কেন্দ্রীয় সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে মেডিক্যালের জয়েন্ট পরীক্ষা রাজ্যের হাতে ফেরত দেওয়ার দাবি তুললেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। দেশ জুড়ে ক্রমশ জোরাল হচ্ছে নিট দূর্নীতির প্রতিবাদে বিক্ষোভ। এই আবহে ব্রাত্যর এই দাবি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। ডাক্তারি শিক্ষার সর্বভারতীয় এই প্রবেশিকা পরীক্ষা নিটের বিরুদ্ধে এবার প্রশ্ন ফাঁস থেকে গ্রেস নম্বর-সহ নানা দূর্নীতির অভিযোগ উঠেছে। এ দিন ব্রাত্য সেই কেলেঙ্কারিকে নিশানা করে বলেন, “এটা কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা। হাজার-হাজার পরীক্ষার্থীর ভবিষ্যত নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে। আমাদের রাজ্যের শিক্ষক দুর্নীতি নিয়ে অনেক আলোচনা হল। অনেক টক শো হল। তদন্ত হল। গ্রেফতারও হল। কিন্তু কেন্দ্রের এই নিট যা সারা ভারতের ক্ষেত্রে খুব সম্মানের পরীক্ষা সেটার ক্ষেত্রে যা হল গোটা ভারত দেখছে। তার জন্য কোনও তদন্ত হবে না? সিবিআই ইডি মাঠে নামবে না? এই ব্যর্থতার পর আমার মনে হয় ওদেরই স্বতঃপ্রণোদিত ভাবে পরীক্ষাটি রাজ্যের হাতে ফিরিয়ে দেওয়া উচিত”। উল্লেখ্য, ২০১৩ সাল থেকে নিট পরীক্ষার মাধ্যমে সর্বভারতীয় স্তরে মেডিক্যাল কলেজে ভর্তি শুরু হয়। এর আগে রাজ্যের বোর্ডগুলি পৃথকভাবে মেডিক্যালে প্রবেশিকা পরীক্ষা নিত। সেই পরীক্ষার মাধ্যমে রাজ্যের মেডিক্যাল কলেজগুলিতে শিক্ষার্থীরা ভর্তি হতেন। কিন্তু ২০১৪-২০১৫ সালেও এই ব্যবস্থা চালু করা সম্ভব হয়নি, কারণ বিভিন্ন বোর্ডের আপত্তি ছিল। ২০১৬ সালে সুপ্রিম কোর্টের নির্দেশে স্থির হয়, সর্বভারতীয় ডাক্তারি পরীক্ষার মাধ্যমে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে।
Related Posts
RG Kar : ময়নাতদন্তের রিপোর্টে নির্যাতিতার হাড় ভাঙার কোনও প্রমাণ মেলেনি, নির্যাতিতার শরীরে ১৪ টিরও বেশি ক্ষতের প্রমাণও মিলেছে
আরজিকরের মহিলা চিকিত্সক-পড়ুয়ার দেহ উদ্ধারের পর থেকেই তোলপাড় সব মহল। কর্মবিরতিতে জুনিয়র চিকিত্সকরা। ইতোমধ্যেই কলকাতা পুলিসের হাত থেকে তদন্ত গিয়েছে সিবিআইয়ের হাতে। তবে এবার অটোপ্সি রিপোর্টে এল একের পর এক চাঞ্চল্যকর তথ্য। পোস্টমর্টেম রিপোর্ট অনুসারে, গোটা শরীরে আঘাত, মিলেছে ধস্তাধস্তির প্রমাণ। কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ট্রেনি ডাক্তারকে ধর্ষণ ও খুন করা হয়েছে। এমনকী তাঁর শরীরে […]
বউবাজারে মোবাইল চোর সন্দেহে গণপ্রহারে ছাত্রাবাসে পিটিয়ে খুন যুবক, আটক ১৪
বউবাজারের ছাত্রাবাসে পিটিয়ে খুনের অভিযোগ ঘিরে উত্তেজনা। মোবাইল চুরির অভিযোগে বউবাজারের নির্মল চন্দ্র স্ট্রিট ছাত্রাবাসে এক যুবককে পিটিয়ে খুনের অভিযোগ অন্যান্য আবাসিকদের বিরুদ্ধে। অভিযোগ, হাত- পা বেঁধে ওই ব্যক্তিকে মারধর করা হয়েছে। মৃতের নাম এরশাদ আলম। ১৪ জন ছাত্রকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। আশঙ্কাজনক অবস্থায় ওই যুবককে মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসকেরা জানান মৃত্যু […]
কাটল অচলাবস্থা, অবশেষে শুক্রবারের কর্মবিরতি প্রত্যাহার, শনি থেকেই কাজ ফিরছেন জুনিয়র ডাক্তাররা
অবশেষে কাটল অচলাবস্থা! আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে জুনিয়র ডাক্তারকে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে লাগাতার কর্মবিরতিতে রয়েছেন রাজ্যের সমস্ত হাসপাতালের জুনিয়র ডাক্তাররা। স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান এবার প্রত্যাহারের সিদ্ধান্ত নিলেন জুনিয়র ডাক্তারা। শনিবার থেকে ফের কাজে যোগ দিচ্ছেন তাঁরা। তবে আন্দোলন চলবে। বৃহস্পতিবার জিবি মিটিংয়ের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই সিদ্ধান্তের কথা জানান তাঁরা। শুক্রবার […]