কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য ইউনিফায়েড পেনশন স্কিম বা অভিন্ন পেনশন প্রকল্পের সূচনা করল নরেন্দ্র মোদি সরকার৷ শনিবারই এই নতুন প্রকল্পের ঘোষণা হয়ে গেল৷ এবার থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরাই ঠিক করবেন, তাঁরা ন্যাশনাল পেনশন স্কিম (এনপিএস)-এর আওতায় থাকবেন না কি বিকল্প হিসেবে ইউনিফায়েড পেনশন স্কিম (ইউপিএস)-কে বেছে নেবেন৷ একই ভাবে রাজ্য সরকারগুলিও নিজেদের কর্মচারীদের জন্য ইউপিএস-কে বেছে নিতে পারবে৷ ১ এপ্রিল, ২০২৫ থেকে ইউপিএস কার্যকর হবে৷ প্রথম বছর এই প্রকল্প রূপায়নের খরচ পড়বে ৬২৫০ কোটি টাকা৷ ২০০৪ সাল থেকে যাঁরা এনপিএস প্রকল্পের আওতায় অবসর গ্রহণ করেছেন, তাঁরাও নতুন এই পেনশন প্রকল্পের সুবিধা পাবেন৷রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব দাবি করেছেন, এই প্রকল্প চালুর ফলে অন্তত ২৩ লক্ষ সরকারি কর্মচারী উপকৃত হবেন৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতেই এ দিন নতুন পেনশন প্রকল্পে অনুমোদন দেয় কেন্দ্রীয় মন্ত্রিসভা৷ নতুন এই প্রকল্পে সরকারি কর্মচারীদের জন্য ন্যূনতম নিশ্চিত পেনশন, পরিবারের জন্য ন্যূনতম পেনশন পাওয়ার নিশ্চয়তা থাকছে৷ এ দিন কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই বড় প্রকল্পে ছাড় দেওয়া হয়৷ বর্তমান পেনশন প্রকল্পে কর্মচারীদের দশ শতাংশ অবদান থাকে, কেন্দ্রের অবদান থাকে ১৪ শতাংশ৷ নতুন প্রকল্পে তা বাড়িয়ে ১৮ শতাংশ করা হচ্ছে৷
Related Posts
রাজস্থানে হোস্টেলে আগুন, আহত ৮ ছাত্র
রাজস্থানের কোটা শহরের একটি হোস্টেলে আগুন লেগে ৮জন ছাত্র আহত হয়েছে। যার মধ্যে একজন জানালা থেকে লাফ দিয়ে পা ভাঙে। রবিবার সকালে কুনহারি এলাকার আদর্শ হোস্টেলে ট্রান্সফরমার বিস্ফোরণে এ ঘটনা ঘটে। নিচতলায় ট্রান্সফরমারে শর্ট সার্কিট থেকে আগুন দ্রুত ওপরের দিকে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অর্পিত পান্ডে নামে এক ছাত্র আগুন থেকে বাঁচতে […]
ভারতের পরবর্তী বায়ুসেনা প্রধান হচ্ছেন এয়ার মার্শাল অমর প্রীত সিং
এয়ার মার্শাল অমর প্রীত সিং হবেন ইন্ডিয়ার এয়ারফোর্সের পরবর্তী প্রধান। এয়ার চিফ মার্শাল ভিআর চৌধুরীর কাছ থেকে তিনি দায়িত্ব নেবেন বলে খবর। শনিবার সরকারি তরফে একথা ঘোষণা করা হয়েছে। ৩০ শে সেপ্টেম্বর ভিআর চৌধুরী অবসর নিচ্ছেন। তাঁর জায়গায় পরবর্তী বায়ুসেনা প্রধান হবে এয়ার চিফ মার্শাল অমর প্রীত সিং। তার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। ১৯৮৪ সালের ডিসেম্বর […]
দিল্লিতে কংগ্রেসের সঙ্গে জোট ছাড়ল কেজরিওয়াল, বিধানসভা নির্বাচনে একাই লড়বে আপ
দিল্লির বিধানসভা নির্বাচনে আর কংগ্রেসের সঙ্গে জোটে থাকবে না আম আদমি পার্টি (আপ)। অরবিন্দ কেজরীওয়ালের দল জানিয়ে দিল, ‘ইন্ডিয়া’ কেবল লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছিল। বিধানসভা নির্বাচনে রাজধানীতে পূর্ণ শক্তি নিয়েই লড়ার সিদ্ধান্ত নিয়েছে আপ। বৃহস্পতিবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে আপের বিধায়ক এবং শীর্ষ নেতারা একটি বৈঠক করেন। সেখান থেকে বেরিয়ে […]