ফের শ্লীলতাহানির অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে ৷ ভোটের কাজ সেরে ফেরার পর এবার শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার এক জওয়ান ৷ সিআরপিএফ-এর এই জওয়ানকে গ্রেফতার করেছে চিতপুর থানার পুলিশ ৷ ধৃত কেন্দ্রীয় বাহিনীর এই জওয়ানের নাম তিরঞ্জন প্রধান ৷ বারুইপুর থেকে নির্বাচনী ডিউটি সেরে ফিরছিলেন বলে জানা গিয়েছে । পরে উত্তর কলকাতায় আসেন থাকার জন্য । অভিযোগ, টালা ব্রিজের কাছে দুই মহিলার গায়ে হাত দেন অভিযুক্ত এই জওয়ান, শ্লীলতাহানি করেন । এরপরই ওই দুই মহিলা চিৎকার করে লোক জড়ো করার চেষ্টা করেন । খবর যায় স্থানীয় চিতপুর থানার পুলিশের কাছে ৷ জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে লোকসভা নির্বাচনের নিরাপত্তার দায়িত্বে ছিলেন ওই সিআরপিএফ জাওয়ান ৷ শনিবার ডিউটি সেরে ফেরার পর তিনি উত্তর কলকাতার কাশীপুরে আসেন থাকার জন্য । পরে রাতে কলকাতা স্টেশন থেকে তাঁর ট্রেন ধরার কথা ছিল । অভিযোগ, তার আগেই রাতের অন্ধকারে দুই মহিলার শ্লীলতাহানি করেন ওই জওয়ান ৷ সকালে ওই সিআরপিএফ জওয়ানকে জিজ্ঞাসাবাদের জন্য চিতপুর থানায় আসেন কলকাতা পুলিশের মহিলা কর্মীরা । সেইসঙ্গে বয়ান রেকর্ডের জন্য মহিলাদের থানায় ডেকে পাঠানো হয় ৷ জানা গিয়েছে, অভিযোগকারিনী দুই মহিলা সম্পর্কে দিদি এবং বোন ৷ ঘটনার সময় ওই সিআরপিএফ জওয়ান মদ্যপ অবস্থায় ছিল বলে জানা গিয়েছে । মহিলারা চিৎকার করলে ওই সিআরপিএফ জওয়ান ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করেন । স্থানীয়রা এই জওয়ানকে ধরে রেখে মারধর করে বলেও অভিযোগ ৷ ভোটের কাজে এসে এই রাজ্যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের শ্লীলতাহানির ঘটনা এই প্রথম নয়। ভোট চলাকালীন হাওড়ায় শ্লীলতাহানির অভিযোগ ওঠে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে । গাছে বেঁধে তাঁকে মারধরের অভিযোগ ওঠে স্থানীয় বাসিন্দাদের বিরুদ্ধে ৷ পরে পুলিশ এসে তাঁকে উদ্ধার করে নিয়ে যায় বলে খবর ৷
Related Posts
শনিরার ভারী বৃষ্টি, জলমগ্ন রাস্তায় নাকাল পথচারীরা, দ্রুত জল সরানোর নির্দেশ মেয়রের
টানা কয়েক ঘণ্টার বৃষ্টিতে জলমগ্ন কলকাতা। শনিবার দুপুরে আকাশ কালো করে আসে। বৃষ্টিতে বেশ কিছু ব্যস্ত এলাকা জলমগ্ন হয়ে পড়ে। যানজটে ভোগান্তি পথচলতি মানুষের। সপ্তাহের শেষ দিন ভুগতে হয় অফিসযাত্রীদেরও। শনিবার কলকাতা পুরসভার কন্ট্রোল রুম পরিদর্শন করেন মেয়র ফিরহাদ হাকিম। পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি। দ্রুত জল সরানোর নির্দেশ দেন তিনি। শনিবার টানা বৃষ্টিতে শহরের অনেক […]
ত্রিপল-বাঁশ খোলা নিয়ে ধোঁয়াশা কেটেছে, সোশ্যাল মিডিয়ায় ডেকরটার্স বিতর্ক নিয়ে জবাব জুনিয়র চিকিৎসকদের
বুধবার রাত থেকে স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের অবস্থান মঞ্চ থেকে প্যান্ডেলের বাঁশ এবং পেডেস্টাল ফ্যান খুলে নিয়ে যেতে দেখা যায় ডেকরেটরের লোকেদের। বৃহস্পতিবার সকালেও সেই ছবি দেখা গিয়েছে। যা থেকে গুজব ছড়ায়, পুলিশ ডেকরেটার্সদের চাপ দিচ্ছে ত্রিপল-বাঁশ খুলে নেওয়ার জন্য। যদিও শুরুতেই বিধাননগর পুলিশ কমিশনার জানিয়ে দেন, পুলিশের তরফ থেকে কোনও চাপ দেওয়া হয়নি। […]
‘নবান্ন অভিযানের কোন অনুমতিই চাওয়া হয়নি, সম্পূর্ণ বেআইনি এই কর্মসূচি, কোন প্ররোচনায় পা দেবেন না’, বার্তা রাজ্য পুলিশের
আর জি কর কাণ্ডের সুবিচার, মুখ্যমন্ত্রী-স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দিয়েছে ‘অরাজনৈতিক’ সংগঠন পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ। সেই প্রতিবাদ কর্মসূচি ঘিরে যে ব্যাপক অশান্তি ছড়াতে পারে, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে, আসলে এটি অশান্তির ষড়যন্ত্র – এমন অভিযোগ বারবার শোনা গিয়েছে শাসকদলের নেতাদের গলায়। এবার রাজ্য পুলিশের এই প্রতিবাদ মিছিলকে ‘বেআইনি’ বলে ঘোষণা করে […]