ফের ১৫৬ টি ওষুধকে নিষিদ্ধ ঘোষণা করল কেন্দ্র

খোলা বাজারে ফের কয়েকটি ওষুধ নিষিদ্ধ ঘোষণা করল কেন্দ্র। ১৫৬ টি ওষুধকে নিষিদ্ধ ঘোষণা করা হল। গুণমান পরীক্ষায় ব্যর্থ হওয়ার পর এই ককটেল ওষুধগুলিকে নিষিদ্ধ ঘোষণা করেছে কেন্দ্র। যে ওষুধগুলি নিষিদ্ধ করা হয়েছে সেগুলি ককটেল ওষুধ। ককটেল মানে হল একটি ওষুধের মধ্যে অনেকগুলি ওষুধের মিশ্রণ। বিশেষজ্ঞ টিম এই ওষুধগুলি পরীক্ষা করে দেখেছে এগুলি রোগীদের পক্ষে ঠিক নয়। তাই এগুলিকে নিষিদ্ধ ঘোষণা করা হল। এগুলির মধ্যে সর্দি-জ্বরের অ্যান্টিবায়োটিক, পেইনকিলার, মাল্টিভিটামিন রয়েছে। কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ী, মেফেনামিক অ্যাসিড + প্যারাসিটামল ইনজেকশন, লিভোসেট্রিজাইন + ফেনিলেফ্রিন এইচসিএল + প্যারাসিটামল, ক্যামিলোফিন ডাইহাইড্রোক্লোরাইড ২৫ এমজি + প্যারাসিটামল ৩০০ এমজি, প্যারাসিটামল + ক্লোরফেনির্মাইন মালেট + ফেনিল প্রোপানোলামিন সহ একাধিক ওষুধ নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। এর আগেও ২০২৩ সালে ৩৪৪ টি ওষুধকে নিষিদ্ধ ঘোষণা করেছিল কেন্দ্র। এরফলে সাময়িক অস্বস্তিতে পড়েছিল সাধারণ মানুষ। তবে এবার ফের একবার এই সিদ্ধান্তের ফলে সমস্যায় পড়তে পারেন এই ওষুধ ব্যবহারকারী রোগীরা। তবে বিকল্প হিসাবে অন্য ওষুধ তারা খেতে পারে বলেও জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। 

error: Content is protected !!