সমস্ত জল্পনার অবসান। BJP-তেই যোগদান করছেন চম্পাই সোরেন। আগামী শুক্রবার অর্থাৎ ৩০ অগস্ট আনুষ্ঠানিকভাবে তিনি গেরুয়া শিবিরের পতাকা হাতে তুলে নেবেন। এমনটাই দাবি করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সংবাদসংস্থার প্রকাশিত একটি ভিডিওতে হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে একই গাড়িতে বসে থাকতে দেখা যায় ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। দাবি করা হয়, তাঁরা দু’জনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর তাঁর বাসভবন থেকে বেরিয়ে আসছিলেন। এরপর রাতেই অসমের মুখ্যমন্ত্রী একটি সোশ্যাল মিডিয়া পোস্ট করেন। সেখানে অমিত শাহের সঙ্গে বৈঠক করেত দেখা যায় চম্পাই সোরেনকে। ক্যাপশনে হিমন্ত লেখেন, ‘কিছুক্ষণ আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিশ শাহের সঙ্গে দেখা করেছেম ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আদিবাসী নেতা চম্পাই সোরেন। ৩০ অগস্ট রাঁচিতে তিনি আনুষ্ঠানিকভাবে BJP-তে যোগ দেবেন।’
Related Posts
গুজরাতের রাজকোটে বিধ্বংসী অগ্নিকাণ্ড, গেমিং জোনে জীবন্ত দগ্ধ হয়ে মৃত ২৫
বিধ্বংসী অগ্নিকাণ্ড গুজরাতের রাজকোট শহরে। শনিবার সন্ধেবেলা জনপ্রিয় টিআরপি গেমিং জোনে দাউদাউ করে আগুন ধরে যায়। অগ্নিকাণ্ডে এখনও পর্যন্ত ২৫ জনের মৃত্যু হয়েছে বলে খবর। ভিতরে বেশ কয়েক জনের আটকে থাকার সম্ভাবনা। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের একাধিক ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ। সংশ্লিষ্ট আধিকারিকদের দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র সি প্যাটেলের। রাজকোটের পুলিশ কমিশনার […]
এবার দুরন্ত এক্সপ্রেসের চাকায় আগুন, দাঁড়িয়ে পড়ল ট্রেন
এবার দুরন্ত এক্সপ্রেসের একটি বগির নীচ থেকে হঠাৎ ধোঁয়া বের হতে দেখা যায়। তাতে আতঙ্ক ছড়িয়ে পনে যাত্রীদের মধ্যে। আজ, সোমবার সকালে রাজবাঁধ স্টেশনের কাছে এই ঘটনায় আলোড়ন পড়ে যায়। ট্রেনের চাকায় আগুন লাগার জেরেই ধোঁয়া বের হয়েছে বলে রেল সূত্রে খবর। করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনা, কাঞ্চনজঙ্ঘনা দুর্ঘটনা এবং ডিব্রুগড় ট্রেন দুর্ঘটনায় মানুষ এমনিতেই আতঙ্কে রয়েছে। […]
উত্তরপ্রদেশে কর্তব্যরত চিকিৎসকে মারধর, নিরাপত্তার দাবিতে হাসপাতালের বহির্বিভাগ বন্ধ রাখার সিদ্ধান্ত
হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকের উপর হামলার অভিযোগ। উত্তরপ্রদেশের বুলন্দশহরে শিকারপুর কমিউনিটি হেলথ সেন্টারে নিযুক্ত এক পুরুষ চিকিৎসকের উপর অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি হামলা কর বলে জানা যায়। হাসপাতালের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে সেই দৃশ্য। যেখানে দেখা যাচ্ছে, আপনমনে পায়চারি করতে করতে ফোনে কথা বলছেন ওই চিকিৎসক। এমন সময়ে এক ব্যক্তি আচমকা এসে চিকিৎসককে টেনে চড় কষান। এলোপাথাড়ি […]