বিধানসভা ভোটের আগেই বিজেপিতে যোগ দেবেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন!

সমস্ত জল্পনার অবসান। BJP-তেই যোগদান করছেন চম্পাই সোরেন। আগামী শুক্রবার অর্থাৎ ৩০ অগস্ট আনুষ্ঠানিকভাবে তিনি গেরুয়া শিবিরের পতাকা হাতে তুলে নেবেন। এমনটাই দাবি করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সংবাদসংস্থার প্রকাশিত একটি ভিডিওতে হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে একই গাড়িতে বসে থাকতে দেখা যায় ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। দাবি করা হয়, তাঁরা দু’জনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর তাঁর বাসভবন থেকে বেরিয়ে আসছিলেন। এরপর রাতেই অসমের মুখ্যমন্ত্রী একটি সোশ্যাল মিডিয়া পোস্ট করেন। সেখানে অমিত শাহের সঙ্গে বৈঠক করেত দেখা যায় চম্পাই সোরেনকে। ক্যাপশনে হিমন্ত লেখেন, ‘কিছুক্ষণ আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিশ শাহের সঙ্গে দেখা করেছেম ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আদিবাসী নেতা চম্পাই সোরেন। ৩০ অগস্ট রাঁচিতে তিনি আনুষ্ঠানিকভাবে BJP-তে যোগ দেবেন।’

error: Content is protected !!