চন্দ্রবাবু নাইডু এবং নীতীশ কুমার দুজনেই লোকসভা স্পিকার পদের দাবিদার!

চন্দ্রবাবু নাইডুর টিডিপি এবং নীতীশ কুমারের জেডিইউ- উভয়েই লোকসভা স্পিকার পদের দাবিদার! তাঁরা দুজনেই নাকি এনডিএ-র কাছে এই আর্জিই জানিয়েছেন! লোকসভা ভোটের ফল বেরোতে না বেরোতেই বোঝা গিয়েছিল, একক সংখ্যাগরিষ্ঠতা না-পাওয়া বিজেপি তথা এনডিএ এখন শরিকদের নানা দাবি-দাওয়ার মুখে পড়তে চলেছে। সেকথাই ক্রমে সত্য প্রমাণিত হতে চলেছে। গতকালই বোঝা গিয়েছিল, নীতীশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুর হাতেই এখন এনডিএ সরকারের ভাগ্য। এরকম পরিস্থিতিতে তিনি যে এনডিএতেই রয়েছেন তা স্পষ্ট করে দিয়েছেন চন্দ্রবাবু নাইডু। রাজনৈতিক মহলের খবর ছিল, এনডিএ সরকারে থাকার ক্ষেত্রে বড় কোনও শর্ত রাখতে পারেন চন্দ্রবাবু। কী সেই শর্ত? তা নিয়েও বিভিন্ন তত্ত্ব উঠে এসেছে। এর মধ্যে জোরাল যে কথাটি উঠে আসছে, তা হল, এবার এনডিএ সরকারের কাছে থেকে লোকসভার স্পিকারের পদ দাবি করতে পারেন চন্দ্রবাবু। বাজপেয়ী সরকারের আমলে টিডিপির জিএমসি বালাযোগী লোকসভার স্পিকার ছিলেন। দলত্যাগ বিরোধী আইনে স্পিকারের বড় ভূমিকা থাকে। বুধবারই দিল্লিতে এনডিএ নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন চন্দ্রবাবু নাইডু। সেখানেই হয়তো তিনি তাঁর দাবিগুলি তুলতে পারেন বলে মনে করা হয়েছিল। এদিকে ফলপ্রকাশের পরেই শোনা গিয়েছিল চন্দ্রবাবুর সঙ্গে যোগাযোগ করছেন ইন্ডিয়া ব্লকের নেতারাও। তবে, এখন শোনা যাচ্ছে চন্দ্রবাবুকে বার্তা দেওয়া হলেও তাঁর সঙ্গে সরাসরি যোগাযোগ করেনি তারা। দিল্লি রওনা হওয়ার আগে এক প্রেস কনফারেন্সে চন্দ্রবাবু নাইডু বলেন, দেশের বহু রাজনৈতিক ওঠাপড়া দেখেছি। অনেক অভিজ্ঞতাই হয়েছে। আমরা এনডিএতেই রয়েছি। দিল্লি যাচ্ছি এনডিএর বৈঠকে।

error: Content is protected !!