মাঠে মুক্তি পেতে চলেছে ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’-র ট্রেলার!
জাহ্নবী কাপুর এবং রাজকুমার রাও অভিনীত স্পোর্টস ড্রামা ফিল্ম ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’-এর অপেক্ষায় থাকা ভক্তদের জন্য সুখবর রয়েছে। মুক্তি পেতে চলেছে ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’-এর ট্রেলার। এর আগে, ছবিতে জাহ্নবী কাপুর এবং রাজকুমার রাও-এর ফার্স্ট লুক প্রকাশ করা হয়েছিল। এখন করণ জোহর তার নতুন ছবির ট্রেলারের মুক্তির তারিখ ঘোষণা করেছেন। করণ জোহর এবং তার […]
রোজভ্যালির পরে এবার রেশন দুর্নীতি কাণ্ডে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে তলব করল ইডি
কলকাতায় ভোটের আগে ফের সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি । ২০১৯-এ রোজভ্যালি কাণ্ডেও অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর নাম জড়িয়েছিল। এবার রেশন দুর্নীতির মামলায় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে ডেকে পাঠাল ইডি। সূত্রে খবর, ৫ জুন তাঁকে ইডির দফতরে ডেকে পাঠানো হয়েছে। জানা গিয়েছে, এই মুহূর্তে ব্যক্তিগত কাজে আমেরিকায় রয়েছেন ঋতুপর্ণা। রেশন দুর্নীতি মামলায় ইডির হাতে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, বনগাঁ […]