খোলা বাজারে ফের কয়েকটি ওষুধ নিষিদ্ধ ঘোষণা করল কেন্দ্র। ১৫৬ টি ওষুধকে নিষিদ্ধ ঘোষণা করা হল। গুণমান পরীক্ষায় ব্যর্থ হওয়ার পর এই ককটেল ওষুধগুলিকে নিষিদ্ধ ঘোষণা করেছে কেন্দ্র। যে ওষুধগুলি নিষিদ্ধ করা হয়েছে সেগুলি ককটেল ওষুধ। ককটেল মানে হল একটি ওষুধের মধ্যে অনেকগুলি ওষুধের মিশ্রণ। বিশেষজ্ঞ টিম এই ওষুধগুলি পরীক্ষা করে দেখেছে এগুলি রোগীদের পক্ষে ঠিক নয়। তাই এগুলিকে নিষিদ্ধ ঘোষণা করা হল। এগুলির মধ্যে সর্দি-জ্বরের অ্যান্টিবায়োটিক, পেইনকিলার, মাল্টিভিটামিন রয়েছে। কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ী, মেফেনামিক অ্যাসিড + প্যারাসিটামল ইনজেকশন, লিভোসেট্রিজাইন + ফেনিলেফ্রিন এইচসিএল + প্যারাসিটামল, ক্যামিলোফিন ডাইহাইড্রোক্লোরাইড ২৫ এমজি + প্যারাসিটামল ৩০০ এমজি, প্যারাসিটামল + ক্লোরফেনির্মাইন মালেট + ফেনিল প্রোপানোলামিন সহ একাধিক ওষুধ নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। এর আগেও ২০২৩ সালে ৩৪৪ টি ওষুধকে নিষিদ্ধ ঘোষণা করেছিল কেন্দ্র। এরফলে সাময়িক অস্বস্তিতে পড়েছিল সাধারণ মানুষ। তবে এবার ফের একবার এই সিদ্ধান্তের ফলে সমস্যায় পড়তে পারেন এই ওষুধ ব্যবহারকারী রোগীরা। তবে বিকল্প হিসাবে অন্য ওষুধ তারা খেতে পারে বলেও জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।
Related Posts
ধাক্কা খেল নীতীশ কুমারের সরকার! বিহারে ৬৫ শতাংশ সংরক্ষণ প্রস্তাব বাতিল করল পাটনা হাইকোর্ট
বিহারে ধাক্কা খেল নীতীশ সরকারের সংরক্ষণ নীতি। বৃহস্পতিবার অনগ্রসর শ্রেণির জন্য ৬৫ শতাংশ সংরক্ষণ বাতিল করল পাটনা হাই কোর্ট । সুপ্রিম কোর্টের রায় উল্লেখ করে আদালত সাফ জানিয়েছে, বিহার সরকারের সংরক্ষণের সিদ্ধান্ত বেআইনি। জাতিগত জনগণনার রিপোর্ট প্রকাশ্যে আসতেই বিহারে সংরক্ষণ পদ্ধতি আমূল বদলে ফেলেন নীতীশ কুমার । তফসিলি জাতি এবং উপজাতি, অনগ্রসর জাতি এবং অতি […]
ফ্রিজে গো-মাংস, মধ্যপ্রদেশে ১১টি বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিল পুলিশ, গ্রেপ্তার ১১
ফ্রিজে গো-মাংস রাখার অভিযোগ। পুলিশের নির্দেশে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হল ১১টি বাড়ি। ঘটনাটি ঘটেছে মধ্য প্রদেশের আদিবাসী অধ্যুষিত মান্দলায়। ১১ জন অভিযুক্তের মধ্যে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকি ১০ জন পলাতক। রাজ্যে বেআইনিভাবে গো-মাংস বিক্রি রুখতেই এই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ১১টি বাড়িই সরকারি জমির উপরে তৈরি ছিল। নইনপুরের ভাইওয়াহি এলাকারই […]
গুজরাতে ভূমিকম্প, রিখটার স্কেলে ৩.৪
বুধবার বিকেলে গুজরাতের সৌরাষ্ট্রে ভূমিকম্প অনুভূত হয়। গুজরাত রাজ্য বিপর্যয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মতে, সৌরাষ্ট্রের তালালা থেকে ১২ কিলোমিটার উত্তর-উত্তরপূর্বে ৩টে ১৮ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়েছিল। রিখটার স্কেলে এর তীব্রতা মাপা হয়েছে ৩.৪। আপাতত কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর নেই। তবে ভূমিকম্পের কারণে মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।