ফের ‘যৌন হেনস্থা’ কেন্দ্রীয় বাহিনীর! অভিযোগ পাওয়ার পর তৎপর নির্বাচন কমিশন। ভোটের ডিউটি থেকে সরিয়ে দেওয়া হল অভিযুক্ত জওয়ানকে। এবার ঘাটাল লোকসভার কেন্দ্রে ডেবরায়। আজ, শনিবার ষষ্ঠ দফা ভোট হচ্ছে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল লোকসভা কেন্দ্রে। এই কেন্দ্রে এবারও তৃণমূল প্রার্থী দেব। বিপক্ষে বিজেপি হিরণ।কমিশন সূত্রের খবর, যে মহিলা অভিযোগ করেছেন, তিনি ডেববার ১২৬ নম্বর বুথের ভোটার। ওই মহিলার দাবি, যখন ভোট দিতে যান, তখন তাঁকে যৌন হেনস্থা করেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এক জন। এই ঘটনায় সরব তৃণমূল। মন্ত্রী শশী পাঁজা বলেন, ‘বার বার অভিযোগ উঠছে। এর আগে আমার দেখেছি, হাওড়ার জাঙ্গিপাড়ায় বাড়িতে ঢুকে CRPF-র হেনস্থা। আজ ঘাটালের ডেবরা দেখছি। মহিলারা ভোটের লাইনে দাঁড়িয়ে আছেন, সেখানে CRPF-র হেনস্থা। যাঁরা লাইনে দাঁড়িয়ে আছে, তাঁরা যেন বিজেপির প্রতীকে ভোট দেন! সেটা করতে গিয়েই মহিলাদের হেনস্থা করা হচ্ছে’।
Related Posts
বেশিরভাগ কারখানা বন্ধ, যুবকরা পালিয়ে যেতে বাধ্য হচ্ছে, বাংলার এই দুর্দশা কে করল’? বাম-কংগ্রেস-তৃণমূলকে একযোগে তোপ মোদির
শেষ দফার ভোটের আগে বাংলায় মোদি। আগামী শনিবার সপ্তম দফায় ভোট হবে কলকাতা ও দুই ২৪ পরগনায়। বারাসাত কেন্দ্রে এবার বিজেপি প্রার্থী স্বপন মজুমদার। তাঁর সমর্থনে অশোকনগরে সভা করলেন প্রধানমন্ত্রী। কবে? আজ, মঙ্গলবার। মোদি বলেন, ‘স্বাধীনতার আগে একটা সময় ছিল, যখন সারা দেশ থেকে লাখো লাখো মানুষ বাংলায় কাজ করতে আসত। আজ বাংলায় বেশিরভাগ কারখানা […]
‘ক্ষমা চাওয়ার কোনও প্রশ্নই ওঠে না’, পদত্যাগের পরেও অনড় অখিল
মুখ্যমন্ত্রী পদত্যাগের নির্দেশ দিয়েছেন। নির্দেশ মেনে পদত্যাগ করছেন রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি।তবে, যে ঘটনা থেকে পুরো বিষয়টির সূত্রপাত, সেই বন দপ্তরের মহিলা কর্মীর কাছে ক্ষমা চাওয়ার ‘কোনও প্রশ্নই ওঠে না’ বলে জানালেন রামনগরের তৃণমূল কংগ্রেস বিধায়ক। এমনকী, মন্ত্রিত্ব চলে যাওয়ার পরেও তিনি অনুতপ্ত নন, বলেই স্পষ্ট ভাষায় জানিয়ে দেন অখিল গিরি। ‘ শনিবারের ঘটনার পর […]
চোপড়ায় যুগলকে সালিশিসভায় বেধড়ক মারধর ঘটনায় গ্রেফতার তৃণমূল নেতা জেসিবি
উত্তর দিনাজপুরের চোপড়ায় এক যুবক ও যুবতীকে বেধড়ক মারধরের ঘটনায় অভিযুক্ত তৃণমূল নেতা জেসিবিকে আটক করল পুলিশ। এলাকার এক যুগলের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ ছিল। সেই অভিযোগের ভিত্তিতে বসানো হয় সালিশি সভা। সেই সভায় ওই যুগলের বিরুদ্ধে একাধিক অভিযোগ আনা হয়। তার পরই ওই যুগলকে মাটি ফেলে লাঠি দিয়ে নির্মম ভাবে মারধর করে জেসিবি ওরফে তাজেমুল। […]