কেন্দ্রীয় বাহিনী নিয়ে ফের বিতর্কিত মন্তব্য করলেন দার্জিলিংয়ের বিজেপি প্রার্থী রাজু বিস্তা ৷ এবার সরাসরি কেন্দ্রীয় বাহিনীকে গুলি চালানোর নিদান দিলেন তিনি ৷ তাঁর স্পষ্ট বক্তব্য, “কোনও অসামাজিক তত্ত্ব সাধারণ মানুষকে ভোট দেওয়া থেকে বাঁধা দিলে কেন্দ্রীয় বাহিনীর প্রতিরোধ করা উচিৎ।” এর আগে ২০২১ সালে বিধানসভা ভোটের সময় শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃত্যু হয়েছিল কয়েকজনের ৷ যে ঘটনার জল গড়িয়েছে অনেকদূর ৷ লোকসভা ভোটের প্রচারের ক্ষেত্রেও শাসকদল তৃণমূল নেতৃত্বের গলায় বারবার উঠে এসেছে সেই প্রসঙ্গ ৷ বাহিনী নিয়ে সতর্ক নির্বাচন কমিশনও ৷ তার মাঝেই দ্বিতীয় দফার ভোটের দিনই ফের সেই বাহিনীকেই গুলি চালাতে বললেন বিজেপি প্রার্থী ৷ শিলিগুড়িতে এমনই বিতর্কিত মন্তব্য করলেন দার্জিলিংয়ের গেরুয়া শিবিরের প্রার্থী রাজু বিস্তা। বিজেপি প্রার্থীর দাবি, চোপড়ায় দেদার ছাপ্পা ভোট দেওয়া এবং সাধারণ মানুষকে ভোট দেওয়া থেকে আটকাচ্ছে শাসকদলের গুন্ডারা ৷ এদিন দার্জিলিংয়ের বিজেপি প্রার্থী বলেন, “আমি তো বলব, কেন্দ্রীয় বাহিনীর বন্দুকে মরচে পরে যাবে যদি তারা এই ধরণের অসামাজিক তত্ত্বকে গুলি না করে।” বেশ কয়েকটি বুথে পুনর্নিবাচনেরও আবেদন জানিয়েছেন রাজু।
Related Posts
‘কেউ বঞ্চিত হবেন না’, মুখ্যমন্ত্রীর আশ্বাসে ভরসা পেলেন চা শ্রমিকরা, আপাতত আন্দোলনের পথ থেকে সরছেন শ্রমিকরা
ঘূর্ণিঝড়ের জেরে ওলটপালট জলপাইগুড়ি, কোচবিহার-সহ বিস্তীর্ণ এলাকা। পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মানুষের সুবিধে-অসুবিধের কথা শুনেছেন। বৃহস্পতিবার থেকে তাঁর রাজনৈতিক কর্মসূচি শুরু হচ্ছে। তাঁর আগে বুধবার চালসায় চা শ্রমিকদের সঙ্গে কথা বললেন মুখ্যমন্ত্রী। একেবারে ঘরের মেয়ের মতো পৌঁছে যান চা বাগানের ভিতরে। সেখানে গিয়ে শ্রমিকদের সুবিধা-অসুবিধার কথা শোনেন মমতা বন্দ্যোপাধ্যায়। চা বাগান যাওয়ার পথে স্কুলের […]
৩ মাস পর খুলল জলদাপাড়া অভয়ারণ্য
তিনমাস বন্ধ থাকার পর অবশেষে খুলে গেল জলদাপাড়া অভয়ারণ্য। জঙ্গল খুলতেই সূচনা হল পর্যটকদের জঙ্গল সাফারি দিয়ে। গত ৩ মাস বন্ধ ছিল সংরক্ষিত বনাঞ্চল ও জাতীয় উদ্যান। ১৬ সেপ্টেম্বর সোমবার থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হল সংরক্ষিত বনাঞ্চল গুলি। ফের পর্যটকেরা ডুয়ার্সের জাতীয় উদ্যানে জিপসি সাফারি ও হাতি সাফারি। এদিন সকালে গরুমারার জাতীয় উদ্যানের গেটে […]
প্রচারে গিয়ে গো-ব্যাক স্লোগানের মুখে শান্তনু ঠাকুর
নির্বাচনী প্রচারে গিয়ে গো ব্যাক স্লোগানের মুখে পড়লেন বনগাঁ লোকসভার বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর । তাঁকে ছুড়ে মারা হয় জল । এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়াল এলাকায় । পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে রাস্তায় বসে পড়েন শান্তনু । সোমবার ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার বাগদা পুরাতন বাজার এলাকায় । বিজেপি সূত্রে খবর, আজ […]